পারথ: দীর্ঘ সাত মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন। ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের দিকে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীই তাকিয়ে ছিলেন। কারণ অবশ্যই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি। দীর্ঘ সময় পরে এই ম্যাচেই ভারতীয় জার্সিতে দুই মহাতারকা কামব্যাক ঘটিয়েছিলেন। তবে সেই কামব্যাক সুখকর হল না। রোহিত ও বিরাট, উভয়েই বড় রান করতে ব্যর্থ হন।

Continues below advertisement

রোহিত মাত্র আট রানেই সাজঘরে ফেরেন। এদিন শুরু থেকেই রোহিত আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টায় ছিলেন। সেই আগ্রাসী মনোভাবই তাঁর পতনের কারণ বলে মনে করছেন অভিষেক নায়ার (Abhishek Nayar), যিনি রোহিতের সঙ্গে হালেও কাজ করেছেন। কামব্য়াকের আগে তাঁর ফিটনেস ফিরে পেতে নায়ারের সঙ্গেই অনুশীলন সারতে দেখা যায় রোহিতকে।

সেই অভিষেক নায়ারই বলেন, 'শুরুতে রোহিত খানিকটা সময় নিলেও ও হালে বিগত দুই বছরে সাফল্যের সঙ্গে যেমনটা করেছে, তেমনই আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা করছিল। অনেকাংশে এই আগ্রাসী মনোভাবই ওর পতনের কারণ হয়ে উঠে, কারণ ওর মাথায় যে ধরনের শট খেলার ভাবনা ঘুরছিল, সেই ধরনের শট খেলার পিচ এটা ছিল না। আমি নিশ্চিত ও এই বিষয়ে ভাবনাচিন্তা করবে। তবে আমি ওর ব্য়াটিংয়ের ধরনে বদলের সম্ভাবনা দেখছি না। ও আগ্রাসী মেজাজেই ব্যাটিং করবে।'

Continues below advertisement

ভারতের প্রাক্তন সহকারী কোচ আরও বলেন, 'আশা করি অ্যাডিলেডে পিচটা ভিন্ন হবে, তবে সত্যি বলতে আজ কিন্তু ওকে ভাল ছন্দেই দেখাচ্ছিল। ওর ভারসাম্য এবং ওজনের অদল বদলও ভাল ছিল। হয়তো শট নির্বাচনটা আরও ঠিকঠাক হতে পারত, তবে ও যে বলটায় আউট হয়েছে সেটাও দারুণ ছিল। ওরম বলে আউট হলে কোনও কোনও সময়ে সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। ওর যা অভিজ্ঞতা, তাতে আমি নিশ্চিত ও নিজে গোটাটা বিচার করে পরের ম্যাচে আবার ফিরে আসবে।'

এদিন ভারতের ব্যাটিংয়ের পরেই ম্য়াচের দেওয়াল লিখনটা লেখা হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ১৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ডি এল এস মেথডে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ছিল ২৬ ওভারে ১৩১। সেই রান তাড়া করতে নেমে ২১.১ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নিল অজি শিবির। ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়ান দল।