অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ়ের শুরুটা ভারতীয় দলের (IND vs AUS)  জন্য একেবারেই হতাশাজনকভাবে হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শক্তিশালী ভারতীয় দলকে হেলায় হারায় অস্ট্রেলিয়া। শর্ট বোলিংই ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের মূলত বিপাকে পড়তে দেখা যায়। সেই সমস্যা দূর করতে মঙ্গলবার জোরকদমে অ্যাডিলেডে অনুশীলন সারেন ভারতীয় তারকারা।

Continues below advertisement

এদিন ভারতীয় নেটে সর্বপ্রথম আসেন রোহিত শর্মা। তারপর বিরাট কোহলি, শুভমন গিলরা যোগ দেন। প্রথম ওয়ান ডেতে ব্যর্থ হলেও এদিন রোহিতকে বেশ ভাল ছন্দেই দেখায়। জোরে বল মারার বদলে বল টাইমিং করার দিকে বাড়তি নজর দেন রোহিত। তিনি শুভমন গিলের সঙ্গে অদলবদল করে ব্যাটিং করেন। প্রথম ওয়ান ডেতে হ্যাজেলউডদের শর্ট অফ গুড লেংথের বল ওপেনিং জুটিকে সমস্যায় ফেলেছিল। সম্ভবত সেই নিয়েই দুইজনে আলোচনাও করেন। টেকনিক নিয়ে কিছু কথাবার্তা বলেন তাঁরা।

অধিনায়ক গিল অনুশীলন করে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গেও দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। তিনি নেটে ব্যাটিং সেশন শেষের পর জিমে ছোটেন। অপরদিকে, শ্রেয়স আইয়ারকে এদিন মূলত শর্ট বলের বিরুদ্ধেই অনুশীলন করতে দেখা যায়। পারথে জশ হ্যাজেলউডের পাঁজরের কাছের বলে ফ্লিক করতে গিয়ে আউট হয়েছিলেন তিনি। সেই সমস্যা দূর করতে পুল, হুক মারতে মনোনিবেশ করেন তিনি। কয়েকটি শট ভাল মারেন, তবে বেশ কিছুবার সমস্যাও পড়েন শ্রেয়স। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেন শ্রেয়স। 

Continues below advertisement

পারথের মতো অ্যাডিলেডেও কিন্তু বৃষ্টি ভারতীয় দলের পিছু ছাড়েনি। বৃষ্টির জেরেই ভারতীয় দলের প্রাথমিকভাবে ইন্ডোরে অনুশীলন করার কথা ভেবেছিল। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই মাঠকর্মীরা দ্রুত নেট প্রস্তুত করে দেওয়ায় নেটেই অনুশীলন করে ভারত। অবশ্য ভেজা মাঠে ভারতীয় দলের বোলাররা কেউই তেমন বোলিং করেননি। অর্শদীপ সিংহ এবং হর্ষিত রানা অল্প বোলিং করে বাকিদের সঙ্গে জিমেই ঘাম ঝরান। অর্শদীপরা গিল, শ্রেয়স, রোহিতদের বোলিং করেনন। তবে গত ম্যাচে অজ়িভূমে প্রথমবার ওয়ান ডেতে শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলিকে তাঁরা বোলিং করেননি। 

অ্যাডিলেডে টেস্ট হোক বা ওয়ান ডে, কোহলি বরাবরই রান পান। এমনকী এই ম্যাচে দুই দলের শেষ ম্যাচে ছয় বছর আগেও কোহলি শতরান হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন। নিজের পছন্দের মাঠে রানে ফেরার লক্ষ্যে ৪৫ মিনিট কড়া অনুশীলন করেন তিনি। বিরাটকে অবশ্য থ্রো ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাটিং করতে দেখা যায়। কভার ড্রাইভ, পুল শট, স্কোয়ার কাটে জোর দেন। তবে বেশ কিছু বল তাঁর ব্যাটের কাণায়ও লাগে। তবে তাতে মেজাজ না হারিয়ে বিরাটোচিত ভঙ্গিমাতেই তিনি প্রস্তুতি সারেন।