কলকাতা: আইপিএল (IPL) ট্রফির স্বাদ কখনও পাননি। অধিনায়ক হিসাবে মাঠে নেমেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ভাগ্যবদলের খোঁজে কি এবার আইপিএলে দল পরিবর্তনের পথে হাঁটবেন ঋষভ পন্থ (Rishabh Pant)?
আইপিএল নিলামের (IPL Auction) দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। রিটেনশন পলিসি নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। নানারকম ধোঁয়াশা রয়েছে। শোনা যাচ্ছে, সপ্তাহ দুয়েকের মধ্যে রিটেনশন পলিসি চূড়ান্ত করে জানিয়ে দেবে ভারতীয় বোর্ড।
আর এর মাঝেই চলছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capital) ছাড়া নিয়ে গুঞ্জন। কেউ কেউ বলছেন, আইপিএল ট্রফি জিততে মরিয়া দিল্লি ক্যাপিটালস দলের খোলনলচে বদলে ফেলতে পারে। ঠিক যে কারণে কোচ রিকি পন্টিংকে কার্যত ছাঁটাই করেছে দিল্লি। জোর জল্পনা, দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় এবার কোচ হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ সৌরভের ওপর যেভাবে প্রবল আস্থা দেখিয়ে এসেছে, তারপর এ নিয়ে আরও জোরাল চর্চা।
তার মাঝেই পন্থকে নিয়েও অব্যাহত গুঞ্জন। শোনা যাচ্ছে, তিনি নাকি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারেন। এমনকী, চেন্নাই সুপার কিংস-সহ একাধিক দল পন্থকে পেতে ঝাঁপাতে পারে বলেও মত কারও কারও। তবে সব কিছু সম্ভব হতে পারে তখনই, যখন দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থকে ছেড়ে দেবে। পন্থকে যদি রিটেন না করে দিল্লি, তখনই তাঁর অন্য কোনও দলে খেলার পথ তৈরি হবে।
আইপিএলে পন্থের ভবিষ্যৎ কী? তিনি কি দিল্লি ক্যাপিটালস ছেড়ে যাচ্ছেন? সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে। যাঁর অঙ্গুলিহেলনে দিল্লি ক্যাপিটালসের প্রত্যেক পদক্ষেপ নির্ধারিত হয় বলে মনে করা হয়। কী বললেন সৌরভ?
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, এখনই এ নিয়ে বলার মতো পরিস্থিতি আসেনি। কেন? সৌরভ বলছেন, 'দেখতে হবে রিটেনশন পলিসি নিয়ে কী জানায় বোর্ড। আশা করছি কিছুদিনের মধ্যেই আইপিএলে প্লেয়ার রিটেনশন পলিসি নিয়ে চূড়ান্ত অবস্থান জানাবে বোর্ড। সেটা দেখে ঋষভ পন্থের ব্যাপারে কথা বলব।'
সব মিলিয়ে পন্থের আইপিএল ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন রয়েই গেল, মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন: পুরুষ-নারী বিভেদ দূর হোক, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ মহম্মদ শামির