IND Vs AUS 3rd T20: বিধ্বংসী ম্যাক্সওয়েল, শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ়ে টিকিয়ে রাখলেন গ্লেন

India Vs Australia 3rd T20 Live Updates: তৃতীয় টি-টোয়েন্টির আগেই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথরা দেশে ফিরে যাচ্ছেন। সিরিজ়ে তাঁদের আর দেখা যাবে না।

ABP Ananda Last Updated: 28 Nov 2023 10:48 PM
IND Vs AUS Live: ম্যাক্সওয়েলের শতরান

আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড চতুর্থ হাঁকালেন গ্লেন ম্যাক্সওয়েল। ভাগ বসালেন রোহিতের কৃতিত্বে। তাঁর অপরাজিত ১০৪ রানের সুবাদেই পাঁচ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজ়ে টিকে থাকল অস্ট্রেলিয়া। 

IND Vs AUS Live Score: ২২ রানের ওভার

অক্ষর পটেলের ১৯তম ওভার থেকে উঠল ২২ রান। অজ়িদের ম্যাচ জিততে শেষ ওভারে প্রয়োজন আর ২১ রান। দু'শো রানের গণ্ডিও পার করে ফেলল অস্ট্রেলিয়া। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২০২/৫।

IND Vs AUS Live: লড়ছেন ম্যাক্সওয়েল

বিশ্বকাপে আফগানিস্তানের ম্যাচে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স এখনও সকলের মনে তাজা। ফের একবার ব্যাট হাতে কার্যত একাই অস্ট্রেলিয়ান ইনিংস টানছেন ম্যাক্সওয়েল। ৮৬ রানে ব্যাট করছেন তিনি। ১৮ ওভার শেষে স্কোর ১৮০/৫। দুই ওভারে জয়ের জন্য অজ়িদের প্রয়োজন ৪৩ রান।   

IND Vs AUS Live Score: ম্যাক্সওয়েলের অর্ধশতরান

ছক্কা হাঁকিয়ে মাত্র ২৮ বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪৫/৫। ম্যাচ জিততে শেষ ৩০ বলে অজ়িদের আরও ৭৮ রান করতে হবে। ম্যাক্সওয়েল ৫৬ এবং ওয়েড দুই রানে ক্রিজে উপস্থিত ছিলেন।

IND Vs AUS Live: দুরন্ত কামব্যাক

ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠার ক্ষমতা রয়েছে টিম ডেভিডের। তিনি ম্যাচে ভারতকে চাপে ফেলতেই পারতেন। তবে খাতা খোলার আগেই তাঁকে সাজঘরে ফেরালেন রবি বিষ্ণোই। পরপর ওভারে উইকেট পেয়ে ম্যাচে দুরন্তভাবে ফিরল ভারত। 

IND Vs AUS Live Score: আউট অক্ষর

৩৪ বলে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন ম্যাক্সওয়েল এবং স্টোইনিস। এই পার্টনারশিপই ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছিল। তবে স্টোইনিসকে ১৭ রানে ফেরালেন অক্ষর পটেল।

IND Vs AUS Live: পরপর সাফল্য

পরপর ওভারে সাফল্য। ষষ্ঠ ওভারে বিধ্বংসী মেজাজে ব্যাট করা ট্র্যাভিস হেডকে ৩৫ রানে ফেরান আবেশ। ঠিক তার পরের ওভারেই জস ইংলিকে ছয় রানে বোল্ড করেন রবি বিষ্ণোই। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৩/৩।

IND Vs AUS Live Score: প্রথম সাফল্য

ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন অর্শদীপ সিংহ। ৪৭ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। তবে হেড এখনও ৩১ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। পঞ্চম ওভারে অর্ধশতরানের গণ্ডিও পার করে ফেলেছে অস্ট্রেলিয়া। ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৫৬/১।

IND Vs AUS Live: আগ্রাসী হেড

বিশ্বকাপ ফাইনালে তাঁর দুরন্ত শতরানেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অনবদ্য ফর্মে রয়েছেন ট্র্যাভিস হেড। দুই ওভারের সবকয়টি বলই খেলেছেন হেড। করেছেন ২৫ রান।

IND Vs AUS Live Score: দুর্দান্ত শেষ

শেষ ওভারে অনবদ্য ব্যাটিং রুতুরাজ ও তিলকের। গ্লেন ম্যাক্সওয়েলের ওভার থেকে উঠল ৩০ রান। ২২২/৩ রানে ইনিংস শেষ করল ভারত। রুতু ১২৩ ও তিলক ৩১ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করলেন। 

IND Vs AUS Live: রুতুর শতরান

ছক্কা হাঁকিয়ে ৫২ বলে নিজের শতরান পূরণ করলেন রুতুরাজ গায়কোয়াড়।

IND Vs AUS Live Score: ১৫০ রানের গণ্ডি পার

১৭তম ওভারেই ১৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় ক্রিকেট দল। দুরন্ত ছন্দে ব্যাট করছেন রুতুরাজ। তিনি খেলছেন ৭১ রানে। যোগ্য সঙ্গ দিচ্ছেন তিলক। তাঁর সংগ্রহ ২১ রান। ইতিমধ্যেই চতুর্থ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন দুই তারকা। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১৫৫/৩। 

IND Vs AUS Live: রুতুর অর্ধশতরান

৩২ বলে নিজের চতুর্থ টি-টোয়েন্টি অর্ধশতরান পূরণ করলেন ভারতীয় ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১৩২/৩। তিলক ভার্মা ১৭ রানে ব্যাট করছেন।

IND Vs AUS Live Score: সূর্য আউট

সূর্যকুমারকে আউট করে অস্ট্রেলিয়াকে তৃতীয় সাফল্য এনে দিলেন অ্যারন হার্ডি। ৩৯ রানে আউট হলেন ভারতীয় অধিনায়ক। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৮৮/৩। ক্রিজে নতুন ব্যাটার তিলক ভার্মা।  

IND Vs AUS Live: অর্ধশতরানের পার্টনারশিপ

রুতুরাজ ও সূর্যকুমার, উভয়েই ভাল ছন্দে ব্যাট করছেন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ইতিমধ্যেই ৫০ রান যোগও করে ফেলেছেন। ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ৮০/২। সূর্য ৩৯ ও রুতু ২১ রানে ব্যাট করছেন।

IND Vs AUS Live Score: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষে ভারতের স্কোর ৪৩। পরপর দুই ওভারে দুই উইকেট হারানোর পর টিম ইন্ডিয়ার ইনিংস সামলাচ্ছেন অধিনায়ক সূর্যকুমার ও রুতুরাজ। সূর্য ১৩ ও রুতু ১০ রানে ব্যাট করছেন। 

IND Vs AUS Live: পরপর সাফল্য

যশস্বী আউট হওয়ার পরের ওভারেই খাতা খোলার আগে রিচার্ডসনের বলে আউট হন ঈশান কিষাণ। রিচার্ডসনের ওভারের পর বেরেনডর্ফও ভালই ওভার করে মাত্র এক রান খরচ করেন। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২৬/২।  

IND Vs AUS Live Score: শুরুতেই সাফল্য

বল হাতে নিয়েই অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দিলেন জেসন বেরেনডর্ফ। বড় শট মারতে গিয়ে যশস্বীর ব্যাটার কাণায় লেগে বল ওয়েডের দস্তানায় পৌঁছল। দুরন্ত দ্বিতীয় ওভারে মাত্র লেগ বাইতে চার রান উঠল। ২ ওভার শেষে ভারতের স্কোর ২৩/১।

IND Vs AUS Live: শুরুতেই বড় ওভার

ইনিংসের প্রথম ওভারেই কেন রিচার্ডসনের বিরুদ্ধে দুই চারসহ ১৪ রান তুলল টিম ইন্ডিয়া। 

IND Vs AUS Live Score: দুই দলেই বদল

গত ম্যাচ থেকে ভারতীয় একাদশে এক বদল করা হয়েছে। মুকেশ কুমারের বদলে আবেশ খান একাদশে সুযোগ পেলেন। অস্ট্রেলিয়ান দলে করা হয়েছে তিন বদল। শর্ট, অ্যাবোট আর জাম্পার বদলে ট্র্যাভিস হেড, বেরেনডর্ফ ও কেন রিচার্ডসন দলে সুযোগ পেলেন।

IND Vs AUS Live: টস জিতল অস্ট্রেলিয়া

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডের। 

IND Vs AUS Live Score: দেশে ফিরছেন স্মিথরা

সিরিজ বাঁচানোর জন্য় এই ম্যাচ জিততেই হবে অজ়িদের। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বিশ্বকাপজয়ী অজি স্কোয়াডের ছয়জন সদস্যকে ছেড়ে দেওয়া হল। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, জশ ইংলিশ দেশে ফিরে যাচ্ছেন। তালিকায় রয়েছেন সন অ্যাবট ও অ্যাডাম জাম্পাও। 

প্রেক্ষাপট

গুয়াহাটি: অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ ফের মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হতে চলেছে। প্রথম দুটো ম্যাচেই একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। বিশেষ করে ভারতের তরুণ ব্যাটিং লাইন আপ দুর্দান্ত পারফর্ম করছে চলতি সিরিজে। আজ জিতলেই সিরিজ মুঠোয়। বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও দগদগ। তার মধ্যে এই সিরিজ জয় কিছুটা প্রলেপ হয়ত দিতে পারবে সেই ক্ষততে। 


এমনিতে উইনিং কম্বিনেশনে খুব একটা ভাঙতে দেখা যায় না ভারতীয় ক্রিকেট দলের টিম ম্য়ানেজমেন্টকে। কিন্তু প্রথম দুটো ম্যাচে বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে। শামি, বুমরা, সিরাজের অনুপস্থিতি কিছুটা বোঝা গিয়েছে। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে হয়ত দুটো বদলের পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের জায়গায় ঢুকতে পারেন আবেশ খান ও অক্ষর পটেলের জায়গায় ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। অর্শদীপ প্রথম দুটো ম্যাচে বল হাতে একেবারেই আশানরূপ পারফর্ম করতে পারেননি। ওভার প্রতি ১০ এর বেশি রান খরচ করেছেন তিনি। অন্যদিকে অক্ষর পটেলকেও আহামরি মনে হয়নি প্রথম দুটো ম্যাচে। দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট পাওয়া একমাত্র সাফল্য তাঁর, বলা যেতে পারে। সেক্ষেত্রে আবেশ ও ওয়াশিংটনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে জিতেশ শর্মা ও শিভম দুবেদের হয়ত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হবে।


বিশ্বকাপ (World Cup 2023) ক্রিকেটে আগাগোড়া দুরন্ত ক্রিকেট খেলার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতীয় দলকে। ক্রিকেট বিশ্বযুদ্ধে হারের যে শোক এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারেনি আসমুদ্রহিমাচল। তাই ভারতবাসীকে সেই হারের ক্ষত ভুলিয়ে দিতে পারে এই টি২০ সিরিজ জয়। অন্তত, অজিদের বিশের ফর্মাটের লড়াইয়ে হারাতে পারলে নিদেন দুধের স্বাদ মিটবে ঘোলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.