IND vs AUS 2nd ODI LIVE: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় ভারতের, সিরিজও জিতে নিলেন রাহুলরা
IND vs AUS 2nd ODI LIVE Score Updates: এই ম্যাতচে ভারতের হয়ে খেলবেন না যশপ্রীত বুমরা। তাঁকে অল্পদিনের ছুটি দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৯৯ রানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। ৩ ম্যাচের সিরিজেও ২-০ ব্য়বধানে জিতে গেল ভারত। শেষ ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।
৩ উইকেট তুলে নিলেন অশ্বিন। ১২৮ রান বোর্ডে তুলতেই ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
লাবুশেনকে ফেরালেন অশ্বিন। ভারতীয় অফস্পিনারের বল বুঝতেই পারলেন না ডানহাতি অজি ব্যাটার। বোল্ড হয়ে গেলেন ২৭ রান করে।
বৃষ্টি কমলেও মাঠ ভিজে থাকায় এখনও ম্যাচ শুরু করা সম্ভব হচ্ছে না। ৩৩ ওভারে অস্ট্রেলিয়ার জন্য নতুন লক্ষ্যমাত্রা ৩১৭।
ফের বৃষ্টি শুরু, মাঠা ঢাকা হল কভারে। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৫৬ রান তুলেছে অস্ট্রেলিয়া।
৩৯৯ রান বোর্ডে তুলে নিল ভারতীয় ক্রিকেট দল। ৭২ রানে অপরাজিত থাকলেন সূর্যকুমার যাদব।
অর্ধশতরান পূরণ করলেন সূর্যকুমার যাদব। ২৪ বলের পৌঁছলেন মাইলস্টোনে। নিজের ইনিংসে হাঁকালেন। আগের ম্যাচেও অর্ধশতরান করেছিলেন তিনি।
৫২ রান করে ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হয়ে গেলেন কে এল রাহুল।
৩৫ বলে নিজের অর্ধশতরান হাঁকালেন কে এল রাহুল। হাঁকালেন ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।
ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে সূর্যকুমার যাদব। ক্যামেরন গ্রিনের এক ওভারে হাঁকালেন প্রথম চার বলে চারটি ছক্কা।
১৮ বলে ৩১ রানের ইনিংস খেলে আউট হলেন ঈশান কিষাণ।
ক্রিজে এসেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেছেন কে এ রাহুল ও ঈশান কিষাণ।
আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে নিজের ৬ নম্বর সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন শুভমন গিল।
দুই বল আগেই জীবনদান পেয়েছিলেন। তবে সেই জীবনদান কাজে লাগাতে পারলেন না শ্রেয়স আইয়ার। এক বলে চার মেরে ঠিক তার পরের বলেই আউট হয়ে যান শ্রেয়স। ১০৫ রানে থামে তাঁর ইনিংস। ২০০ রানের পার্টনারশিপ ভাঙল। ২১৬ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
তাঁর দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল। দুরন্ত শতরানে সমালোচকদের জবাব দিলেন শ্রেয়স আইয়ার। মাত্র ৮৬ বলে কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকালেন তিনি।
শ্রেয়স ও গিলের দাপুটে ব্যাটিং অব্যাহত। অস্ট্রেলিয়ান বোলাররা তেমন প্রভাবই ফেলতে পারছেন না ম্যাচে। ভারতের ব্য়াটিং ইনিংসের মাঝপথে স্কোর ১৮৭/১। শ্রেয়স ৮৬ ও গিল ৮৫ রানে ব্যাট করছেন।
শতরানের পার্টনারশিপ গড়ে ফেললেন গিল ও শ্রেয়স। গিল নিজের অর্ধশতরানও পূরণ করে ফেলেছেন। তিনি ৫৮ ও শ্রেয়স ৪৫ রানে ব্যাট করছেন। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১১৭/১।
বৃষ্টির জেরে বন্ধ খেলা। ৯.৫ ওভারে ভারতের স্কোর ৭৯/১। গিল ২৭ বলে ৩২ ও শ্রেয়স আইয়ার ২০ বলে ৩৪ রানে অপরাজিত রয়েছেন।
অষ্টম ওভারে ৫০ ওভারের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। আট ওভার শেষে ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ৫৪ রান।
