মেলবোর্ন: ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তাঁর ব্যাট চলেছিল। সেই সুবাদেই সেক্ষেত্রে টিম ইন্ডিয়া ২৫০ রানের গণ্ডি পার করেছিল। তবে মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শিবম দুবে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁর আগে হর্ষিত রানাকে (Harshit Rana) ব্যাটে নামতে দেখে অনেকেই বিস্মিত হয়ে গিয়েছিলেন ।

Continues below advertisement

অনেকেই হর্ষিতকে সাতে ব্যাটিংয়ে নামানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সেইসময় অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা অভিষেক শর্মার (Abhishek Sharma) মনে কিন্তু কোনও সংশয় ছিল না । তিনি হর্ষিতের ব্যাটিং দক্ষতা সম্পর্কে ভালভাবেই অবগত । ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সেই কথাই জানান অভিষেক।তিনি  বলেন, 'আমি জানি যে হর্ষিত ভালই ব্যাটিং করতে পারে, কারণ ও নেটে আমায় প্রচুর লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে। তাই ওর ব্যাটিং দক্ষতা সম্পর্কে আমি অবগত। সেটাই পরিকল্পনাও ছিল। ও ব্যাটে এসে আমায় স্বাভাবিক খেলা খেলার জন্যই বলে। তাই ব্যাটার হিসাবে ওই পরিস্থিতিতে কী করা উচিত, কীভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেই বিষয়ে ও অবগত ছিল।'

হর্ষিতের ব্যাটিং অর্ডারে প্রমোশনের কারণ জানাতে গিয়ে অভিষেক বলেন, 'আমার মনে হয়েছিল হর্ষিত খেলতে থাকলে ভালই হয়, কারণ সেক্ষেত্রে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশনটা বজায় থাকছে। ও সেই কারণেই শিবম দুবের আগে ব্যাটিংয়ে নেমেছিল, কারণ আমাদের তখন বাঁ-হাতি- ডান হাতি যুগলবন্দির প্রয়োজন ছিল। সত্যি বলতে ও ব্যাটিং ভালই করেছে।'

Continues below advertisement

হর্ষিত রানা সাত নম্বরে প্রমোশন পাওয়ার পর টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি। ষষ্ঠ উইকেটে অভিষেকের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়ার পাশাপাশি তিনি ব্যক্তিগত ৩৫ রানের ইনিংসও খেলেন। তবে তারপরেই ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামে । 

 

প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ম্য়াচ জেতাটা কার্যত অসম্ভবকে সম্ভব করার মতই ছিল। কিন্তু তা হল না। বৃহস্পতিবার ভারতের মেয়েরা অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে ম্য়াচ জিতে ইতিহাস গড়েছিলেন। এদিন ১২৫ রানের ভেতরে মার্শ বাহিনীকে আটকে দিলে সেটিও কম বড় খবর হত না। কিন্তু ভারতের বোলাররা প্রতিপক্ষের ৬ উইকেট ফেলতে পারলেও ম্য়াচ জেতাতে পারলেন না দলকে। মন্দের ভাল বলতে কেবল অভিষেকেরই অর্ধশতরান।