আমদাবাদ: চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) বারংবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে পিচ। ইনদওরে তৃতীয় টেস্টের পিচকে নিম্নমানের রেটিংও দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এবার পিচ বিতর্কে মুখ খুললেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইনদওরের পিচকে বিশেষজ্ঞরা সমালোচনায় ভরিয়ে দিলেও দ্রাবিড়ের এই বিষয়ে কিন্তু দৃষ্টিভঙ্গি বাকিদের থেকে সম্পূর্ণ ভিন্ন।


ভিন্ন দৃষ্টিভঙ্গি


সাংবাদিক সম্মেলনে ভারতীয় কোচ বলেন, 'আমি এই বিষয়ে বেশি গভীরে যেতে চাই না। ম্যাচ রেফারির পিচ সম্পর্কে নিজের মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ম্যাচ রেফারি যাই বলুন না কেন, আমি ওঁর সঙ্গে সহমত পোষণ করি কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাওয়ার হাতছানি রয়েছে প্রতিটি ম্যাচেই, তাই সকলেই ম্যাচগুলি থেকে ফলাফলের প্রত্যাশায় রয়েছেন। অনেক সময় এই সঠিক ভারসাম্যটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। অবশ্য এটা কিন্তু এই প্রথম নয় এবং কেবল যে ভারতেই এমনটা ঘটে, তাও নয়।'


স্পিনিং পিচের পক্ষেসওয়াল


এই বিষয়ে দ্রাবিড়ের আরও দাবি দুই দলই একই পিচে ম্যাচ খেলে। তিনি বলেন, 'পিচ নিয়ে প্রচুর আলাপ-আলোচনা হয়েছে। দুই দলই তো একই পিচে খেলে। কখনও কখনও পিচের ফলে বোলারদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কখনও আবার ব্যাটাররা চাপে পড়ে। উইকেট যেমনই হোক না কেন, আমাদের সেই পিচেই খেলতে হবে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। দক্ষিণ আফ্রিকায় তো আমরা এমন পিচে খেলেছিলাম, যেখানে স্পিনাররা ম্যাচে বিন্দুমাত্রও প্রভাব ফেলতে পারেনি। সবাই তো ম্য়াচে যাতে ফলাফল পাওয়া তেমনই উইকেট তৈরি করছে। এটাই তো স্বাভাবিক।'


৯ মার্চ, বৃহস্পতিবার থেকে সিরিজের শেষ টেস্ট শুরু হওয়ার কথা। তার ৪৮ ঘণ্টা আগে এখনও নাকি পিচ তৈরিই হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছে রাজ্য ক্রিকেট সংস্থা। গুজরাত ক্রিকেট সংস্থার এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, কী ধরনের পিচ তৈরি করা উচিত তা নিয়ে সংশয়ে ভারতীয় ক্রিকেট দল। তাই এখনও দলের তরফে তাঁদের কাছে কোনও নির্দেশ আসেনি। সেই কারণে পিচ তৈরি করতে সময় লাগছে।


গুজরাত ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, 'আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে পিচ নিয়ে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।' যদিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই ধরনের পিচ প্রস্তুত করা হচ্ছে। মনে করা হচ্ছে, অজি শিবিরকে ধাঁধায় রাখতেই এই কৌশল ভারতের। যাতে ম্যাচের আগে টিম কম্বিনেশন ঠিক করতে সমস্যায় পড়ে অস্ট্রেলিয়া।                               




কোনও মাঠে খেলার আগে সেখানে পিচ তদারকি করেন বোর্ডের পিচ প্রস্তুতকারক। সেই তদারকি অবশ্য চলছে। গুজরাত ক্রিকেট সংস্থার কর্তা বলেছেন, 'বোর্ডের পিচ প্রস্তুতকারক নির্দেশ দিচ্ছেন। কিন্তু আমরা চেষ্টা করছি এমন পিচ তৈরি করতে যেখানে ভাল টেস্ট হয়।'        



আরও পড়ুন: প্রকাশ্যে এল ফেব্রুয়ারির সেরা হওয়ার দৌড়ে থাকা তিন ক্রিকেটারের নাম, তালিকায় এক ভারতীয়