কানপুর: ভারত-বাংলাদেশ (IND vs BAN) দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা একেবারেই ভাল যায়নি। মাত্র ৩৫ ওভার করা সম্ভব হয়েছে। বৃষ্টি, খারাপ আলো খেলায় বাধ সেধেছিল। দ্বিতীয় দিনেও সেই রেশ কাটল না। টানা বৃষ্টি, ভেজা মাঠ, কালো আকাশ, খারাপ আবহাওয়া। নির্ধারিত সময় যার জন্য খেলাই শুরু করা গেল না। মাঠে সঠিক সময় পৌঁছেও ড্রেসিংরুমেই আটকে থাকলেন ২ দেশের ক্রিকেটাররাই।


প্রতিদিন খেলা শুরু হওয়ার কথা সকাল ৯.৩০ টায়। কিন্তু এদিন বৃষ্টি শুরু হওয়ার পর তার জন্য মাঠের কভার সরানো সম্ভব হয়নি। বিসিসিআইয়ের সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা রয়েছে যে, 'দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হল না।'


 






এদিন ঠিক সময়েই মাঠে পৌঁছে গিয়েছিলেন ২ দেশের ক্রিকেটাররাই। কিন্তু ড্রেসিংরুমের বাইরে বেরতে পারেননি কোনও ক্রিকেটারই। গম্ভীর ও বিরাটকে দেখা যায় ড্রেসিংরুমের বাইরে এসে আড্ডা মারতে। এছাড়াও বাংলাদেশের ক্রিকেটাররাও প্রত্যেকেই ড্রেসিংরুমের বাইরে হাল্কা ওয়ার্ম আপ করেন। যা পরিস্থিতি, তাতে দ্বিতীয় দিনের খেলাও শুরু হতে যে আরও কিছুক্ষণ সময় লাগবে তা বোঝায়ই যাচ্ছে। 


গতকাল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রােহিত শর্মা। বাধ্য হয়েই নির্ধারিত সময়ের অনেক আগেই বন্ধ করতে হল খেলা। ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ৩৫ ওভারই বল করা সম্ভব হল। বাংলাদেশ তিন উইকেটের বিনিময়ে ১০৭ রানে দিনশেষ করল। বাংলাদেশের হয়ে মোমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ছয় রানে অপরাজিত রইলেন। ভারতের হয়ে বল হাতে এদিনের নায়ক বাংলার আকাশ দীপ। তাঁর ঝুলিতে এল দুই উইকেট। তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন। বাংলাদেশের হয়ে প্রথম দিনের শেষে ৪০ রান করে অপরাজিত রয়েছেন মোমিনুল হক। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। তিনি ৬ রান করে অপরাজিত রয়েছেন। এছাড়া ৩১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আকাশ দীপ ছাড়া ১টি উইকেট নিয়েছেন অশ্বিন।