IND vs AUS, 4th Test LIVE: বিরাট-অক্ষরের দুরন্ত পার্টনারশিপ, চতুর্থ দিনের শেষে ৮৮ রানে এগিয়ে ভারত

IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘুরলেন।

ABP Ananda Last Updated: 12 Mar 2023 05:45 PM
Ind vs Aus Live: ৮৮ রানে এগিয়ে ভারত

চতুর্থ দিনের খেলা শেষে ৮৮ রানে এগিয়ে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামা ট্রাভিস হেড ও ম্যাট কুনেমান ছয় ওভার ব্যাট করতে সক্ষম হন। বিনা উইকেটে ৩ রানে চতুর্থ দিনের খেলা শেষ করল অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ৯১ রানের লিড নিল ভার

৫৭১ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস।

Ind vs Aus Live: আউট অক্ষর

ব্যক্তিগত ৭৯ রানে প্যাভিলিয়নে ফিরলেন অক্ষর। ভারতের ষষ্ঠ উইকেটের পতন। 

Ind vs Aus Live: অর্ধশতরান অক্ষরের

অর্ধশতরান অক্ষর পটেলের। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন অক্ষর। 

Ind vs Aus Live: প্রথম ইনিংসে লিড পেল ভারত

লিড নিয়ে নিল ভারত। এখনও হাতে ৫ উইকেট। 

Ind vs Aus Live: ৫০ রান পিছিয়ে ভারত

অস্ট্রেলিয়ার থেকে ভারত এখনও ৫০ রান পিছিয়ে। 

Ind vs Aus Live: বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি

বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি। কেরিয়ারের ২৮ তম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

Ind vs Aus Live: লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৩৬২/৪

লাঞ্চের বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩৬২ রান। ক্রিজে আছেন বিরাট ও ভরত। 

Ind vs Aus Live: ৪ উইকেট হারাল ভারত

১১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩২৩ রান বোর্ডে তুলে নিল ভারত। 

Ind vs Aus Live: ৯৯ রানে অপরাজিত উসমান খাওয়াজা

৯৯ রানে অপরাজিত উসমান খাওয়াজা। ৮৯ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৫০/৪।

Ind vs Aus Live: হ্যান্ডসকম্বের অফস্টাম্প ছিটকে দিলেন মহম্মদ শামি

পিটার হ্যান্ডসকম্বের অফস্টাম্প ছিটকে দিলেন মহম্মদ শামি। পরপর ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৮০ রান করে অপরাজিত উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ার স্কোর ১৯১/৪।

IND vs AUS, 4th Test LIVE: আউট স্মিথ

জাডেজার বলে বোল্ড হয়ে ফিরলেন স্টিভ স্মিথ। 

IND vs AUS, 4th Test: ৫৭ ওভার শেষে অজিদের স্কোর ১৪৩/২

৫৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান বোর্ডে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। 

IND vs AUS, 4th Test LIVE: অর্ধশতরান খাওয়াজার

অর্ধশতরান হাঁকালেন উসমান খাওয়াজা। 

IND vs AUS, 4th Test: পার্টনারশিপ গড়ছেন স্মিথ- খাওয়াজা

২ উইকেট হারানোর পর পার্টনারশিপ গড়ছেন স্মিথ ও খাওয়াজা।

IND vs AUS, 4th Test LIVE: লাঞ্চের বিরতিতে অজিদের স্কোর ৭৫/২

মধ্য়াহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

IND vs AUS, 4th Test: অজিদের ২ উইকেটের পতন পরপর

অস্ট্রেলিয়ার ২ টো উইকেটের পতন। ট্রাভিস হেডকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর লাবুশেনকে ফেরালেন শামি।

IND vs AUS, 4th Test LIVE: ১৪ ওভারে অজিদের স্কোর ৫৬/০

১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেট হারিয়ে ৫৬

IND vs AUS, 4th Test: ক্যাচ মিস ভরতের

উমেশ যাদবের বলে জীবনদান পেলেন ট্রাভিস হেড। সহজ ক্যাচ মিস উইকেট কিপার ভরতের।

IND vs AUS, 4th Test LIVE: টস করলেন মোদি

চতুর্থ টেস্টের টস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টস জিতলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ফিল্ডিং ভারতের।

প্রেক্ষাপট

আমদাবাদ: ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট আজ থেকে শুরু হয়ে গেল। সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। এরই মধ্যে আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘুরলেন। একসঙ্গে সারলেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানালেন দু'দেশের রাষ্ট্রনায়কদের। টসে জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।


সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে গত ম্যাচে দুই ইনিংসেই ভারতীয় দলের ব্য়াটিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ম্যাচের আগেও তাই স্বাভাবিকভাবেই চর্চায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু মনে করছেন ব্যাটারদের দক্ষতার থেকেও দিনের শেষে তাঁদের মানসিক দৃঢ়তাই সাফল্য এনে দেয়।


ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'কঠিন পিচের চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা না না পথ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যাটারই ভিন্ন এবং প্রত্যেকেরই রান করার উপায়ও ভিন্ন ভিন্ন। আমাদের দলের সকলেই প্রচুর ম্যাচ খেলেছে। এতদিন পরে তিন সপ্তাহের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ব্যাটারদের যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। এই স্তরে কেবল দক্ষতা দিয়ে তেমনকিছু হয় না, দক্ষতার থেকেও মানসিক দৃঢ়তা বেশি প্রয়োজনীয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের ভাল খেলার জন্য মানসিক দৃঢ়তা বেশি দরকার।'


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.