IND vs AUS U19 WC Final LIVE: ১৭৪-এই আটকে গেল ভারতের ইনিংস, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
IND vs AUS U19 World Cup Final LIVE Score: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে দুইবার যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে দুইবারই জিতেছে ভারত।
১৭৪ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। চতুর্থবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
৩৩ ওভার শেষে ভারতের স্কোর আট উইকেটের বিনিময়ে ১২৭ রান। ১৭ ওভারে ভারতের জয়ের জন্য আরও ১২৭ রানের প্রয়োজন।
ভারতের হয়ে ক্রিজ়ে শুরু থেকে উপস্থিত ছিলেন আদর্শ সিংহ। তিনিও অবশেষে সাজঘরে ফিরলেন। বিয়ার্ডম্যানের শর্ট বলে পরাস্ত হয়ে ৪৭ রানে সাজঘরে ফিরলেন তিনি। ১১৫ রানে সপ্তম উইকেট হারাল ভারত। ভারতের জয়ের জন্য এখনও ১৩৯ রানের প্রয়োজন।
অবশেষে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন আদর্শ। ২৯ তম ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা হাঁকালেন আদর্শ। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১১৩/৬। আদর্শ বর্তমানে ৪৬ রানে অপরাজিত রয়েছেন।
পাঁচ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ফেলল ভারত। নয় রানে প্রিয়াংশু ও খাতা খোলার আগেই ফিরলেন অবনিশ। ৯১ রানে ছয় উইকেট হারাল ভারত। জয়ের আশা ক্রমশই কমছে।
ম্যাচে স্পিনারের প্রথম বলেই উইকোট খোয়াল ভারতীয় দল। নয় রানে আউট হলেন সচিন দাস। ৬৮ রানে চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছে টিম ইন্ডিয়া।
ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট পেলেন বিয়ার্ডম্যান। মুশিরের পর এবার তাঁর শিকার ভারতীয় অধিনায়ক উদয় শাহারণ। ৫৫ রানে তিন উইকেট হারাল ভারত।
১৫ ওভারে অত্যন্ত ধীরগতিতে অর্ধশতরানের গণ্ডি পার করল ভারত। ভারতের স্কোর ৫২/২। আদর্শ সিংহ অত্যন্ত মন্থর এক ইনিংস খেলছেন। তিনি ৪৪ বলে আপাতত ১৭ রানে অপরাজিত।
বিরাট ধাক্কা খেল ভারত। টুর্নামেন্টে ভারতের সবথেকে ইনফর্ম ব্যাটার মুশির খান ২২ রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন। ১৩ ওভার হয়ে গেলেও এখনও অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেনি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। তাদের বর্তমান স্কোর ৪১/২।
১০ ওভার শেষে ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ২৮ রান। আর উইকেট না পড়লেও, অত্যন্ত মন্থর গতিতে রান তুলছে ভারত।আপাতত মুশির ১৩ ও আদর্শ ১০ রানে অপরাজিত রয়েছেন।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে ভারতীয় দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তো উঠছেই উপরন্তু মাত্র তিন রানেই আউট হলেন অর্শিন কুলকার্নি। চতুর্থ ওভারে জীবনদান পেলেন মুশির খানও। স্লিপে তাঁর সহজ ক্যাচ মিস করে অস্ট্রেলিয়া। চার ওভার শেষে ভারতের স্কোর ১০/১।
শেষের ওভারগুলিতে অলিভারের দাপট শতাধিক স্ট্রাইক রেটে ৪৬ রানের ইনিংস খেলে দলকে ২৫০ রানের গণ্ডি পার করতে পার করতে সাহায্য করলেন তিনি। ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া তুলল ২৫৩/৭। এই প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে কোনও দল ২৫০ রানের গণ্ডি পার করল।
সপ্তম উইকেটে ৩৪ রানে অলিভার ও চার্লি অ্যান্ডারসনের সপ্তম উইকেটের পার্টনারশিপ ভাঙলেন লিম্বানি। ২২১ রানে পড়ল সপ্তম উইকেট। ৪৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২২৩/৭।
