ঢাকা: আজ বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে (IND vs BAN 1st ODI) শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নেমেছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৬ রানই অল আউট হয়ে যায় ভারতীয় দল। ব্যাট হাতে এদিন বিরাট কোহলি (Virat Kohli) একেবারেই রান করতে পারেননি। মাত্র নয় রানে সাজঘরে ফেরেন ভারতের তারকা ব্যাটার। তবে ব্যাট হাতে রান করতে না পারলেও, ফিল্ডিংয়ের সময় এক অনবদ্য ক্যাচ নিয়ে ফের শিরোনামে বিরাট।
বিরাটের ক্যাচ
বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan) বাংলাদেশ ইনিংসকে বেশ ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে এক অনবদ্য ক্যাচ নিয়ে তাঁকে সাজঘরে ফেরান বিরাট। ২৩তম ওভারের তৃতীয় বলে ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে কভার ড্রাইভ মারে শাকিব। বিরাটের থেকে বলটা বেশ খানিকটা দূরেই ছিল। তবে এক হাতে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে নেন বিরাট। ২৯ রানেই ফিরতে হয় শাকিবকে। বিরাটের অনবদ্য ক্যাচে স্তম্ভিত হয়ে যান শাকিবও। বেশ খানিকটা সময় তিনি ক্রিজেই দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে সাজঘরের দিকে এগিয়ে যান।
শাকিব বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। ভারতীয় দল যদি এই ম্যাচ জিততে সক্ষম হয়, তাহলে অবশ্যই বিরাটের এই ক্যাচের একটা বড় অবদান থাকবে। প্রসঙ্গত, প্রথম ইনিংসে বাংলাদেশ অধিনায়ত লিটন দাসও শাকিবের বলে এক অনবদ্য ক্যাচ ধরে বিরাট কোহলিকে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন। ব্যাটার হিসাবে তো বটেই, শাকিবের ক্যাচ ধরে বিরাট প্রমাণ করে দিলেন ফিল্ডার হিসাবেও কিন্তু তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকেই গেলেন ঋষভ পন্থ