চেন্নাই: তিনি নাকি বদমেজাজি। অল্পতেই রেগে যান। মাঠেই একাধিকবার প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়িয়েছেন।
মাঠের বাইরে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কেমন? সেখানেও কি তিনি অ্যাংরি ইয়ংম্যান? এবার গম্ভীরকে নিয়ে অজানা গল্প শোনালেন তাঁর এক সময়কার সতীর্থ। যিনি দিল্লি দলের হয়েও গম্ভীরের সঙ্গে খেলেছেন।
আকাশ চোপড়া। জনপ্রিয় ধারাভাষ্যকার সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে জানিয়েছেন, গম্ভীর নাকি রেগে গিয়ে একবার এক ট্রাক ড্রাইভারের কলার চেপে ধরেছিলেন! দিল্লিতে এক লরির চালকের সঙ্গে কার্যত হাতাহাতি করেছিলেন গম্ভীর।
আকাশ বলেছেন, 'ও বরাবরই মানসিকভাবে এরকম। আপনি জানতেই পারবেন না কখন ও মেজাজ হারাবে। ওই একবার আমাদের বলেছিল যে, ট্রাক ড্রাইভারের সঙ্গে মারামারি করেছিল। বেপরোয়াভাবে ওভারটেক করার জন্য নিজের গাড়ি থেকে নেমে এসে ট্রাকে উঠে চালকের কলার চেপে ধরেছিল। শুনে আমি বলেছিলাম, কী করছিস তা কী গৌতি? উনি ট্রাক চালক। আর তুই তো চেহারায় ছোটখাট।'
আকাশ চোপড়ার সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা ছিল গম্ভীরের। এবং সেটা দিল্লি দলে জায়গা পাওয়া নিয়ে। সেই প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের খেলায় উন্নতি হয়েছিল, জানিয়েছেন আকাশ চোপড়া। পাশাপাশি জানিয়েছেন, সাফল্যের খিদে আর আগ্রাসন গম্ভীরের সহজাত।
আকাশ চোপড়া বলেছেন, 'আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম। দলে জায়গা পেতে লড়াই করতাম। আমাদের দলটা দারুণ ছিল। আমরা একসঙ্গে খেলার সময় কোহলি বা ধবনের মধ্যে কোনও একজন দলে সুযোগ পেত। দলটাই এমন ছিল। এমনকী, বীরুর জন্যও ওপেনার হিসাবে সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়াত।'
চোপড়া আরও বলেছেন, 'গম্ভীর আমার বন্ধু ছিল না। তবে ও ভীষণ আবেগপ্রবণ, কঠোর পরিশ্রমী এবং খেলা নিয়ে খুব সিরিয়াস। প্রচুর রান করেছে। তবে সব সময় একহাত লড়ার জন্য প্রস্তুত থাকত।'
আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন ঋষভ পন্থ? কী বললেন ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ?