নয়াদিল্লি: টেস্টে বাংলাদেশকে হােয়াইটওয়াশ করেছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচেও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্য়াচে আগামীকাল বুধবার ৯ অক্টোবর ফের মুখোমুখি হতে চলেছে দুই দল। সিরিজের দ্বিতীয় ম্য়াচের আগেই বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের কথা জানিয়েছেন এই ফর্ম্য়াট থেকে। এই পরিস্থিতিতে বাংলাদেশ শিবির চাইবে এই সিরিজে জয়ের সরণিতে ফিরতে। মাহমুদুল্লাহকে তাঁর ফেয়ারওয়েল টি-টোয়েন্টি সিরিজে জয় উপহার দিতে। 


কারা মুখোমুখি হবে?


টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হবে ভারত বনাম বাংলাদেশ


কোথায় ম্যাচ?


ম্য়াচটি হবে নয়াদিল্লির রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে


কখন শুরু?


ম্যাচ শুরু হবে বুধবার ৯ অক্টোবর সন্ধে ৭ থেকে


কোথায় দেখবেন ম্যাচ?


ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচটি স্পোর্টস 18 নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে টিভিতে


অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?


টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও সিনেমায় দেখা যাবে এই খেলাটি


প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৯ বল ও সাত উইকেট হাতে রেখেই বাংলাদেশকে হারাল টিম ইন্ডিয়া। বলের নিরিখে এটা বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বড় জয়। ভারতের হয়ে সর্বাধিক ৩৯ রান করে অপরাজিত রইলেন হার্দিক। তাঁর ইনিংস এল মাত্র ১৬ বলে। অভিষেক নীতীশ রেড্ডির সংগ্রহ ১৫। তিনিও অপরাজিত রইলেন। হার্দিকের পাশাপাশি আগ্রসী ইনিংসে নজর কাড়েন সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবও। উভয়েরই সংগ্রহ ২৯ রান। ১২৭ রান তাড়া করতে নেমে ভারতীয় দল অভিষেক শর্মার দৌলতে শুরুটা বেশ আগ্রাসী মেজাজেই করেছিলেন। তাঁর নতুন ওপেনিং পার্টনার স্যামসন খানিক দেখেশুনে এগোচ্ছিলেন। তবে ছোট্ট বোঝাপড়ার ভুলেই রান আউট হয়ে ১৬ রানে ফিরতে হয় অভিষেককে। তবে স্যামসন ও সূর্যকুমার দুরন্ত ছন্দে ছিলেন। তাঁদের দৌলতেই তড়তড়িয়ে এগিয়ে যায় ভারতীয় ইনিংস। দুইজনে ৪০ রান যোগ করেন। তবে স্যামসন বা সূর্যকুমার, কেউই ম্যাচটা শেষ করে যেতে পারেননি। হার্দিক নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নেন। ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন বঢোদরার অলরাউন্ডার। 


আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে বুধবার লক্ষ্য বড় জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত?