কানপুর: শুরুতে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও ভেজা মাঠের কাঁটা। ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম তিনদিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। বাংলাদেশ তুলেছিল ১০৭/৩। প্রথম দিনই যা খেলা হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় দিন একটাও বল খেলা হয়নি। ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিলেন যে, ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিকে যাচ্ছে ম্যাচ। শেষ ২ দিনের খেলা কার্যত নিয়মরক্ষার বলে মনে করা হচ্ছিল।


কিন্তু সোমবার, ম্যাচের চতুর্থ দিন আচমকা প্রাণ ফিরে এল। যা অনেকে ভাবতেই পারেননি। ভারতের (Team India) আগ্রাসী ক্রিকেটে ম্যাচে হঠাৎ ফয়সালার সম্ভাবনা তৈরি হল। কানপুরের গ্রিন পার্কে হল একাধিক রেকর্ড। 


ভারত সোমবার বাংলাদেশকে ২৩৩ রানে অল আউট করে দেওয়ার পর মাত্র ৩৪.৪ ওভারে ২৮৫/৯ স্কোর তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। মাত্র ৩ ওভারে ৫১ রান তোলে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও দলের এটাই দ্রুততম ৫০ রানে পৌঁছনোর নজির। যে মাইলফলক তৈরি করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল।


ওপেনিং পার্টনারশিপে মাত্র ২৩ বলে ৫৫ রান যোগ করেন রোহিত ও যশস্বী। ওপেনিং জুটিতে পঞ্চাশের বেশি রান উঠেছে, এরকম ক্ষেত্রে ওভার প্রতি সবচেয়ে বেশি রান রেট রেখে ব্যাটিং করেছেন রোহিত ও যশস্বী। ওভার প্রতি ১৪.৩৪ রান রেটে ব্যাটিং করেছেন দুজনে। যা সর্বকালীন রেকর্ড। ভেঙে দিলেন চলতি বছরেই এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের বাজবল মন্ত্র মেনে দুই ওপেনার বেন স্টোকস ও বেন ডাকেটের রেকর্ড। সেই ম্যাচে ৪৪ বলে অবিচ্ছেদ্য জুটিতে ৮৭ রান তোলার ফাঁকে ১১.৮৬ রান রেটে ব্যাটিং করেছিলেন স্টোকস ও ডাকেট।


সোমবার মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি করেন যশস্বী। টেস্টে ভারতীয়দের মধ্যে যা যুগ্মভাবে তৃতীয় দ্রুততম। ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সহবাগ। সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। ঋষভ পন্থের ২৮ বলে ও কপিল দেবের ৩০ বলে টেস্টে হাফসেঞ্চুরি আছে। যশস্বী ছাড়াও ৩১ বলে হাফসেঞ্চুরি রয়েছে শার্দুল ঠাকুরের।


টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরও গড়ল ভারত। চলতি বছরে ভারতীয় ব্যাটাররা টেস্টে এখনও পর্যন্ত ৯৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ২০২২ সালে টেস্টে ৮৯টি ছক্কা মেরেছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। সেই রেকর্ড ভেঙে গেল সোমবার।


কানপুরে ১০.১ ওভারে একশো পূর্ণ করে ভারত। টেস্টে কোনও দেশের দ্রুততম একশো রান এটাই। ২০২৩ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২.২ ওভারে একশো করেছিল ভারত। নিজেদের সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল ভারত। পাশাপাশি ১৮.২ ওভারে দেড়শো পূর্ণ করে ভারত। সেটাও টেস্টে দ্রুততম। ২৪.৪ ওভারে দুশো পূর্ণ করে ভারত। ভেঙে দেয় অস্ট্রেলিয়ার ২৮.১ ওভারে পাকিস্তানের বিরুদ্ধে করা দুশো রানের বিশ্বরেকর্ড।


গোটা ইনিংসে ৮.২২ রান রেটে রান করেছে ভারত। ইনিংসে দুশোর বেশি রান উঠেছে, এরকম ম্যাচে যা বিশ্বরেকর্ড। ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে ৭.৫৩ রান রেটে ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়া। অজিদের সাত বছর পুরনো সেই রেকর্ডও ভেঙে চুরমার যশস্বী, রোহিত, কোহলি, রাহুলদের দাপটে।


আরও পড়ুন: আইপিএলের গুরুত্বপূর্ণ পদে থেকে গেলেন অভিষেক, বিদায়ী বোর্ড সচিব জয় শাহকে সংবর্ধনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।