IND vs AUS 1st ODI Live: রাহুলের অর্ধশতরান, প্রথম ওয়ান-ডে ম্যাচে জয় ভারতের

IND vs AUS 1st ODI Live Score: পারিবারিক কারণে মুম্বইতে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের হয়ে মাঠে নামবেন না অধিনায়ক রোহিত শর্মা।

ABP Ananda Last Updated: 17 Mar 2023 08:41 PM
IND vs AUS 1st ODI Score Updates: সিরিজে এগোল ভারত

৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 

IND vs AUS 1st ODI Score Updates: ৭৩ বলে অর্ধশতরান পূরণ রাহুলের

প্রথম ওয়ান ডে ম্যাচে অর্ধশতরানের ইনিংস কে এ রাহুলের। 

IND vs AUS 1st ODI Score Updates: দলকে টানছেন রাহুল, জাডেজা

দলকে টানছেন কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা। ৫ উইকেট হারিয়ে ১৩০ রান পেরোল ভারত।

IND vs AUS 1st ODI Score Updates: আউট হার্দিক

স্টোইনিসের বলে গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক পাণ্ড্য। 

IND vs AUS 1st ODI Score Updates: আউট গিলও

চতুর্থ উইকেটের পতন ভারতের। শুভমন গিলও প্যাভিলিয়নে ফিরলেন। 

IND vs AUS 1st ODI Score Updates: পরপর উইকেট হারাল ভারত

পরপর উইকেট হারাল ভারত। ৫ ওভারে বোর্ডে ১৬ রান তুলতেই ৩ উইকেট খুঁইয়েছে ভারত। বিরাট ও সূর্যকুমার যাদবও প্যাভিলিয়নে ফিরে গেলেন। 

IND vs AUS 1st ODI Score Updates: আউট ঈশান কিষাণ

ভারতের প্রথম উইকেটের পতন। মার্কাস স্টোইনিসের বলে লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ঈশান কিষাণ।

IND vs AUS 1st ODI Score Updates: ব্যাটিং শুরু ভারতের

১ ওভার শেষে ২ রান বোর্ডে তুলতে পারল ভারত। ক্রিজে আছেন ঈশান কিষাণ ও শুভমন গিল।

IND vs AUS 1st ODI Score Updates: ১৮৮ রানে শেষ ইনিংস

১৮৮ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ও শামি তিনটি করে উইকেট নিলেন।  

IND vs AUS 1st ODI Score Updates: পরপর ধাক্কা

পরপর দুই ওভারে দুই সাফল্য পেল ভারতীয় দল। শামি ৫ রানে স্টোইনিসকে ফেরানোর পরের ওভারেই রবীন্দ্র জাডেজার বলে ৮ রানে সাজঘরে ফিরলেন ম্যাক্সওয়েল। ১৮৪ রানে আট উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া। 

IND vs AUS 1st ODI Score Updates: আগুন ঝরাচ্ছেন শামি

বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি। নিখুঁত আউট সুইংয়ে ভারতের তারকা ফাস্ট বোলার ক্যামেরন গ্রিনের উইকেট ছিটকে দিলেন। ১২ রানে সাজঘরে ফিরলেন গ্রিন। ১৭৪ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। শামি এই ওভারে আরও একটি উইকেট পেতেই পারতেন। তবে স্লিপে স্টইনিসের ক্যাচ ফেলে দেন শুভমন গিল। আপাতত ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৪/৬।

IND vs AUS 1st ODI Score Updates: পঞ্চম সাফল্য

জস ইংলিসকে ২৬ রানে সাজঘরে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে পঞ্চম ধাক্কা দিলেন মহম্মদ শামি। ১৬৯ রানে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৯/৫। ক্রিজে ব্যাটে নামলেন গ্লেন ম্যাক্সওয়েল।  

IND vs AUS 1st ODI Score Updates: ১৫০ রানের গণ্ডি পার

২৫তম ওভারে ১৫০ রানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়ার বর্তমান স্কোর ১৫১/৪। বর্তমানে ক্য়ামেরন গ্রিন ৬ ও জস ইংলিস ১২ রানে ব্যাট করছেন।

IND vs AUS 1st ODI Score Updates: দ্বিতীয় সাফল্য

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে ২২ রানে সাজঘরে ফেরালেন ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আগের ওভারেই রিভিউয়ের দৌলতে জীবনদান পেয়েছিলেন স্মিথ। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না অজি অধিনায়ক। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৮/২।

IND vs AUS 1st ODI Live Updates: অর্ধশতরানের পার্টনারশিপ

শুরুতেই উইকেট হারালেও মিচেল মার্শ ও স্টিভ স্মিথ দুরন্ত ছন্দে ব্যাট করছেন। ইতিমধ্যেই দ্বিতীয় উইকেটে দুইজনে ৫৪ রান যোগ করে ফেলেছেন। পাওয়ার প্লের ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৯/১। মার্শ ৩১ ও স্মিথ ১৬ রানে ব্যাট করছেন।

IND vs AUS 1st ODI Score Updates: প্রথম সাফল্য

বল হাতে নিজের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ। ৫ রানে ট্রাভিস হেডকে ফেরালেন ভারতের তারকা ফাস্ট বোলার। দুই ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫/১।

IND vs AUS 1st ODI Live Updates: টস জিতল ভারত

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অস্ট্রেলিয়ার একাদশে নেই ডেভিড ওয়ার্নার। 

IND vs AUS 1st ODI Score Updates: কিংবদন্তিদের কৃতিত্বে ভাগ

স্টিভ স্মিথ এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ১৩টি শতরান হাঁকিয়েছেন। এই ম্যাচে শতরান করতে পারলেই স্মিথ রিকি পন্টিংয়ের সর্বকালীন রেকর্ডে ভাঙ বসাবেন। আবার বিরাট কোহলির দখলের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি শতরান করার কৃতিত্ব রয়েছে। তিনি শতরান হাঁকালে সচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসাবেন। 

IND vs AUS 1st ODI Live Updates: হার্দিকের প্রথম চ্যালেঞ্জ

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ১১টি ম্যাচে অধিনায়কত্ব করলেও, এই প্রথমবার ওয়ান ডেতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। তাঁর এখনও পর্যন্ত যা রেকর্ড, তাতে ভারতীয় সমর্থকরা খুশিই হবেন। এখনও অবধি ১১টি বিশ ওভারের ম্যাচের মধ্যে হার্দিকের ভারত আটটি ম্যাচ জিতেছে।

প্রেক্ষাপট

মুম্বই: টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেছে যে, বর্ডার-গাওস্কর ট্রফি এবারও ভারতের ঘরেই থাকছে। এবার ওয়ান ডে দ্বৈরথে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus ODI)। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। পারিবারিক কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। 


এ বছরই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে জুলাই মাস পর্যন্ত এই তিনটি ওয়ান ডে-ই পাচ্ছে টিম ইন্ডিয়া। টিম কম্বিনেশন সাজিয়ে নেওয়ার জন্য তাই এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। রোহিতের অনুপস্থিতিতে ফর্মে থাকা শুভমন গিলের ওপেন করা কার্যত নিশ্চিত। কিন্তু গিলের সঙ্গে কেএল রাহুল (KL Rahul) না ঈশান কিষাণ (Ishan Kishan), কে ওপেন করবেন, সেই নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটান হার্দিক নিজেই।


সাংবাদিক সম্মেলনে কোনও রাখঢাক না করেই প্রথম ওয়ান ডেতে গিলের ওপেনিং পার্টনারের নাম জানিয়ে দিলেন হার্দিক। তিনি বলেন, 'ঈশান এবং শুভমন ইনিংস ওপেন করবে। এখানকার উইকেট সচরাচর যেমন হয়ে থাকে, তেমনই হবে বলে মনে হচ্ছে। আমি এই মাঠে বিগত প্রায় সাত বছর ধরে খেলছি। আমাদের কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ পিচ থেকে দুই দলই মদত পাবে।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.