দুরন্ত কট অ্যান্ড বোল্ড করে রাফ ম্যাকমিলনকে দুই রানে ফেরালেন মুশির খান। ১৮৭ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। অলিভার পিক ক্রিজে ১০ রানে অপরাজিত রয়েছেন। ৪০ ওভার শেষে স্কোর ১৮৭/৬।
অর্ধশতরানের পরেই ফিরলেন হর্যাস। ৫৫ রানে বাঁ-হাতি ব্যাটারকে আউট করলেন সৌম্য। ৩৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮১/৫।
দুই ওভারে দ্বিতীয় সাফল্য পেলেন নমন তিওয়ারি। ওয়েবজ়েনর পর আরেক সেট ব্যাটার ডিক্সনকেও আউট করলেন তিনি। অজ়ি ওপেনার ফিরলেন ৪২ রানে। ২৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০০/৩।
অর্ধশতরানের দোরগোড়াতেই ওয়েবজ়েনকে ফেরালেন নমন তিওয়ারি। ৪৮ রানে আউট হলেন অজ়ি অধিনায়ক। ২১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৪/২। ডিক্সন ৩৯ রানে অপরাজিত রয়েছেন।
১৩তম ওভারে এক উইকেট হারিয়ে অর্ধশতরানের গণ্ডি পার করল অস্ট্রেলিয়ান দল। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৭/১। অধিনায়ক ওয়েবজেন ২৬ ও ডিক্সন ২৫ রানে ব্যাট করছেন।
ইনিংসের শুরুটা ব্যাট হাতে বেশ ভালই করেছিলেন অজ়ি ওপেনার হ্যারি ডিক্সন। দুই ওভারেই ১৬ রান চলে এসেছিল। তবে রাজ লিম্বানি দুরন্ত ইনসুইংয়ে আরেক ওপেনার স্যাম কনস্টাসের উইকেট ভেঙে দিলেন। খাতা খোলার আগেই ফিরলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নিয়ে তৃতীয়বার যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত। ২০১২ সালে উন্মুক্ত চন্দের ভারত ছয় উইকেটে জেতে ভারত। ২০১৮ সালে আট উইকেটে পৃথ্বী শয়ের ভারত ফাইনাল জেতে।
গতির বিপরীতে গিয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক হিউ ওয়েবজেন।
প্রেক্ষাপট
বেননি: ফের একবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final) ভারতীয় দল। গত বারের চ্যাম্পিয়ন ভারত এই নিয়ে মোট নবমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল। রবিবার রামধনুর দেশে উদয় শাহারণদের (Uday Saharan) সামনে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতানোর হাতছানি। ছোটদের এই বিশ্বকাপে সর্বাধিক খেতাবের অধিকারী কিন্তু ভারতীয় দলই। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও (IND U19 vs AUS U19) ফাইনালে অপরাজিত ভারত।
২০১২ সালে উন্মুক্ত চন্দের ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ফাইনালে। সেইবার ভারতের ছোটরা ছয় উইকেটে জিতেছিল ম্যাচ। শতরান হাঁকিয়েছিলেন অধিনায়ক চন্দ। তার ঠিক ছয় বছর পর কিউয়িভূমে পৃথ্বী শয়ের ভারত আট উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। মনজোৎ কালরা দুরন্ত ইনিংসে ভারতকে ম্যাচ জেতান। আবার ছয় বছরের ব্যবধান, ফের একবার যুব বিশ্বকাপে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এবারও কি অজ়িদের হারিয়ে হ্যাটট্রিক করবে ভারত? আসবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ? না কি তৃতীয়বার যুব বিশ্বকাপ যাবে অস্ট্রেলিয়ায়? সেইদিকেই সকলের নজর।
ম্যাচের আগে কিন্তু আত্মবিশ্বাসে ফুটছেন ভারতীয় অধিনায়ক উদয়। এ বছর বেননিতে উদয়রা সেমিফাইনাল ম্যাচ খেলে জিতেছে, যা উদয়দের আত্মবিশ্বাস জোগাচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমরা ফাইনালে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। সকলেই ফিট এবং এই ম্যাচের জন্য দারুণভাবে প্রস্তুতি সেরেছে। মানসিকভাবেও আমরা বেশ ভাল জায়গায় আছি। আমরা তো এখানে আগেও খেলেছি। সেই কারণে এখানকার পিচ এবং পরিবেশ অনেকটাই আমাদের জানা। আমরা সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে তৈরি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -