নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফির(Border-Gavaskar Trophy) প্রথম দুই ম্যাচ জিতে এমনিই বিরাট বিপাকে অস্ট্রেলিয়ান (Australian Cricket Team)। ইতিমধ্যেই চোটের কারণে বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার, জস হ্যাজেলউড। এবার আরও এক অস্ট্রেলিয়ান তারকা দেশে ফিরতে চলেছেন। অজি তারকা অ্যাস্টন আগরকে (Ashton Agar) টেস্ট দলকে ছেড়ে দেওয়া হল। বুধবার, ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডডেমাইড আগরকে দল থেকে ছেড়ে দেওয়ার খবরটি জানান।
দেশ ফেরত
প্রথম দুই টেস্টের কোনওটিতেই সুযোগ পাননি আগর। এবার তাঁকে দেশে ফেরত পাঠানো হল। ২৯ বছর বয়সি বাঁ-হাতি বোলার এবার পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া মরসুমে মাঠে নামবেন। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক বলেন, 'ও ভীষণ খাটা খাটনি করেছে এবং যতটা সম্ভব দলকে সমর্থন করেছে। আমরা ওর খাটনিকে সম্মান করি। প্রথম টেস্টে স্পিনার বাছাইয়ের ক্ষেত্রে ওর মাঠে নামার বড় সুযোগ ছিল। তবে দুই অফস্পিনারকে একসঙ্গে খেলানোটা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে সন্দেহ ছিল। ম্যাট কুনহেমান দ্বিতীয় টেস্টে সুযোগ পায়। আমাদের মনে হয়েছিল ওই পরিবেশের ওকে খেলানোই উচিত হবে।'
আগর পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে ২ মার্চ থেকে শুরু হতে চলা শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার পাশাপাশি, ৮ মার্চ অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট মার্শ কাপের ফাইনালেও খেলবেন। আগর বাদেও, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, মিচেল সোয়েপসন, জস হ্যাজেলউড, ম্যাট রেনশঁরা বিভিন্ন কারণে দেশে ফিরেছে। ১ মার্চ থেকে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। সেই টেস্টের আগে বেশ কিছু অজি তারকা আবার ভারতে ফিরতে পারেন বলেই শোনা যাচ্ছে।
অজিদের সাহায্য
আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টই। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাডেজার স্পিনের ভেল্কিতে ৪৮ রানে নয় উইকেট হারিয়ে ফেলে অজি দল (Australian Cricket Team)। সহজেই ছয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। অজিদের স্পিন জুজু দূর করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)।
সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন জাডেজা। তাঁর স্পিন জুড়িদার আর অশ্বিনও খুব একটা পিছিয়ে নেই। তিনি নিয়েছেন ১৪টি উইকেট। অক্ষর পটেলের ভাগ্যে জুটেছে একটি উইকেট অর্থাৎ চার ইনিংসে অজি দলের ৪০টি উইকেটের মধ্যে ৩২টি উইকেটই নিয়েছেন ভারতের তারকা স্পিনাররা। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়জন অজি ব্যাটার প্রায় একইভাবে স্যুইপ মারতে গিয়ে আউট হয়েছেন। দলের স্পিনের বিরুদ্ধে এহেন পরিস্থিতি দেখে অজি ব্যাটারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন হেডেন।
হেডেন বলেন, 'দিন হোক বা রাত, আমি এবং আমার মনে হয় আমার মতো সকলেই (প্রাক্তনীরাই) সাহায্যের জন্য এগিয়ে আসতে সবসময় ইচ্ছুক হবেন। আমায় তো যখনই কোনও ধরনের সাহায্যের জন্য বলা হয়েছে, তা যখনই হোক না কেন, আমি সবসময়ই (সাহায্যের জন্য) এগিয়ে এসেছি।'
আরও পড়ুন: আগেই শাস্তি মুকুপ হয়েছিল শ্রীসন্তের, এবার নির্বাসন কমল তাঁর প্রাক্তন সতীর্থেরও