IND vs AUS 2nd Test Live: দ্বিতীয় টেস্টেও জয় ভারতের, রোহিতদের দখলেই বর্ডার-গাওস্কর ট্রফি

IND vs AUS 2nd Test: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতীয় দল ২৪২ রানে পিছিয়ে ছিল

ABP Ananda Last Updated: 19 Feb 2023 02:00 PM
IND vs AUS Live: দ্বিতীয় টেস্ট জয় ভারতের

বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ভারতের। বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখল টিম ইন্ডিয়া।

IND vs AUS Live Updates: শ্রেয়স আউট

আরও একটি উইকেটের পতন ভারতের।  ব্যক্তিগত ১২ রানের মাথায় ফিরলেন শ্রেয়স আইয়ার।

IND vs AUS Live: ২০ রানে ফিরলেন বিরাট

২০ রান করে মার্ফির বলে স্টাম্প আউট হয়ে ফিরলেন বিরাট কোহলি।

IND vs AUS Live Updates: আউট রোহিত

ভাল শুরু করেও শেষে রান আউট হয়ে ফিরতে হল রোহিত শর্মাকে।

IND vs AUS Live: আউট রাহুল

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কে এল রাহুল। ভারতের প্রথম উইকেটের পতন। রাহুল ফিরলেন খাতা খোলার আগেই।

IND vs AUS Live Updates: কোটলায় ভারতের জয়ের লক্ষ্যমাত্রা ১১৫

জাডেজার ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে অল আউট অজিরা। 

IND vs AUS Live: ফিরলেন লায়নও

নাথান লায়নকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা।

IND vs AUS Live Updates: তাসের ঘরের মত ভেঙে পড়ছে অজি ব্য়াটিং

পরপর ২ উইকেটের পতন। রেনেশঁকে ফেরালেন অশ্বিন। জাডেজা ফেরালেন হ্যান্ডসকম্বকে।

IND vs AUS Live: লাবুশেন আউট

এবার জাডেজা ফেরালেন মার্নাস লাবুশেনকে। বোল্ড হয়ে ফিরলেন বিশ্বের ১ নম্বর টেস্ট ব্য়াটার। 

IND vs AUS Live Updates: স্মিথকেও ফেরালেন অশ্বিন

আবার উইকেট তুলে নিলেন অশ্বিন। এবার তিনি ফেরালেন স্টিভ স্মিথকে। 

IND vs AUS Live: রিভিউ নষ্ট করল ভারত

রিভিউ নষ্ট করল ভারত। অশ্বিনের বলে লাবুশেনকে লেগবিফোরের সম্ভাবনা খারিজ থার্ড আম্পায়ারের।

IND vs AUS Live Updates: আউট হেড

দিনের শুরুতেই উইকেট হারাল অস্ট্রেলিয়া। অশ্বিনের বল স্টাম্প আউট হয়ে ফিরলেন সেট হয়ে যাওয়া হেড।

IND vs AUS Live: আগ্রাসী অস্ট্রেলিয়া

দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ আগ্রাসী মেজাজে করেছে অস্ট্রেলিয়া। ১২ ওভারেই এক উইকেটের বিনিময়ে ৬১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া।

IND vs AUS Live Updates: প্রথম সাফল্য

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেছিলেন উসমান খাওয়াজা। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রানেই তাঁকে সাজঘরে ফেরত পাঠালেন রবীন্দ্র জাডেজা। ২৩ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

IND vs AUS Live: অল আউট ভারত

অস্ট্রেলিয়ার থেকে এক রানে পিছিয়েই প্রথম ইনিংস শেষ করল ভারতীয় দল। ২৬২ রানে অল আউট হয়ে গেল ভারত। ২ রানে শামিকে ফিরিয়ে ভারতেক অল আউট করল কুনহেমান। 

IND vs AUS Live Updates: অনবদ্য ক্যাচ

মিনিট কয়েক আগেই বল হাতে অশ্বিনকে ফিরিয়ে শতরানের পার্টনারশিপ ভেঙে ছিলেন প্যাট কামিন্স। এবার অনবদ্য ক্যাচ ধরে অক্ষরকে ফেরালেন তিনি। অক্ষর বড় শট হাঁকাতে গেলেও বল বেশি উচ্চতায় যায়নি। মিড অনে ফিল্ডিং করা কামিন্স এক হাতে ক্যাচটি ধরেন। ৭৪ রানে সাজঘরে ফেরেন অক্ষর। ২৫৯ রানে নবম উইকেট হারাল ভারত।

IND vs AUS Live: শতরানের পার্টনারশিপ ভাঙল

ভাঙল শতরানে পার্টনারশিপ। অশ্বিনকে ৩৭ রানে সাজঘরে ফেরালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। লড়াকু ইনিংসের পর কামিন্সের বলে ফ্লিক মারতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে বসেন অশ্বিন। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে নেন রেনশ। ২৫৩ রানে অষ্টম উইকেট হারাল টিম ইন্ডিয়া।

IND vs AUS Live Updates: শতরানের পার্টনারশিপ

শতরানের পার্টনারশিপ পূর্ণ। দুরন্ত ছন্দে ব্যাট করছেন অশ্বিন ও অক্ষর পটেল। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান হাঁকালেন অক্ষর। তিনি বর্তমানে ৬২ রানে ব্যাট করছেন, ৩৩ রানে ব্যাট করছেন অশ্বিন ৭৯ ওভার শেষে ভারতের ২৪৩/৭।

IND vs AUS Live: ২০০ রানের গণ্ডি পার

অশ্বিন-অক্ষরের লড়াইয়ের সুবাদেই ২০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ইতিমধ্যেই ৬৯ রান যোগ করে ফেলেছেন দুইজনে। ৭১ ওভার শেষে ভারতের স্কোর ২০৮/৭। অক্ষর ৩৫ ও অশ্বিন ২৫ রানে ব্যাট করছেন। 

IND vs AUS Live Updates: অক্ষর-অশ্বিনের লড়াই

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তিন উইকেট হারিয়ে ৯১ রান তুলল ভারতীয় দল। এই সেশনে বিরাটের উইকেট হারালেও, ভারতের হয়ে অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিন লড়াই চালাচ্ছেন। ইতিমধ্যেই দুইজনেই ৪০ রান যোগ করে ফেলেছেন। অশ্বিন ১১ ও অক্ষর ২৮ রানে ব্যাট করছেন। 

IND vs AUS Live: লায়নের পাঁচ উইকেট

পাঁচ উইকেট নিলেন ন্যাথন লায়ন। ৬ রানে আউট হলেন কেএস ভরত। স্য়ুইপ মারতে গিয়ে ভরতের দস্তানায় লেগে বল উপরে উঠে যায়। সহজেই ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। এই উইকেটের ফলে তৃতীয় বোলার হিসাবে বর্ডার-গাওস্কর ট্রফিতে ১০০টি উইকেট নিলেন লায়ন।

IND vs AUS Live Updates: বড় ধাক্কা

অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরলেন বিরাট কোহলি। ভারতীয় তারকাকে ৪৪ রানে ফিরিয়েই নিজের টেস্ট কেরিয়ারের প্রথম উইকেটটি নিলেন ম্যাট কুনহেমান। কোহলিকে ফিরিয়ে তাঁর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ১৩৫ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারতীয় দল। এলবিডব্লু আউট হওয়ার পর কোহলি ডিআরএস চাইলেও, সেখানে আম্পায়রস কল দেখানোয় মাঠ ছাড়তে বাধ্য হন বিরাট।

IND vs AUS Live: ভাঙল পার্টনারশিপ

ভাঙল ৫৯ রানের পার্টনারশিপ। রবীন্দ্র জাডেজাকে এলবিডব্লু আউট করলেন টড মার্ফি। ডিআরএস চেয়েও লাভের লাভ কিছুই হয়নি। ১২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বিরাট চাপে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার থেকে ভারত এখনও ১৩৮ রানে পিছিয়ে।

IND vs AUS Live Updates: অর্ধশতরানের পার্টনারশিপ

৬৬ রানে চার উইকেট হারানোর পর কোহলি ও জাডেজা ভারতীয় ইনিংসকে বেশ ভালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই পঞ্চম উইকেটে দুই তারকা অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ১২০/৪।

IND vs AUS Live: শতরানের গণ্ডি পার করল

চার উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করল ভারতীয় দল। বল হাতে আগুন ঝরাচ্ছেন ন্যাথন লায়ন। অজি অফস্পিনারই চারটি উইকেট নিয়েছেন। ভারতের হয়ে ক্রিজে রবীন্দ্র জাডেজা ২৫ ও বিরাট কোহলি ২০ রানে ব্যাট করছেন। 

প্রেক্ষাপট

নয়াদিল্লি: নাগপুরে প্রথম টেস্ট জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। গত সিরিজ জয়ের সুবাদে বর্তমানে এই ট্রফিটি ভারতেরই দখলে রয়েছে। তাই ভারত নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট জিতলেই (IND vs AUS 2nd Test) অস্ট্রেলিয়ার আর সিরিজ জয়ের আশা থাকবে। টিম ইন্ডিয়া বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলেই রাখবে। এমন পরিস্থিতি মাঠে নেমে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছে ভারতীয় দল।


অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৩ রানে আউট করার পর, কোনও উইকেট না হারিয়েই ২১ রানে প্রথম দিনের খেলা শেষ করল ভারতীয় দল। দিনশেষে ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল অপরাজিত রয়েছেন। রোহিত ১৩ ও রাহুল ৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতীয় একাদশে একটিই বদল ঘটে। চোট সারিয়ে একাদশে ফেরেন শ্রেয়স আইয়ার। যার জন্য একাদশের বাইরে বসতে হয়েছে সূর্যকুমার যাদবকে। 


৭২ রান করে অপরাজিত থাকেন হ্যান্ডস্কম্ব। ভারতের হয় শামি চার এবং অশ্বিন ও জাডেজা তিনটি করে উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি। দিনের শেষলগ্নে ব্যাট করাটা ওপেনারদের জন্য বরাবরই কঠিন। তবে ভারতীয় ওপেনারর সফলভাবেই এই সময়টা অতিক্রান্ত করেন। রোহিতকে আম্পায়ার একবার আউট দিলেও, রিভিউয়ে সেই সিদ্ধান্ত বদল করা হয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.