মুম্বই: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দুটো টেস্ট ও এরপর তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২ দল। আর এই টেস্ট সিরিজেই ফের অনেকদিন পর সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। শুধু দেখা যাওয়াই নয়। আসন্ন টেস্ট সিরিজে রেকর্ডের বন্য়াও দেখা যাবে। তার মধ্যে অন্যতম বিরাট কোহলিকে টেক্কা দিতে পারেন হিটম্য়ান।
এখনও পর্যন্ত ভারতের অধিনায়ক হিসেবে এক বছরে সর্বাধিক জয়ের রেকর্ড রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। কোহলির অধিনায়কত্বে ২০১৭ ও ২০১৯ সালে দু বছরেই ৩১টি করে ম্য়াচ ভারত টেস্ট জেতেছিল বিরাট কোহলির নেতৃত্বে। তিনি টেক্কা দিয়েছিলেন মহম্মজ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডকে। এবার বিরাটের সেই রেকর্ডও ভেঙে দিতে পারেন রোহিত। এখনও পর্যন্ত ২০২২ সালে ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ২৮টি ম্য়াচ জিতেছেন। গত বছর রোহিতের নেতৃত্বে ভারত ২৪টি ম্য়াচ জিতেছে। কোহলির রেকর্ড ভাঙা সত্যিই খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখনও শুধু টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্য়ান।
আসন্ন দুটো টেস্টে জিতে কিছুটা ব্যবধান কমাতে পারবেন প্রথমে রোহিত। চেন্নাইয়ে প্রথম টেস্ট ও কানপুরে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট হবে। এছাড়াও ১০টি টেস্ট খেলবে ভারত রোহিতের নেতৃত্বে আগামীতে। এছাড়াও টেস্ট চ্য়াম্পিয়নশিপে এখনও পর্যন্ত এবারে ১৩৪৯ রান করেছেন। রোহিত এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১০৯০ রান করেছেন। বিরাটের থেকে ভারত অধিনায়ক পিছিয়ে ২৬০ রানের ব্যবধানে। এখানেও কোহলিকে টেক্কা দিতে পারেন রোহিত।
কিছুদিন আগেই জনপ্রিয় আম্পায়ার অনিল চৌধুরী জানিয়েছিলেন রোহিত শর্মা অত্যন্ত স্মার্ট অধিনায়ক। মাঠে ভারতের অনেক ম্য়াচেই আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন অনিল চৌধুরী। রোহিতের সঙ্গে মাঠে যে বিভিন্ন মুহূর্ত কাটিয়েছেন, সেই অভিজ্ঞতা থেকেই অনিল চৌধুরী বলছেন, ''রোহিতকে দেখে মনে হয় ও ভীষণ ক্যাজুয়াল। কিন্তু আদতে কিন্তু তেমনটা নয়। ওঁ ভীষণ স্মার্ট ক্রিকেটার। খেলাটা অসম্ভব ভাল বোঝে। ক্রিকেটের আইকিউ দুর্দান্ত।'' এরপরই অনিল চৌধুরী আরও বলেন, ''রোহিত যখন ব্যাটিং করে, তখন দেখলে মনে হয় বোলাররা ১২০ কিমি/ঘণ্টা গতিবেগে বল করছে। অন্য কেউ ব্যাট করলে মনে হয় বোলার ১৬০ কিমি/ঘণ্টা গতিতে বল করছেন।''