ঢাকা: ভারতের বিরুদ্ধে (IND vs BAN 1st ODI) মাত্র ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে এক সময় বিরাট চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩৬ রানে বাংলাদেশ নবম উইকেট হারালে, একসময় মনে হচ্ছিল ভারত হয়তো ম্যাচ জিতে যাবে। তবে ভারত আর জয়ের মাঝে বাঁধা হয়ে দাঁড়ান বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হয়ে দশম উইকেটে রেকর্ড ৫১ রানের পার্টনারশিপ গড়েন সিরাজ। এই পার্টনারশিপে ভর করেই জয় পেল বাংলা টাইগাররা। মিরাজ ৩৮ রানে অপরাজিত থাকেন।
আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি
চাপের মুখে এমন দুর্দান্ত এক ইনিংসের জন্য মিরাজকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। কিন্তু ঠিক কী ভাবে এত চাপেও মাঠা ঠান্ডা রেখে দলকে জয় এনে দিলেন বাংলাদেশের অলরাউন্ডার? ম্যাচ শেষে এই বিষয়ে কথা বলতে গিয়ে মিরাজ জানান আত্মবিশ্বাসই তাঁর সাফল্যের চাবিকাঠি। তিনি বলেন, 'আমি ভীষণ উত্তেজিত। আমি এবং মুস্তাফিজুর নিজেদের মধ্যে বলাবলি করছিলাম যে কোনও অবস্থাতেই আমরা যেন আত্মবিশ্বাসটা না হারাই। ওঁকে (মুস্তাফিজুরকে) বলেছিলাম মাথা ঠান্ডা রেখে ২০টি বল খেলতে। পিচটা বেশ কঠিনই ছিল। আমার বোলিংটাও কিন্তু আমি দারুণ উপভোগ করছি। যেহেতু ভারত বিশ্বের অন্যতম সেরা দল, তাই এই পারফরম্যান্সটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।'
ব্যাটিংয়ে হতাশ রোহিত
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আবার ব্যাটারদের ব্যর্থতার দিকে আঙুল তুললেন। ব্যাটাররা যথেষ্ট রান তুলতে পারেননি, একেবারে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন রোহিত। তবে বোলারদের লড়াইকে কুর্নিশ জানাতেও ভোলেননি তিনি। রোহিত বলেন, 'ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচে আমরা ব্যাট ভাল না করলেও, দুরন্তভাবে লড়াইয়ে ফিরে আসি। বোলাররা খুব ভাল বোলিং করে শেষ পর্যন্ত আমাদের লড়াইয়ে রেখেছিল। শেষমেশ আরও একটা উইকেট নিতে পারলে তো ভালই হতো। তবে আমার গোটা ইনিংস জুড়েই ভাল বল করি। সমস্যা হল বোর্ডে যথেষ্ট রানই ছিল না। আরও ৩০ থেকে ৪০ রান যদি করতে পারতাম, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হলেও, হতে পারত। কেএল এবং ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) দলকে সেই দিকে এগিয়েও নিয়ে যাচ্ছিল। কিন্তু মিডল অর্ডারে আমরা একটু বেশিই উইকেট হারিয়ে ফেলে এবং সেখান থেকে ফিরে আসাটা কোনও সময়েই সহজ নয়।'
আরও পড়ুন: বাজপাখির মতো ঝাঁপ দিয়ে দুরন্ত ক্যাচে শাকিবকে ফেরালেন বিরাট, ভাইরাল হল ভিডিও