IND vs AUS, 1st Test Live Updates: ইনিংস ও ১৩২ রানে জয় রোহিতদের, সিরিজে এগোল ভারত

IND vs AUS, 1st Test, VCA Stadium: প্রথম দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার থেকে ১০০ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 11 Feb 2023 02:22 PM

প্রেক্ষাপট

নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar) প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়াকে (Australia) ১৭৭ রানে অল আউট করে দিয়েছিল ভারত। এরপর...More

Border-Gavaskar Trophy Live: নাগপুর টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল ভারত

ভারত ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল নাগপুর টেস্টে।