IND vs AUS 1st ODI LIVE Score : ৪ ব্যাটারের অর্ধশতরান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৫ উইকেটে জয় ভারতের
IND vs AUS 1st ODI LIVE Score Updates : দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র খেলোয়াড়কে...
নিজের অর্ধশতরান পূরণ করলেন। এরপর ছক্কা হাঁকিয়ে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন কে এল রাহুল।
অর্ধশতরান হাঁকালেন সূর্যকুমার যাদব। ৪৭ বলের ইনিংসে হাঁকালেন ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা।
৩৭ ওভারের শেষে ভারতের স্কোর ২০৫/৪। ক্রিজে সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। ম্যাচ জিততে ভারতের চাই ৭৮ বলে ৭২ রান।
ভারতের চতুর্থ উইকেটের পতন। প্যাট কামিন্সের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান কিষাণ। ৩২.৩ ওভারে ভারতের স্কোর ১৮৫/৪।
৭৪ রান করে জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরলেন শুভমন গিল। বোর্ডে ১৫১ রান তুলতেই ৩ উইকেট হারাল ভারত।
৭৪ রান করে জাম্পার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরলেন শুভমন গিল। বোর্ডে ১৫১ রান তুলতেই ৩ উইকেট হারাল ভারত।
রান আউট হয়ে ফিরলেন শ্রেয়স আইয়ার। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন ডানহাতি এই ব্যাটার। ফিরলেন মাত্র ৩ রান করে।
ভারতের প্রথম উইকেটের পতন। জাম্পার বলে লেগবিফোর হয়ে ৭১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড।
অর্ধশতরান হাঁকালেন রুতুরাজ গায়কোয়াডও।
ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান হাঁকালেন শুভমন গিল। ৩৭ বলে পেরোলেন পঞ্চাশের গণ্ডি। এখনও পর্যন্ত ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছেন।
১০ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৬৬ রান তুলে নেয় ভারতীয় দল।
ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করল ভারতীয় দল। কোনও উইকেট না হারিয়ে প্রথম ৪ ওভারে বোর্ডে ৩১ রান তুলে নিল টিম ইন্ডিয়া।
রান তাড়া করতে মাঠে নামল ভারতীয় দল। ওপেনে নেমেছেন রুতুরাজ গায়কোয়াড ও শুভমন গিল।
বিশ্বকাপের আগে এটাই শেষ দ্বিপাক্ষিক সিরিজ ভারতীয় দলের। রিজার্ভ বেঞ্চও পরীক্ষা করে নিতে চাইবেন রাহুল দ্রাবিড় ও তাঁর টিম ম্যানেজমেন্ট।
নির্ধারিত ৫০ ওভারে বোর্ডে ২৭৬ রান তুলে নিল অস্ট্রেলিয়া। ভারতের জন্য লক্ষ্যমাত্রা ২৭৭।
একাই পাঁচ উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। সিন অ্য়াবটকে বোল্ড করে দিলেন ডানহাতি এই তারকা পেসার। নিজের ১০ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন বাংলার পেসার।
বিপজ্জনক হয়ে ওঠা মার্কাস স্টোইনিসকে (২১ বলে ২৯ রান) বোল্ড করে দিলেন শামি। বুমরার বলে ফিরলেন জশ ইংলিস। প্যাট কামিন্সকে ফেরালেন শামি। ৪৮.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৫৪/৮।
৪৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৩০/৫। ক্রিজে জস ইংলিস ও মার্কাস স্টোইনিস।
জশ ইংলিসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট ক্যামেরন গ্রিন। ৩১ রান করে। ৪১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯২/৫।
বৃষ্টি থেমে শুরু হল ম্যাচ। ৩৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭১/৪।
অশ্বিনের বলে ৩৯ রান করে স্টাম্পড হয়ে গেলেন মার্নাস লাবুশেন। ৩৫.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৬/৪, সেই সময় বৃষ্টি এসে বন্ধ হয়ে গেল ম্যাচ।
১৫০ রানে গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। ৩০ ওভারের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ১৫১ রান। ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন (১২) ও মার্নাস লাবুশেন (৩৬)।
৩ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠছে অস্ট্রেলিয়া। ক্রিজে লড়াই জারি রেখেছেন গ্রিন-লাবুশেন।
২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান তুলল অস্ট্রেলিয়া। ক্রিজে ক্যামেরন গ্রিন ও মার্নাস লাবুশেন।
আরও একটি উইকেটের পতন অস্ট্রেলিয়ার। ব্যক্তিগত ৪১ রানের মাথায় স্টিভ স্মিথকে বোল্ড করলেন মহম্মদ সামি।
আরও একটি উইকেটের পতন অস্ট্রেলিয়ার। ওয়ার্নারের উইকেট তুলে নিলেন জাদেজা। এবারও ক্য়াচ ধরলেন শুভমন গিল। ৫২ রানের মাথায় আউট অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে শক্ত হাতে হাল ধরেছেন ওয়ার্নার-স্মিথ। অর্ধ শতরান হাঁকালেন ওয়ার্নার। ৬টি ৪ ও ২টি ৬ সহযোগে ৫০ বল ৫১ রান এই মুহূর্তে তাঁর সংগ্রহে।
১৩ ওভার শেষে ১ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়ার রান ৫৮। ক্রিজে ওয়ার্নার ও স্মিথ।
কামব্যাকের শুরুটাই ভাল হল অশ্বিনের। আগের ওভারে মাত্র ২ রান দেন এই অফস্পিনার।
মার্শের উইকেটের পতনের পর, প্রাথমিকভাবে খোঁড়ালেও, ধীরে ধীরে ইনিংস গোছাচ্ছে স্মিথ-ওয়ার্নার জুটি। ৬.২ ওভারে ২৬ রানে ১ উইকেটের বিনিময়ে।
প্রথম ওভারে ঝটকা দিয়েই শেষ নয়, শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে কার্যত দাঁড় করিয়ে রেখে দিয়েছে বুমরা-সামি জুটি।
প্রথম ওভারেই ঝটকা অস্ট্রেলিয়াকে। ৪ রানের মাথায় আউট মিচেল মার্শ। ভারতের হয়ে প্রথম উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। মার্শের ক্যাচ ধরলেন শুভমন গিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক কে এল রাহুলের। প্রথম একাদশে রয়েছে- শুভমল গিল, ঋতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষ), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক কে এল রাহুলের।
পরের মাসে বিশ্ব ক্রিকেটের মহারণ। শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র খেলোয়াড়কে। প্রথম দু'টি ম্যাচে থাকছেন না তাঁরা। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে এই মুহূর্তে দলের অন্যতম ভরসা স্পিনার কুলদীপ যাদব ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকেও। বিশ্বকাপের আগে দলের ক্ষমতা যাচিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে।
প্রেক্ষাপট
মোহালি : পরের মাসে বিশ্ব ক্রিকেটের মহারণ। শুরু হচ্ছে বিশ্বকাপ (World Cup)। তার আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া (IND vs Aus)। তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। দলে নেই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র খেলোয়াড়কে। প্রথম দু'টি ম্যাচে থাকছেন না তাঁরা। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে এই মুহূর্তে দলের অন্যতম ভরসা স্পিনার কুলদীপ যাদব ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকেও। বিশ্বকাপের আগে দলের ক্ষমতা যাচিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সময়সূচি-
তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর রয়েছে ম্যাচগুলি। প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময়ে দুপুর দেড়টা থেকে। টস হবে দুপুর ১টায়।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু-
ভারত বনাম অস্ট্রেলিয়ার তিনটি ম্যাচ খেলা হবে মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইএস বিন্দ্রা স্টেডিয়াম, ইনদওরের হোলকার ক্রিকেট স্টেডিয়াম ও রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি একদিনের ম্যাচে ভারতীয় দল-
কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা , ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব, অক্ষর পটেল (ফিট হলে)।
অস্ট্রেলিয়া-
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, জশ হেসেলউড, স্পেনসার জনসন, মার্নাস লাবুসাঙ্গে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাংঘা, ম্যাট শর্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -