নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথমে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট নিলেন মহম্মদ শামি। ৩ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। 


এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। চোট সারিয়ে এদিন ভারতীয় একাদশে ফিরলেন শ্রেয়স আইয়ার। যার জন্য একাদশের বাইরে বসতে হয়েছে সূর্যকুমার যাদবকে। ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় অজি শিবির। মাত্র ১৫ রান করে ওয়ার্নার ফিরে যান শামির বলে। উসমান খোয়াজা প্রথম ম্য়াচে ভাল পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে এদিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮১ রান করে তিনি। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান খোয়াজা। তবে মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের মাথা স্মিথ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। লাবুশেন ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। হ্যান্ডস্কম্ব ৭২ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে কামিন্স ৩৩ রান করেন। 


ভারতীয় বোলারদের মধ্যে শামি ও অশ্বিন ছাড়াও জাডেজাও ৩ উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি।


পূজারাকে অভ্য়র্থনা 


পূজারার এই কীর্তিতে স্বাভাবিকভাবেই গোটা ভারতীয় দলকে বেশ উচ্ছ্বসিত দেখায়। ম্যাচ শুরুর আগে পূজারাকে 'গার্ড অফ অনার' দেন ভারতীয় দলের তারকারা। রবীন্দ্র জাডেজা ও রোহিত শর্মার মুখের হাসি ছিল চোখে পড়ার মতো। পূজারাকেও বেশ হাসিখুশি দেখায়। তিনি গোটা দলের সঙ্গে একটি ছবিও তোলেন বটে। প্রসঙ্গত, ১০০ নম্বর টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করায় সুনীল গাওস্কর (Sunil Gavaskar) তাঁকে এক বিশেষ টুপিও দেন। ভারতীয় তারকা ব্য়াটারের স্ত্রী, কন্যা, বাবার উপস্থিতিতে, সতীর্থদের করতালির মধ্যে তাঁর হাতে এক বিশেষ টুপি তুলে দেন ভারতীয় কিংবদন্তি।


গাওস্করের মতামত


পূজারার হাতে টুপি তুলে দিয়েই ১০০টি টেস্ট খেলার জন্য কোনও ক্রিকেটারকে কতটা খাটা খাটনি করতে হয়, সেই বিষয়টি তুলে ধরেন গাওস্কর। তিনি বলেন, 'এই স্তরে পৌঁছতে গেলে প্রচুর খাটা খাটনি তো করতে হয়। অনেক চড়াই উতরাইয়ের মধ্যেও নিজের আত্মবিশ্বাস অটুট রাখতে হয়। তুমি যখন ব্যাট করতে নামো, তোমায় দেখে মনে হয় তুমি শুধু ব্যাট নয়, সঙ্গে করে ভারতীয় পতাকাও নিয়ে নামছ। বার বার শরীরে আঘাত পেলেও, কখনও তুমি ক্রিজ ছেড়ে যাও না। দেশের জন্য সবটা উজাড় করে দাও। বোলারদের তোমার উইকেট প্রচুর খাটনি করে অর্জন করতে হয়।'