নয়াদিল্লি: কালই নাগপুরে ইনিংস ও ১৩২ রানে ভারতের বিরুদ্ধে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। সেই হারের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন স্পিনারকে দলে ডেকে নিল অজিরা। অজি স্পিনার মিচেল সোয়েপসনের বদলে বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ কুনহেমানকে (Matthew Kuhnemann) দলে জায়গা করে দিল অজিরা।


সোয়েপসনের বদলে কুনহেমান


নাগপুরের প্রথম টেস্টে সোয়েপসন অস্ট্রেলিয়ার একাদশে সুযোগ পাননি। দেশে তাঁর স্ত্রী সন্তানসম্ভাবা। তাই এই সময় স্ত্রীর পাশে থাকতেই দেশে উড়ে যাচ্ছেন সোয়েপসন। তাঁর বদলেই দলে ডাক পেলেন বাঁ-হাতি স্পিনার কুনহেমান। তাঁকে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হচ্ছে। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টে অজিরা দলে বাড়তি স্পিনার খেলাতে পারে। সেক্ষেত্রে কুনহেমানের দলে সুযোগ পাওয়ার একটা সুযোগ রয়েছে বটে। তবে তাঁর সঙ্গে একাদশে সুযোগ পাওয়ার লড়াইয়ে রয়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন আগরও। 


ফিরবেন স্টার্করা?


প্রথম টেস্টে ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক চোটের কারণে খেলতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টে তাঁদের মাঠে নামার সম্ভাবনা প্রবল। তাঁরা দলে ফিরলে যে অস্ট্রেলিয়ার শক্তি বাড়বে, তা বলাই বাহুল্য।


শামির সাহায্যে পাক তারকা


টেস্টের প্রথম দিন তাঁর বলে ডেভিড ওয়ার্নারের (David Warner) স্টাম্প ছিটকে যাওয়ার ছবি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের সেরা দৃশ্য হয়ে রয়েছে। সেই মহম্মদ শামি (Mohammed Shami) ছন্দ ফিরে পেতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের সাহায্য নিয়েছিলেন! প্রাক্তন পাক অলরাউন্ডার আজহার মাহমুদ জানিয়েছেন, একটা সময়ে শামির সিম পজিশন নিয়ে সমস্যা ছিল। আজহার মাহমুদকে নাকি বিষয়টি নিয়ে মেসেজও করেছিলেন শামি!


দীর্ঘদিন ধরে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গ মহম্মদ শামি। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতেও ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশের হয়ে ৬০টি টেস্ট খেলে তিনি ইতিমধ্যেই নিয়েছেন ২১৬টি উইকেট। আইপিএলে বর্তমানে খেলছেন গুজরাত টাইটান্স দলের হয়ে। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলার সময়েই ড্রেসিংরুমে একসঙ্গে সময় কাটিয়েছিলেন আজহার মাহমুদের সঙ্গে।


মাহমুদ বলেছেন, ‘আমার যে অভিজ্ঞতা রয়েছে তা আমি সবার সঙ্গে ভাগ করে নিই। আমি এসব নিয়ে একেবারে ভাবিও না। কারণ খেলাধুলার আলাদা করে কোনও সীমারেখা নেই। আমি তো আইপিএলেও খেলেছি। কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি। আমি শামির সঙ্গেও কাজ করেছি। আমার মনে আছে ওর যখন সিম পজিশন নিয়ে একটা সমস্যা হচ্ছিল ও তখন আমাকে একটা মেসেজ করেছিল। আমরা এ নিয়ে কথা বলেছিলাম।'