আমদাবাদ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আমদাবাদে বিশ্বকাপের মেগা ফাইনালের মহাদ্বৈরথে মাঠে নেমে পড়বে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য ইতিমধ্যেই গোটা আমদাবাদ জুড়ে সাজসাজ রব। হোটেল, ফ্লাইট সব একেবারে পূর্ণ। লাখ টাকায় বিক্রি হচ্ছে হোটেলের ঘর। এরই মাঝে বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আম্পায়ারদের তালিকা দেখে ভারতীয় সমর্থকরা উদ্বিগ্ন।
রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড কেটেলবরোকে (Richard Kettleborough) ২২ গজে আম্পায়ারিং করা দায়িত্ব দিয়েছে আইসিসি। এই কেটেলবরো কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একেবারেই পয়মন্ত নন। অন্তত পরিসংখ্যান তাই বলছে। ইতিহাস বলছে ব্রিটিশ এই আম্পায়ার ভারতের হয়ে আইসিসি ইভেন্টে যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন, সেগুলোতেই হেরেছে ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। সেই ম্যাচ ভারত হেরে যায়। এরপর ২০১৫ সালের সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় ভারতকে। সেই ম্য়াচেরও দায়িত্বে ছিলেন ব্রিটিশ আম্পায়ারই। একই ছবি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। এছাড়াও ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছিলেন রিচার্ড। সেই ম্যাচ দু'টোও হেরে যায় টিম ইন্ডিয়া।
'অপয়া' কেটেলবরোকে কেন আবার দায়িত্ব দেওয়া হল এবং তাও আবার বিশ্বকাপ ফাইনালে, সেই নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত ভারতীয় দলের অনুরাগীরা। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় কেটেলবরো আম্পায়ার হওয়ায় নিজদের ক্ষোভ, হতাশা উগরে দেন। কেউ কেউ তো তাঁকে দেশে পাঠিয়ে দেওয়ার কথাও বলেন।
আইসিসি নক আউটে কেটেলবরোর আম্পায়িরং করা টানা পাঁচ ম্যাচ হারার পর, আমদাবাদে টিম ইন্ডিয়া 'কেটেলবরো কাঁটা' উপরে ফেলে তৃতীয় ওয়ান ডে বিশ্বকাপ জিততে পারে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: দুই দশক আগের ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালের সঙ্গে ২০২৩ সালের ফাইনালের আজব সব মিল