IND vs AFG 3rd T20 LIVE Score: সুপার ওভারে বিষ্ণোইয়ের ভেল্কি, দুই সুপার ওভারের পর চূড়ান্ত নাটকীয় ম্যাচ জিতল ভারত

India vs Afghanistan 3rd T20 LIVE Score: ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ় নিজেদের নামে করে নিয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 17 Jan 2024 11:20 PM
IND vs AFG 3rd T20 LIVE: রোহিতের ভরসার দাম

রোহিতের ভরসার মান রাখলেন রবি বিষ্ণোই। তিন বলে মাত্র এক রান খরচ করে দুই ব্যাটারকেই আউট করলেন তিনি। সুপার ওভার জিতল ভারত

IND vs AFG 3rd T20: প্রথম বলেই উইকেট

ফাস্ট বোলার নয়, সুপার ওভারে স্পিনার রবি বিষ্ণোইকে নিয়ে ঝুঁকি নিয়েছিলেন রোহিত। প্রথম বলেই নবিকে ফেরালেন তিনি। 

IND vs AFG 3rd T20 LIVE: আফগানিস্তানের লক্ষ্য ১২

পরপর দুই বলে আউট রিঙ্কু, রোহিত। ১১ রানে শেষ ভারতের সুপার ওভার। ম্যাচ জিততে আফগানিস্তানকে ১২ রান করতে হবে।

IND vs AFG 3rd T20: চূড়ান্ত নাটক

সুপার ওভার শেষেও ম্যাচ টাই। শেষ বলে ভারতের জয়ের জন্য দুই রানের প্রয়োজন ছিল। দ্রুত দৌড়ানোর জন্য রোহিত রিটায়ার্ড আউট হয়ে রিঙ্কু সিংহকে ক্রিজে নামানো হয়। তবে ভারত মাত্র এক রানই করতে পারল। ফের টাই হল ম্যাচ। নিয়ম অনুযায়ী আরও এক ওভার করে দুই দল খেলবে। 

IND vs AFG 3rd T20 LIVE: দুরন্ত রোহিত

প্রথম দুই বলে ওমরজ়াই মাত্র দুই রান খরচ করেন তবে পরের দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ভারতকে জয়ের দোরগোড়ায় এনে দিলেন রোহিত শর্মা।

IND vs AFG 3rd T20: ভারতের লক্ষ্য ১৭

সুপার ওভারে ১৬ রান তুলল আফগানিস্তান। মহম্মদ নবির গায়ে বল লাগলেও শেষ বলে বাড়তি দুই রান নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রোহিত।

IND vs AFG 3rd T20 LIVE: নাইব রান আউট

শুরুতেই মুকেশের দারুণ ইয়র্কার। বড় শট মারতে ব্যর্থ নাইব। দুই রান নিতে গিয়ে শেষমেশ রান আউট হলেন তিনি। 

IND vs AFG 3rd T20: সুপার ওভার

গুলবদিন নইবের অনবদ্য অর্ধশতরানের ইনিংসের জেরে আফগানিস্তান অনবদ্যভাবে ম্যাচ শেষ করল। ৪০ ওভারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ টাই। নাইব ২৩ বলে ৫৫ রানে অপরাজিত রইলেন। সুপার ওভারে গড়াল ম্যাচ।  

IND vs AFG 3rd T20 LIVE: নাইবের লড়াই

পরপর অপরপ্রান্ত থেকে উইকেট পড়লেও, নাইবের লড়াই অব্যাহত। ১৯তম ওভারে উঠল ১৭ রান। শেষ ওভারে আফগানদের ম্যাচ জিততে প্রয়োজন ১৯ রান। নাইব ৩৯ রানে ব্যাট করছেন। 

IND vs AFG 3rd T20: নবি আউট

ব্যাট হাতে দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন মহম্মদ নবি ও গুলবদিন নাইব। অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন। তবে ৩৪ রানে নবিকে ফিরিয়ে ভারতকে বড় সাফল্য এনে দিলেন সুন্দর। ১৬৩ রানে চতুর্থ উইকেট হারাল আফগানিস্তান।   

IND vs AFG 3rd T20 LIVE: জোড়া সাফল্য

ভারতকে জোড়া সাফল্য এনে দিলেন ওয়াশিংটন সুন্দর। পরপর বলে ফেরালেন ইব্রাহিম জাদরান ও আজমাতুল্লাহ ওমরজ়াইকে। জাদরান ৫০ ও ওমরজ়াই শূন্য রানে আউট হলেন। ১৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১০৮/৩। 

IND vs AFG 3rd T20: ছন্দে গুরবাজ

বড় রান তাড়া করতে নেমে ব্যাট হাতে আফগানিস্তান শুরুটা ভালই করেছে। তিন ওভার শেষে আফগানদের স্কোর বিনা উইকেটে ২৬। গুরবাজ ১৮ ও জাদরান ৫ রানে ব্যাট করছেন।  

IND vs AFG 3rd T20 LIVE: শেষ ওভারে ৩৬ রান!

শেষ ওভারে উঠল ৩৬ রান। আফগানদের বিরুদ্ধে ২১২ রানে ইনিংস শেষ করল ভারত। রোহিত ১২১ ও রিঙ্কু ৬৯ রানে অপরাজিত রইলেন।  

IND vs AFG 3rd T20: রোহিতের মাইলস্টোন

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কীর্তি রোহিতের। প্রথম ব্যাটার হিসাবে পঞ্চম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান হাঁকালেন রোহিত শর্মা। 

IND vs AFG 3rd T20 LIVE: ১৫০-র গণ্ডি পার

১৮তম ওভারে চার উইকেটেই ১৫০ রানের গণ্ডি পার করল ভারত। ভারতের বর্তমান স্কোর ১৫৪/৪। 

IND vs AFG 3rd T20: রোহিত-রিঙ্কুর শতরানের পার্টনারশিপ

শতরানের পার্টনারশিপ পূরণ করলেন রোহিত ও রিঙ্কু। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১৩১/৪। এক সময় যেখানে টিম ইন্ডিয়া ধুঁকছিল সেখান থেকে এই দুই তারকাই ভারতকে রক্ষা করে। বর্তমানে রোহিত ৬৮ ও রিঙ্কু ৪১ রানে ব্যাট করছেন।

IND vs AFG 3rd T20 LIVE: অনবদ্য অর্ধশতরান

চাপের মুখে ফের নিজের দক্ষতা প্রদর্শন করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নতুন বলের বিরুদ্ধে সিংহভাগ ভারতীয় টপ অর্ডার যখন আত্মসমর্পন করে, তখন ক্রিজে টিকে থেকে ৪১ বলে লড়াকু ৫০ রান করলেন রোহিত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর চার উইকেটের বিনিময়ে ৯৭ রান।

IND vs AFG 3rd T20: রিঙ্কুর জীবনদান

নবম ওভারে অবশেষে চার উইকেট হারিয়ে অর্ধশতরানের গণ্ডি পার করল ভারতীয় দল। তবে চার উইকেটটা খুব সহজেই পাঁচ উইকেট হতে পারত। রিঙ্কু সিংহকে এলবিডব্লু আউট দেন আম্পায়ার। তবে ডিআরএসের সুবাদে সেই সিদ্ধান্ত বদল হয়। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৫২/৪।

IND vs AFG 3rd T20 LIVE: ব্য়াটিং ধস

ভারতের ব্যাটিং ধস অব্যাহত। তিন ওভারের ব্যবধানে চার উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ স্যামসন। তিনি খাতাই খুলতে পারলেন না। ম্যাচে তৃতীয় উইকেট পেলেন ফরিদ। ২২ রানে চার উইকেট হারিয়েছে ভারত।

IND vs AFG 3rd T20: তৃতীয় উইকেটের পতন

গত দুই ম্যাচে অর্ধশতরান হাঁকালেও, সিরিজ়ের শেষ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ শিবম দুবেও। বাঁ-দিকে কার্যত উড়ে গিয়ে দুরন্ত ক্যাচ ধরলেন রহমানুল্লাহ গুরবাজ়। চার ওভার শেষে ২১ রানে তিন উইকেট হারাল ভারত।

IND vs AFG 3rd T20 LIVE: জোড়া ধাক্কা

ভারতকে জোড়া ধাক্কা দিলনে ফারিদ আমেদ। প্রথমে চার রানে যশস্বী জয়সওয়ালকে ফেরান তিনি। ঠিক তার পরের বলেই শূন্য রানে বিরাট কোহলিকে আউট করেন ফারিদ। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে ভারত। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১৯/২। 

IND vs AFG 3rd T20: ভারতীয় দলে তিন বদল

নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে ভারতীয় একাদশে তিন বদল ঘটানো হল। অক্ষর, অর্শদীপ এবং জীতেশের বদলে ভারতীয় দলে সুযোগ পেলেন সঞ্জু স্যামসন আবেশ এবং কুলদীপ যাদব।

IND vs AFG 3rd T20 LIVE: টস জিতল ভারত

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ম্য়াচে দুই দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজ় ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। আপাত অর্থে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইব্রাহিম জাদরানদের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি (IND vs AFG 3rd T20I) তাই নিয়মরক্ষারই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা এই ম্যাচকে বাড়তি গুরুত্ব প্রদান করছে।


বিশ্বকাপে যে রোহিতই ভারতকে নেতৃত্ব দেবেন, তা একপ্রকার প্রায় নিশ্চিত। বিরাট কোহলির জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, নতুন ভঙ্গিমায় ব্যাট হাতে এই সিরিজ়ে নিজেকে চেনাচ্ছেন কোহলি। তাঁর শুরু থেকেই আগ্রাসী ব্য়াটিং, বড় শট হাঁকানোর চেষ্টা, এ যেন এক অন্য় কোহলি। এই কোহলিকেই বেঙ্গালুরুতেও ফের একবার দেখতে ভিড় জমাবেন দর্শকরা। সিরিজ়ের বড় পাওনা বলতে মিডল অর্ডারে শিবম দুবের ব্যাটিং। মিডল ওভারে অতীতে যেখানে ভারতের বিরুদ্ধে রান করার গতি কমিয়ে ফেলার অভিযোগ উঠেছিল, সেখানে দুবের বড় শট হাঁকানোর দক্ষতা অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য় বড় ইতিবাচক দিক।


ভারতীয় দলের খানিক চিন্তার বিষয় বলতে দলের বোলিং। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের মতো নিয়মিতরা সিরিজ়ে খেলছেন না বটে। তবে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই, মুকেশ কুমারদের নিয়ে তৈরি ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু একেবারে দুর্বল নয়। ভারতীয় বোলাররা সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষদের অল্প রানে বেঁধে রাখতে ব্যর্থই হয়েছে। চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্যাটিং সহায়ক পিচে রান রোখা বোলারদের জন্য বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে।


অবশ্য অর্শদীপ সিংহ কিন্তু এক্ষেত্রে ইতিবাচক দিকটাই দেখছেন। তাঁর মতে এই মাঠে রান করার জন্য ব্যাটাররা চাপে থাকবেন এবং তার থেকে উইকেট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তিনি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই পরিস্থিতিতে বোলারদের থেকে ব্যাটাররাই বেশি চাপে থাকে। বোলার হিসাবে আমাদের এহেন পরিস্থিতিতে হারানোর তেমন কিছু থাকে না। ব্যাটারদের জন্য কিন্তু বিষয়টা উল্টো। ওরা সবসময় এমন মাঠে আরও বেশি করে বাউন্ডারি মারার চাপে থাকে। এক্ষেত্রে ব্যাটাররা বেশি ঝুঁকি নিতে গেলে, অধিক উইকেট পাওয়ার সম্ভাবনাও তো থাকে। সুতরাং, পাটা পিচ এবং ছোট বাউন্ডারির মাঠে ব্যাটার আউট করার সুযোগ যে কোনও সময় আসতে পারে।'




 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.