IND vs AUS 2nd ODI LIVE: ১০ উইকেট জয় অস্ট্রেলিয়ার, সিরিজে সমতা ফেরালেন স্মিথরা
IND vs AUS 2nd ODI LIVE Score: টানা আট ম্যাচ জিতে বিশাখাপত্তনমে খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই ভারত সিরিজও নিজেদের নামে করবে।
ABP Ananda Last Updated: 19 Mar 2023 05:32 PM
প্রেক্ষাপট
বিশাখাপত্তনম: শুরুতে দুই তারকা বোলারের দাপটে এবং ব্যাট হাতে কেএল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) পরিপক্ক পার্টনারশিপে ভর করে ৬১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই প্রথম...More
বিশাখাপত্তনম: শুরুতে দুই তারকা বোলারের দাপটে এবং ব্যাট হাতে কেএল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) পরিপক্ক পার্টনারশিপে ভর করে ৬১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের (IND vs AUS 2nd ODI) আসর বসবে রবিবার। এই ম্যাচ জিততে পারলেই টেস্টের পর ওয়ান ডে সিরিজও নিজের নামে করে ফেলবে টিম ইন্ডিয়া।প্রসঙ্গত, মুম্বইয়ে প্রথম ওয়ান ডেতে পারিবারিক কারণে রোহিত শর্মা (Rohit Sharma) খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ান ডেতে দলে যোগ দিচ্ছেন তিনি। রাহুলের দুর্দান্ত ইনিংসের পর তাঁকে দল থেকে বাদ দেওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে রোহিতকে জায়গা করে দিতে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের মধ্যে একজনকে বাইরেই বসতে হবে। দুই তারকাই কিন্তু ওয়াংখেড়েতে প্রথম ওয়ান ডেতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। ঈশান মাত্র তিন ও সূর্যকুমার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।তবে এই ম্যাচ হওয়া নিয়ে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। বিশাখাপত্তনমে রবিবার বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। শনিবারও একাধিকবার বিশাখাপত্তনমে বৃষ্টি হয়েছে বলেই খবর। তবে অভয় দিচ্ছেন অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব গোপিনাথ রেড্ডি। তাঁর দাবি বৃষ্টি হলেও মাঠে যথেষ্ট পরিমান সুপারসপার রয়েছে এবং মাঠের জলনিকাশী বন্দোবস্তও খুবই ভাল। তিনি বলেন, 'স্টেডিয়ামে সুপারসপারের সুবন্দোবস্ত রয়েছে ও জলনিকাশী ব্যবস্থাও বেশ ভাল। আমরা কিন্তু শুধু পিচ নয়, গোটা মাঠই ঢাকি। কয়েক ঘণ্টা বৃষ্টি হলেও, মাঠ শুকিয়ে খেলা শুরু করা যেতেই পারে। অবশ্য দীর্ঘ সময় বৃষ্টি হলে তা ম্যাচে প্রভাব ফেলবে। বৃষ্টি থামলে মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যেই আমরা মাঠ খেলার উপযোগী করে তুলতে পারব।'
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
IND vs AUS 2nd ODI Score Updates: ম্যাচ জয় অজিদের
১১ ওভারেই ম্যাচ শেষ। ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া।