IND vs AUS, 1st Test Live Updates: ইনিংস ও ১৩২ রানে জয় রোহিতদের, সিরিজে এগোল ভারত

IND vs AUS, 1st Test, VCA Stadium: প্রথম দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার থেকে ১০০ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 11 Feb 2023 02:22 PM
Border-Gavaskar Trophy Live: নাগপুর টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল ভারত

ভারত ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল নাগপুর টেস্টে। 

IND vs AUS, 1st Test Live: ভারতের জিততে চাই আর ২ উইকেট

অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন। অক্ষরের বলে ফিরলেন মার্ফি।

Border-Gavaskar Trophy Live: আউট কামিন্স

জাডেজার বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন কামিন্স। 

IND vs AUS, 1st Test Live: অস্ট্রেলিয়ার ৬ নম্বর উইকেটের পতন

আরও একটি শিকার অশ্বিনের। ক্যারিকে ফেরালেন তারকা অফস্পিনার।

Border-Gavaskar Trophy Live: ৫ উইকেটের পতন অজিদের

অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফিরলেন হ্যান্ডস্কম্ব।

IND vs AUS, 1st Test Live: ৪২ রান তুলতেই ৪ উইকেট হারাল অজিরা

তাসের ঘরের মত ভেঙে পড়ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ৪২ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারাল অজিরা।

Border-Gavaskar Trophy Live: আউট খোয়াজা

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। অশ্বিনের বলে ৫ রান করে ফিরলেন খোয়াজা। 

IND vs AUS, 1st Test Live: ৪০০ রানে অল আউট ভারত

প্রথম ইনিংসে ভারতীয় দল ৪০০ রানে অল আউট হল। ২২৩ রানের লিড নিল টিম ইন্ডিয়া

Border-Gavaskar Trophy Live: আউট মার্ফি

ভারতের নবম উইকেটের পতন। শামিকে ফিরিয়ে ইনিংসে নিজের সপ্তম উইকেট নিলেন টড মার্ফি।

IND vs AUS, 1st Test Live: লিড দুশোর গণ্ডি পেরলো ভারত

লিড দুশোর গণ্ডি পেরলো ভারত। ক্রিজে আছেন অক্ষর ও শামি।

Border-Gavaskar Trophy Live: অক্ষরের সঙ্গে জুটি বাঁধলেন শামি

অক্ষর পটেলের সঙ্গে ক্রিজে জুটি বাঁধলেন মহম্মদ শামি। 

IND vs AUS, 1st Test Live: আউট জাডেজা

ব্যক্তিগত ৭০ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ভারতের অষ্টম উইকেটের পতন।

Border-Gavaskar Trophy Live: দিনের খেলা শেষ

ভারতের ৩২১/৭ স্কোরে দ্বিতীয় দিনের খেলা শেষ হল। দিনশেষে অস্ট্রেলিয়ার থেকে ১৪৪ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ইনিংসের সেরা পার্টনারশিপটি গড়লেন অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা। তাঁদের পার্টনারশিপ ৮১ রানে অপরাজিত। জাডেজা ৬৬ ও অক্ষর ৫২ রানে অপরাজিত রইলেন।

IND vs AUS, 1st Test Live: অক্ষরের অর্ধশতরান

অক্ষরের ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্নচিহ্ন থাকতে পারে না। অতীতে বহুবার সীমিত ওভারের ক্রিকেটে নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়েছেন অক্ষর। এই ম্যাচে বল হাতে উইকেট পাননি বটে, তবে ব্যাট হাতে অর্ধশতরান করলেন অক্ষর।

Border-Gavaskar Trophy Live: ৩০০ রানের গণ্ডি পার

৩০০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। অষ্টম উইকেটে জাডেজা ও অক্ষর পটেল ইতিমধ্যেই ৬৩ রান যোগ করে ফেলেছেন। জাডেজা ৫৮ ও অক্ষর ৪২ রানে ব্যাট করছেন। ১০৫ ওভার শেষে ভারতের স্কোর ৩০৩/৭।

IND vs AUS, 1st Test Live: জাডেজার অর্ধশতরান

প্রত্যাবর্তন ম্যাচে জাডেজা দাপট অব্যাহত। প্রথমে বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন। এবার ব্যাট হাতেও অর্ধশতরানের ইনিংস খেললেন জাডেজা। ৯৩ ওভার শেষে ভারতের স্কোর ২৫৭/৭।

Border-Gavaskar Trophy Live: অভিষেকেই পাঁচ উইকেট

টড মার্ফির স্বপ্নের অভিষেক অব্যাহত। নিজের অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে ফেললেন অজি স্পিনার। আট রানে ফেরালেন কেএস ভরতকে। ২৪০ রানেই সাত উইকেট হারাল ভারত। 

IND vs AUS, 1st Test Live: রোহিত আউট

চা বিরতির পরেই ভাঙল জাডেজা-রোহিতের পার্টনারশিপ। লাঞ্চের পর প্রথম বলেই আউট হয়েছিলেন কোহলি। চা বিরতির পর প্রথম ওভারে রোহিতকে ১২০ রানে সাজঘরে ফেরালেন প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্স। ২২৯ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত।

Border-Gavaskar Trophy Live: এগিয়ে ভারত

দ্বিতীয় দিনের চা বিরতিতে ৪৯ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ইতিমধ্যেই অর্ধশতরানের পার্টনারশিপ হাঁকিয়ে ফেলেছেন রোহিত ও জাডেজা। দ্বিতীয় সেশনে দুই উইকেট হারিয়ে ৭৫ রান তুলল ভারতীয় দল। বর্তমানে রোহিত ১১৮ ও জাডেজা ৩৪ রানে অপরাজিত রয়েছেন। চা বিরতিতে ভারতের স্কোর ২২৬/৫।

IND vs AUS, 1st Test Live: দু'শো রানের গণ্ডি পার

দু'শো রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। পরপর উইকেট হারানোর পর ভারতীয় ইনিংসের হাল ধরেছেন রোহিত ও রবীন্দ্র জাডেজা। ৭৫ ওভার শেষে ভারতের স্কোর ২১৩/৫। রোহিত ১১১ ও জাডেজা ২৮ রানে ব্যাট করছেন। 

Border-Gavaskar Trophy Live: রোহিতের শতরান

মার্ফির বিরুদ্ধে চার মেরে দুরন্ত শতরান হাঁকালেন রোহিত শর্মা। একই ওভারে লিডও নিয়ে নিল ভারতীয় দল। ৬৩ ওভার শেষে ভারতের স্কোর ১৭৮/৫।

IND vs AUS, 1st Test Live: চাপে ভারত

লাঞ্চের পর দ্বিতীয় উইকেট। টেস্টে অভিষেক ইনিংসে বড় রান করতে ব্যর্থ সূর্যকুমার। স্বপ্নের বলে আট রানে সূর্যর স্টাম্প ছিটকে দিলেন ন্যাথন লায়ান ১৬৮ রানে পাঁচ উইকেট হারাল ভারত।

Border-Gavaskar Trophy Live: ব্যর্থ বিরাট

লাঞ্চের পর প্রথম ওভারের প্রথম বলেই কোহলিকে সাজঘরে ফেরালেন সেই মার্ফি। লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করতেই গিয়েই বলে খোঁচা দেন বিরাট কোহলি। ভাল ক্যাচ ধরে ১২ রানেই তাঁর ইনিংস থামিয়ে দেন ক্যারি। 

IND vs AUS, 1st Test Live: লাঞ্চে ভারত ১৫১/৩

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭৪ রানের বিনিময়ে দুই উইকেট হারায় ভারতীয় দল। অশ্বিন ও পূজারা, উভয় ব্যাটারকেই মার্ফি আউট করেন। তবে রোহিত নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ৮৫ রানে ব্যাট করছেন তিনি। দ্বিতীয় দিনের লাঞ্চে তিন উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৫১। আপাতত ২৬ রানে পিছিয়ে রয়েছে ভারত।

Border-Gavaskar Trophy Live: নবাগতের দাপট

দ্বিতীয় বল হাতে আগুন ঝরাচ্ছেন টড মার্ফি। অশ্বিনের পর চেতেশ্বর পূজারাকেও সাত রানে ফেরালেন তিনি। ১৩৫ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। 

IND vs AUS, 1st Test Live: দ্বিতীয় সাফল্য

প্রথম দিনের শেষবেলায় টড মার্ফি কেএল রাহুলকে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন। তিনিই ভারতীয় ইনিংসের দ্বিতীয় উইকেটটাও পেলেন। ২৩ রানে অশ্বিনকে এলবিডব্লু করেন মার্ফি। 

Border-Gavaskar Trophy Live: আগ্রাসী ব্যাটিং

শতরানের গণ্ডি পার করল ভারতীয় দল। আগ্রাসী মেজাজে ব্যাট করছেন রোহিত, অশ্বিন দুইজনেই। কামিন্সের বলে ছক্কা মেরে ভারতকে শতরানের গণ্ডি পার করান রোহিত। পরের ওভারে ন্যাথন লায়নকে ছক্কা মারেন অশ্বিন। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১১০/১। রোহিত ৬৮ ও অশ্বিন ২১ রানে ব্যাট করছেন। 

IND vs AUS, 1st Test Live: ভাল শুরু

দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভালই করেছে ভারতীয় দল। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ৯৪/১। রোহিত ৬১ ও আর অশ্বিন ১২ রানে অপরাজিত রয়েছেন।

Border-Gavaskar Trophy Live: আগ্রাসী রোহিত

কামিন্সের বিরুদ্ধে প্রথম ওভারেই ১৩ রান তুলে ইনিংসের শুরুটা করেন রোহিত শর্মা। তিনি এখনও পর্যন্ত নয়টি চার ও একটি ছক্কার সুবাদে ৬৯ বলে ৫৬ রানে অপরাজিত রয়েছেন ভারতীয় অধিনায়ক।

IND vs AUS, 1st Test Live: জাডেজা, অশ্বিনের দাপট

প্রথম দিনে প্রত্যাবর্তন ম্যাচেই পাঁচ উইকেট পান রবীন্দ্র জাডেজা। তবে জাডেজার পাশাপাশি অশ্বিনও তিন উইকেট নেন। তিনি দ্রুততম ভারতীয় বোলার হিসাবে ৪৫০ টেস্ট উইকেট পূরণ করেন।

প্রেক্ষাপট

নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar) প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়াকে (Australia) ১৭৭ রানে অল আউট করে দিয়েছিল ভারত। এরপর ব্যাট হাতে সেই পিচেই একপ্রকার ওয়ান ডে ফর্ম্যাটের গতিতে রান তুললেন রোহিত শর্মা। অর্ধশতরানের ইনিংস খেলে দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন 'হিটম্যান'। প্রথম দিনের খেলা শেষে ভারত ১ উইকেট হারিয়ে বোর্ডে ৭৭ রান তুলেছে।


অস্ট্রেলিয়াকে যে নাগপুরের পিচ ঘোল খাইয়েছে, তা প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে কার্যত মেনেই নিলেন অজি তারকা ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব। তিনি বলেন, 'মাঠে নেমে খেলাটা একেবারেই সহজ ছিল না। পিচ যখন ঘোল খাওয়াতে শুরু করে তখন মানসিকভাবেও তার প্রভাব তো পড়েই। তাই খেলাটাও বেশ কঠিনই হয়। কয়েকটি বল প্রত্যাশার থেকে বেশি ঘুরলেই সোজা বল খেলাটা আরও বেশি কঠিন হয়ে যায়। বল বেশি ঘোরার থেকে কিন্তু সোজা বলের বিরুদ্ধে খেলাটাই বেশি কঠিন। জাডেজাও খুব ভাল বল করছিলেন। আমাদের ব্যাটারদের রান করার সুযোগই দেননি। আমার ওঁর বিরুদ্ধে কীভাবে রান করব, সেটাই বুঝে উঠতে পারছিলাম না।'


৩১ বছর বয়সি হ্যান্ডসকম্ব চার বছর পর জাতীয় দলে ফিরেছেন। এতদিন পর জাতীয় দলে ফেরা এবং টেস্ট খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত অজি তারকা। 'আমি নিজের খেলা নিয়ে অনেক খাটা খাটনি করেছি। মানসিকভাবে, পরিকল্পনায় এবং ব্যাটিং টেকনিক নিয়েও খেটেছি। এত খাটনির পর যখন তার সুফল পাই, তখন সেই অনুভূতিটা সত্যিই দারুণ। দলে সুযোগ পাওয়ায় আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.