গত ম্যাচে অর্ধশতরান করলেও, হ্যাজেলউডের বলে আট রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। তবে তাঁর পর ব্য়াটে নেমে শুরু থেকেই স্বপ্নের ফর্মে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স ইতিমধ্যেই ২১ রান করে ফেলেছেন। শুভমনের সংগ্রহ তিন রান। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩৭/১।
তিন ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫ রান। শুভমন গিল দুই রুতুরাজ গায়কোয়াড় আট রানে ব্যাট করছেন।
যশপ্রীত বুমরাকে অল্পদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। তিনি ইনদওরে দলের সঙ্গে যাননি। মুকেশ কুমার তাঁর ব্যাকআপ হিসাবে ডাকা হলেও, একাদশে জায়গা পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। অপরদিকে, অস্ট্রেলিয়ার হয়েও অধিনায়ক প্যাট কামিন্স ও তারকা অলরাউন্ডার মিচেল মার্শ এই ম্যাচে খেলছেন না।
অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে প্যাট কামিন্স ও মিচেল মার্শ খেলছেন না। কামিন্সের বদলে অধিনায়কত্ব করতে দেখা যাচ্ছে স্টিভ স্মিথকে। তিনি টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।
প্রেক্ষাপট
ইনদওর: ওয়ান ডে সিরিজে (ODI Series) ১-০ এগিয়ে ভারত। (India vs Australia) রবিবার ইনদওরে দ্বিতীয় ম্যাচ। যে ম্যাচে জিতলেই সিরিজ মুঠোয় পুরবে ভারত। যে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে ট্র্যাভিস হেডের চোট। তাঁর পরিবর্ত হিসাবে হয়তো বিশ্বকাপেও দেখা যাবে মার্নাস লাবুশেনকে। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র দলে এক ঝাঁক অলরাউন্ডারের উপস্থিতি। ক্যামেরন গ্রিন থেকে শুরু করে মার্কাস স্টোইনিস, তারকা অলরাউন্ডারের ছড়াছড়ি।
যদিও দ্বিতীয় ম্যাচে মার্কাস স্টোইনিসকে বিশ্রাম দিতে পারে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের (ODI World Cup 2023) ঠিক আগে এই সিরিজে স্টোইনিসকে পরপর ম্যাচ খেলিয়ে ক্লান্ত করে তুলতে চাইবে না অজি শিবির। রবিবার তাঁর পরিবর্তে খেলতে পারেন অ্যারন হার্ডি।
মোহালিতে মহম্মদ শামির পেসের সামনে মুখ থুবড়ে পড়েছিল দলের ব্যাটিং। দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে সকলেই ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও একমাত্র ডেভিড ওয়ার্নার হাফসেঞ্চুরি করেছিলেন। বিশ্বকাপে সব দলেই শামির সমতুল্য পেসার থাকবেন এবং অজি শিবির চাইবে দ্রুত এই প্রশ্নের সমাধান খুঁজে বার করতে। ওপেনার হিসাবে ভারতের পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিতে চাইবেন মিচেল মার্শ। এই ম্যাচে হয়তো দলে ফিরবেন জশ হ্যাজলউড।
ভারত এই ম্যাচে দেখে নিতে চাইবে বোলিং কম্বিনেশন। আগের ম্যাচে শামির জ্বলে ওঠার দিন ১০ ওভারে ৭৮ রান খরচ করেছিলেন শার্দুল ঠাকুর। আর অশ্বিন কেমন বোলিং করেন, সেদিকেও থাকবে নজর। সাম্প্রতিক রেকর্ড বলছে, শেষ পাঁচটি ওয়ান ডে ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে এশিয়া কাপের ফাইনাল। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে অস্ট্রেলিয়া।
ভারত এই ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে খেলাতে পারে এশিয়া কাপের ফাইনালের নায়ক মহম্মদ সিরাজ়কে। একজন শার্দুলের পরিবর্তে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকেও। যাতে বিশ্বকাপের আগে তাঁকে একবার দেখে নেওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -