ক্যানবেরা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বিশ্বজয়ী ভারতীয় দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ়ের প্রথম ম্যাচে মাঠে নেমে পড়বে অস্ট্রেলিয়া (IND vs AUS T20I)। ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ় নিজেদের পকেটে পুরেছে অজ়ি বাহিনী। টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগেও ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্র্যাভিস হেড (Travis Head)।

Continues below advertisement

হেড স্পষ্ট জানিয়ে দেন অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারে যে পরিমাণ বিধ্বংসী ব্যাটার রয়েছেন, তাতে দ্রুত গতিতে রান না করার অর্থ বল নষ্ট করে বাকিদের সুযোগ না দেওয়া। তিনি বলেন, 'আমাদের দলে যে পরিমাণ শক্তি রয়েছে, সেই শক্তি যদি কারুর থাকে, তাহলে তো তাদের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলা দরকার। ডেভিড, স্টোইনিস, গ্রিন, ম্য়াক্সওয়েলরা যেখানে আমাদের পরে রয়েছেন, সেখানে শুরুতে তো বল নষ্ট করার কোনও মানেই হয়না।'

এরপরেই ভারতীয় দলের উদ্দেশে অজ়ি ওপেনারের সতর্কবার্তা। 'আমরা যদি ঠিকঠাক খেলতে পারি, তাহলে আমরা যে কোনও রান তাড়া করতে পারি। মিচেল আর আমার তাই পরিকল্পনা থাকে মাঠে নেমে যাতে পাওয়ার প্লেটা সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি। বিগত দুই বছর ধরে এটা আমাদের বড় শক্তি। আপনি দেখলেও বুঝতে পারবেন যে ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি আমরা পাওয়ার প্লেকে কাজে লাগানোর জন্য সবসময় সচেষ্ট। আমরা আনতাবড়ি ব্যাটিং করি না, তবে হ্যাঁ, অনেকসময় দেখে এমনটা মনে হতে পারে। তবে হ্যাঁ, আমাদের পরিকল্পনা থাকে পাওয়ার প্লেতে যতটা সম্ভব রান যাতে আমরা করতে পারি।' দাবি হেডের। 

Continues below advertisement

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে দুই দল প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে। সাধারণত মানুকা ওভালের পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য। যদিও পিচে সচরাচর বোলারদের জন্য বাউন্স থাকেই। তবে এরমধ্যেও বড় রান করার সুযোগ থাকছে ব্যাটারদের সামনে। এখানকার পিচে সাধারণ স্পিনাররাও সুবিধে পান। সেক্ষেত্রে ভারতের স্পিন আক্রমণে কুলদীপ ও বরুণ জুটিকে দেখার সম্ভাবনা উজ্জল। এশিয়া কাপেও এই দুই স্পিনারই ভারতের তুরুপেস তাস ছিলেন। এছাড়াও স্পিনার অলরাউন্ডার হিসেবে অক্ষর পটেলকে দেখা যেতে পারে।

ম্যাচের বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই তেমনটা নয়। ওয়ান ডে সিরিজে পারথে খেলার মাঝে মাঝেই বৃষ্টি হয়েছে বারবার। যার জন্য ওভার সংখ্যাও কমে গিয়েছিল। ৫০ ওভারের ম্য়াচ শেষ পর্যন্ত ২৬ ওভারের ম্য়াচে এসে দাঁড়িয়েছিল। তবে প্রথম টি-টোয়েন্টিতে ওভার কমার সম্ভাবনা নেই বললেই চলে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ম্য়াচের সময় ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওভার সংখ্যা হয়ত কমবে না এমনটা আশা করাই যায়।