ইনদওর: ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। মহম্মদ শামির কেরিয়ার সেরা স্পেলে ভর করে অস্ট্রেলিয়াকে ২৭৬ রানে অল আউট করার পর শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (KL Rahul) ও সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার হয়ে অর্ধশতরান হাঁকান। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। আজ ফের একবার দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।
আজকের ম্য়াচে (IND vs AUS 2nd ODI) জিতলেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নিজেদের নামে করে ফেলবে ভারতীয় দল। সিরিজের প্রথম দুই ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মা, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ড্যর মতো তারকারা নেই। তাঁদের অনুপস্থিতিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেওয়াটা যে বড় সাফল্য হবে, তা বলাই বাহুল্য। সামনে তার উপর বিশ্বকাপ। ঘরের মাঠে মেগা টুর্নামেন্টের আগে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারালে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাসও বাড়বেই।
কাদের ম্যাচ?
ভারত ও অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হবে
কোথায় খেলা?
খেলাটি হবে ইনদওরের হোলকার স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ?
খেলাটি শুরু হবে দুপুর ১.৩০টে থেকে, টস হবে আধ ঘণ্টা আগে দুপুর ১টায়
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও দেখতে পাবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ। জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ম্যাচের
ভারত এই ম্যাচে দেখে নিতে চাইবে বোলিং কম্বিনেশন। আগের ম্যাচে শামির জ্বলে ওঠার দিন ১০ ওভারে ৭৮ রান খরচ করেছিলেন শার্দুল ঠাকুর। আর অশ্বিন কেমন বোলিং করেন, সেদিকেও থাকবে নজর। ভারতীয় দল কিন্তু ওয়ান ডেতে দুরন্ত ফর্মেই রয়েছে। শেষ পাঁচটি ম্যাচের চারটি জিতেছে ভারত। অপরদিকে, অস্ট্রেলিয়ার সময়টা একেবারে ভিন্নরকম কাটছে। অজ়িরা মাত্র একটি ম্যাচ জিততে পেরেছেন। তবে এই ম্য়াচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখতে নিঃসন্দেহে ঝাঁপাবেন প্যাট কামিন্সরা।
ভারতীয় একাদশে এই ম্য়াচে খানিকটা বদল হলেও হতে পারে। ভারত এই ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে খেলাতে পারে এশিয়া কাপের ফাইনালের নায়ক মহম্মদ সিরাজ়কে। শার্দুলের পরিবর্তে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকেও। অজ়ি দলে এই ম্যাচের জন্য অভিজ্ঞ ফাস্ট বোলার জশ হ্যাজ়েলউডও ফিরতে পারেন। এবার অপেক্ষা ম্যাচ শুরু হওয়ার।
আরও পড়ুন: আজ কি শামি-সিরাজ় যুগলবন্দি? ঈশান কি ফিরবেন ওপেনিংয়ে? কেমন হবে দল?