চেন্নাই: টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘ বিরতির পর ফের দীর্ঘ এক টেস্ট মরশুম শুরু করার মুখে ভারত। গত ৬ মাসে কোনও টেস্ট খেলেনি ভারত। আগামী সাড়ে তিন মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যার প্রথম দুই টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে। ঘরের মাঠে বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত (Team India)। চেন্নাইয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট।
যে কোনও দলের কাছেই ভারতের মাটিতে টেস্ট সিরিজ অগ্নিপরীক্ষা (India vs Bangladesh)। ভারতের মাটিতে এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ খেলে তিনবারই গো হারান হেরেছে বাংলাদেশ। ঘটনা হচ্ছে, ভারত হচ্ছে বিশ্বের দুই দেশের মধ্যে একটি যাদের বিরুদ্ধে ১৩ বার চেষ্টা করে একটিও টেস্ট জেতেনি বাংলাদেশ। গত দশ বছরে দেশের মাটিতে মাত্র ৪টি টেস্ট ম্যাচ হেরেছে ভারত। প্রায় ১২ বছর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। শেষ হেরেছে ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে স্পষ্ট ফেভারিট ভারতই। তবে বাংলাদেশ দল উত্তেজনায় ফুটছে। কারণ, সদ্য পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ। ২০২২ সালে নিউজ়িল্যান্ডকে প্রথমবার টেস্টে হারিয়েছে তারা। তবে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট রেকর্ড হতশ্রী। ৬৭ টেস্টে মাত্র ৮টি জিতেছে। তবে তাৎপর্যপূর্ণ হচ্ছে, তার মধ্যে ৪টি জয় ২০২১ সাল থেকে গত তিন বছরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। ৬৮.৫২ শতাংশ জয়ের হার টিম ইন্ডিয়ার। তৃতীয়বার WTC ফাইনাল খেলার ব্যাপারে হট ফেভারিট ভারত। তবে ৬ মাস পর টেস্ট খেলতে নামাই ভারতের সবচেয়ে বড় কাঁটা। বিরাট কোহলি জানুয়ারির প্রথম সপ্তাহের পর ফের টেস্টে নামছেন। টেস্ট ফর্ম্যাটে দীর্ঘদিন পর খেলবেন কে এল রাহুল, ঋষভ পন্থরা।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
সম্প্রতি ভাল মানের স্পিন বোলিং খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছে ভারত। মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz), শাকিব আল হাসান (Shakib Al Hasan) তাইজুল ইসলামদের (Taijul Islam) বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা সহজ হবে না।
ঘরের মাটিতে টেস্ট ম্যাচ মানেই ভারত তিন স্পিনার, দুই পেসারে দল সাজানো পছন্দ করে। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিন পেসার খেলানোর সম্ভাবনাও রয়েছে। ২০১৯-২০ সালে সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে তিন পেসার খেলিয়ে সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া।- চিপকের লাল মাটির পিচে বাউন্স ও গতি থাকবে। বল ঘুরবে, তবে তা ম্যাচের পরের দিকে। পিচে যখন ফাটল ধরবে। তার আগে পেস মন্ত্রে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল নিতে পারে ভারত।
আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের