নাগপুর: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। সেই সিরিজের প্রথম ম্যাচ (IND vs AUS 1st Test) থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন তারকা ফাস্ট বোলার জস হ্যাজেলউড। এবার অস্ট্রলিয়ার চিন্তা বাড়িয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও ( Cameron Green)।
অজি শিবিরে ধাক্কা
সরকারিভাবে কিছু জানানো না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী গ্রিন প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। বক্সিং ডে টেস্ট খেলার সময়ই অজি তারকা আঙুলে চোট পান। তাঁর আঙুলের চিড় এখনও সারেনি বলেই খবর। সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময়ের প্রয়োজন, সেই কারণেই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ম্যাচে গ্রিন খেলতে পারবেন না। শোনা যাচ্ছে নাগপুরে অস্ট্রেলিয়ার প্রথম অনুশীলনে সেশনে গ্রিন ব্যাট করেননি। তার পরিবর্তে তিনি নিজের ফিটনেস চর্চায় মগ্ন থাকেন এবং হালকা বোলিংও করেন। মাত্র সপ্তাহ পাঁচেক আগেই গ্রিনের অস্ত্রোপ্রচার হওয়ায় অজি দল তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ।
গ্রিন প্রসঙ্গে স্মিথ
নাগপুরে আসার পূর্বে অস্ট্রেলিয়া দল আলুরে নিজেদের অনুশীলন সারছিলেন। সেখানেই ব্যাটিং করার গ্রিনের আঙুলে হালকা চোটও লাগে। যদিও ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মতো গুরুতর চোট নয় সেটি, তবে এর পরেই অজিরা তাঁকে নিয়ে আরও সতর্ক হয়। গ্রিন যে প্রথম টেস্ট ম্যাচে খেলবেন না, সেই ইঙ্গিত দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথের (Steve Smith) কথাতেও পাওয়া যায়। স্মিথ সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার মনে হয় না ও (প্রথম টেস্ট) খেলবে বলে। যতদূর মনে পড়ছে ও তো ফাস্ট বোলারদের বিরুদ্ধে এখনও ব্যাটিং শুরুই করেনি। তাই আমার মনে হয় ও হয়তো খেলবে না। তবে নিশ্চিতভাবে কিছুই বলতে পারব না। আমাদের পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। ওর খেলার সম্ভাবনা খুবই কম।'
অ্যাসেজের থেকেও বড়
এই সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। ভারতের মাটিতে প্রায় দুই দশক ধরে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ঘরের মাঠেও ভারতের বিরুদ্ধে শেষ দুই টেস্ট সিরিজেও পরাজিত হয়েছে অজিরা। এবার ভারতের মাটিতে তাই 'টেস্ট ক্রিকেটের কঠিনতম চ্যালেঞ্জ' জিততে বদ্ধপরিকর স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। স্মিথের মতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়টা অ্যাসেজের থেকেও বড় জয় হবে।
স্টিভ স্মিথ বলেন, 'এখানে টেস্ট ম্যাচ জেতাটাই ভীষণ কঠিন, সিরিজ তো ছেড়েই দিন। সুতরাং, এখানে সিরিজ জেতাটা বিরাট কৃতিত্বের। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারতে সিরিজ জয়টা অ্যাসেজ জয়ের থেকেও বড় হবে।' তাঁর দীর্ঘদিনের অজি সতীর্থ তথা তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের মতে ভারতে টেস্ট সিরিজ জয়টা অস্ট্রেলিয়ার কঠিনতম চ্যালেঞ্জ। 'গত অ্যাসেজ সিরিজের অংশ হতে পারার অভিজ্ঞতাটা দারুণ ছিল। তবে ভারতে এসে, তাঁদের ঘরের মাঠে তাঁদেরকে হারানোটা আমাদের জন্য কঠিনতম চ্যালেঞ্জ। আমি এই সিরিজে খেলার জন্য মুখিয়ে রয়েছি। বিশ্বের সেরা স্পিনারদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জটার জন্য আরও বেশি উৎসাহিত।'