দুবাই: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) তড়তড়িয়ে ছুটছে ভারতীয় দলের বিজয়রথ। ফের একবার মহাদেশের সেরা হওয়ার দৌড়ে ভারতকেই ফেভারিট বলে মনে করা হচ্ছে। শুক্রবার, ২৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচে ফের একবার প্রমাণ হয়ে গেল কেন টিম ইন্ডিয়া বর্তমানে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বচ্যাম্পয়িন। কার্যত হারের মুখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। আর ভারতের এই স্মরণীয় জয়ের অন্যতম প্রধান কারিগর হলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)।

Continues below advertisement

নতুন বল হাতে অর্শদীপ শুরুটা খিব একটা ভাল করেননি। বেশ রান খরচ করেছিলেন তিনি। তবে ডেথ ওভারে দলের প্রয়োজনে একেবারে জ্বলে উঠেন তিনি। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ডেথ ওভারে অর্শদীপের একের পর এক ফুল লেংথের বল শ্রীলঙ্কার চাপ বাড়ায়। সুপার ওভারেই ভারতের হয়ে বল হাতে তিনিই এগিয়ে আসেন। মাত্র দুই রান খরচ করেন বাঁ-হাতি ফাস্ট বোলার। জবাবে প্রথম বলেই নির্ধারিত তিন রানের লক্ষ্যে পৌঁছে চলতি এশিয়া কাপে নিজেদের অপরাজিত দৌড় অব্যাহত রাখল ভারত। 

ভারতের বাঁ-হাতি বোলারের দুরন্ত পারফরম্যান্সের পর দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বলতে শোনা যায়, 'অর্শদীপ তো এর আগেও বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং আমাদের হয়ে পারফর্মও করেছে। আমি ওকে খালি বলেছিলাম কোনও কিছু না ভেবে নিজের পরিকল্পনায় আস্থা রাখ। আমরা তো এমনিতেই ফাইনালে পৌঁছে গিয়েছি, তাই খুব বেশি চিন্তাভাবনা না করে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা কর। ওকে আগেও ভারত এবং আইপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে এমন পরিস্থিতিতে নিখুঁতভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করতে দেখেছি। ওর আত্মবিশ্বাসই বলে দিচ্ছিল যে এই সুপার ওভারটা কেবল আর কেবল অর্শদীপই করতে পারে।'

Continues below advertisement

এদিনের ম্য়াচে ফের একবার দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে ভারতকে বড় রান তুলতে সাহায্য করেন অভিষেক শর্মা। তবে কার্যত একা হাতে শ্রীলঙ্কাকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন পাথুম নিসাঙ্কা। ভারতের ২০২/৫ তাড়া করতে নেমে দুরন্ত সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পাথুমের। যোগ্য সঙ্গত করলেন কুশল পেরেরা। দ্বিতীয় উইকেটে ১২৭ রান যোগ করে ভারতীয় বোলিংয়ের নাভিশ্বাস তুলে দিলেন দুজনে। ৩২ বলে ৫৮ রান করে ফিরলেন কুশল পেরেরা। কিন্তু শেষমেশ তীরে এসে তরী ডুবল। শেষ ওভারে সেট নিসাঙ্কা আউট হওয়ার পরেই খেলা ঘুরে যায়। হর্ষিত রানা ভারতকে ম্য়াচে টিকিয়ে রাখেন। আর শেষমেশ সুপার ওভার শেষে জয় পায় টিম ইন্ডিয়া।