অ্যাডিলেড: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs AUS 2nd ODI) রোহিত শর্মাকে (Rohit Sharma) নিজের স্বভাবচিত ভঙ্গিমায় ব্যাটিং করতে দেখা যায়নি। ম্যাচের শুরুর দিকে তো অজ়ি বোলার, বিশেষত জশ হ্যাজেলউডের বিরুদ্ধে রোহিত রান করতেই পারছিলেন না। এই সময় তাঁর বিরুদ্ধে দুইবার ডিআরএস খরচ করে অস্ট্রেলিয়া। তবে উভয়বারই ভাগ্য তাঁর পক্ষেই ছিল। নট আউট হন রোহিত। এই দুই ডিআরএসের একটিকে নিয়েই যত বিতর্ক।

Continues below advertisement

ম্যাচের ষষ্ঠ ওভারে জশ হ্যাজেলউডের বিপক্ষে একটি বড় শট খেলার প্রচেষ্টা করেন রোহিত। তবে বল বাউন্ডারি লাইনের বলে আঁছড়ে পড়ে তাঁর প্যাডে। অজ়ি ফিল্ডাররা রোহিতের আউট হওয়ার বিষয়ে নিশ্চিত হলেও আম্পায়ার আঙুল তোলেননি। ফলত অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ ডিআরএস নেন। সেইখানে স্নিকোতে বল প্যাডে লাগার আগে রোহিতের ব্যাটের পাশেই থাকাকালীন স্পাইক ধরা পড়ে।

ফলে আর বল ট্র্য়াকিং অবধি যেতেই হয়নি। ব্যাটে বল লাগায় আম্পায়ার রোহিতকে নট আউট দিয়ে আবেদন খারিজ করেন। এই নিয়েই সরব হয়েছেন মার্ক ওয়া। অজ়ি কিংবদন্তিকে ধারাভাষ্য দেওয়ার সময়ই অন এয়ার বলতে শোনা যায়, 'কোনওভাবেই এক্ষেত্রে ব্যাটের কাণায় বল লাগতে পারে না।'

Continues below advertisement

রোহিত এদিন রীতিমতো সংঘর্ষ করে কেরিয়ারের ৫৯তম অর্ধশতরানটি হাঁকান। তিনি ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে শেষমেশ সাজঘরে ফেরেন। এই ইনিংসের সুবাদেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পিছনে ফেললেন 'হিটম্যান'। রোহিত শর্মা একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলেছেন। এখন রোহিত এই তালিকায় তৃতীয় স্থানে চলে এসেছেন। সৌরভ চতুর্থ স্থানে নেমে গিয়েছেন। রোহিতের আগে শুধু সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি রয়েছেন।

রোহিত শর্মা বৃহস্পতিবার মাত্র ২ রান করার পরেই একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ রান করা আরও ভারতীয় রয়েছেন, কিন্তু অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০০ ওয়ান ডে রান করা রোহিত শর্মা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হয়ে গেলেন।

এতে ভারতের হার অবশ্য এড়ানো যায়নি। তবে রোহিত শর্মার ফর্মে ফেরা দেখে উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক শুভমন গিল। শুভমন বলেন, 'দীর্ঘদিন পরে ফিরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা মোটেও সহজ নয়। আমি তো বলব আরও বড় ইনিংস অপেক্ষা করেছিল রোহিত ভাইয়ের জন্য যে সুযোগ হাতছাড়া হল।'