ইন্দোর: রঞ্জি সেমিফাইনালে (Ranji Semifinal) মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলা। এই নিয়ে টানা তৃতীয়বার রঞ্জির সেমিফাইনালে (Ranji Trophy Semifinal) খেলল মনোজ তিওয়ারির (Manoj Tiwari) দল। ২০১৯-২০ মরসুমে ফাইনালে উঠেছিল তারা। কিন্তু সেবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে হেরে যেতে হয় তাঁদের। এবার ফের একবার ফাইনালে বাংলার মুখোমুখি সৌরাষ্ট্র (Bengal vs Saurashtra)। এমনকী নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামছে বাংলা (Bengal Cricket Team)। ৩০৬ রানে মধ্যপ্রদেশকে হারিয়ে দেয় বাংলা।


চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন মধ্যপ্রদেশ দল খেলতে নেমেছিল বাংলার বিরুদ্ধে। গত ম্যাচের পর এই ম্যাচেও বাংলার বোলাররা দাপট দেখালেন। আকাশ দীপ, প্রদীপ্ত প্রামানিকের দুরন্ত বোলিংয়ের সুবাদে জয় ছিনিয়ে নিল লক্ষ্মীরতণ শুক্ল। প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন অনুষ্টুপ মজুমদার। যদিও তাঁর আউট নিয়ে বিতর্ক রয়েছে। দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অল আউট হয়ে যায় বাংলা। 


৮৮ ওভারে জয়ের জন্য ৫৪৮ টার্গেট ছিল। সেই রান তাড়া করতে নেমে ২৪১ রানে অল আউট হয়ে যায় মধ্যপ্রদেশ। দ্বিতীয় ইনিংসে প্রদীপ্ত প্রামানিক একাই ৫ উইকেট তুলে নেন। মুকেশ কুমার ২ উইকেট নেন। আকাশ দীপ এই ইনিংসে ১ উইকেট নেন। মোট ৬ উইকেট নেন তিনি। তিনিই ম্যাচের সেরা হন। মধ্যপ্রদেশের হয়ে রজত পতিদার ও যশ দুবে কিছুটা লড়াই করলেও তা কখনওই যথেষ্ট ছিল না।  


আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে 


শুরু হয়ে গিয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team )। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচের আগেই কিছুটা চিন্তার ভাঁজ ভারতীয় থিঙ্কট্য়াঙ্কে। আগামীকালের ম্যাচে অনিশ্চিত স্মৃতি মন্ধানা। এর আগে কাঁধের চোটের জন্য প্রথম ম্যাচে অনিশ্চিতের তালিকায় ছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। এবার স্মৃতির নামও যুক্ত হল। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন হরমনপ্রীত। আগামীকালের ম্যাচে হয়ত তিনি খেলবেন না, এটাই নিশ্চিত। এবার স্মৃতিও ছিটকে যেতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের সময় দেখা গিয়েছে যে স্মৃতির আঙুলে ব্যান্ডেজ রয়েছে। 


সাঁতারে ৫টি সোনা, ২টো রুপো জিতলেন মাধবনের ছেলে ভেদান্ত