নয়াদিল্লি: পাঁচ বছর আগে ভারতকে যে মাঠে টি-২০ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ, নয়াদিল্লির সেই ফিরোজ শাহ কোটলাতেই বুধবার অভিশাপ তাড়া করে বেড়াল নাজমুল হোসেন শান্তদের। টি-২০ সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় বুধবারের ম্যাচ ছিল বাংলাদেশের কাছে মরণ-বাঁচন লড়াই। সেই ম্যাচে ভারতের ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লে পর্যন্ত কিছুটা লড়াই করেছে বাংলাদেশ। তারপরই ম্যাচ থেকে হারিয়ে যায় তারা। ভারতের রানের পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশের ব্যাটিংও। ম্যাচ জেতার জন্য ২২২ রান তাড়া করতে নেমে ১৩৫/৯ স্কোরে আটকে গেল বাংলাদেশ। ৮৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতে টি-২০ সিরিজ জয়ও নিশ্চিত করে ফেললেন সূর্যকুমার যাদবরা।
গ্বালিয়রে প্রথম ম্যাচে ৭ উইকেটে বাংলাদেশকে দুরমুশ করেছিল ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজে এগিয়ে গিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে বুধবার ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে। তবে এদিন নয়াদিল্লিতে দ্বিতীয় ম্যাচেও বড় জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজও ঘরে পুরল ভারত। শেষ ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।
টেস্ট সিরিজের ২ ম্যাচেই বাংলাদেশকে নাস্তনাবুদ করে ট্রফি জিতেছিলেন রোহিত শর্মারা। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-২০ সিরিজও সহজেই জিতে নিল ভারত।
বুধবার টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ভারতের তিন উইকেট দ্রুত তুলে নিয়ে চাপ তৈরি করেছিলেন বাংলাদেশের বোলাররা। টস জিতে প্রথমে ফিল্ডিং করে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে ভারতের তিন উইকেট ফেলে দিয়েছিলেন তাস্কিন আমেদরা। কিন্তু বাংলাদেশ শিবির হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, এরপরই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তাদের শিবিরের ওপর।
ভারতের জার্সিতে কেরিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেললেন নীতীশ রেড্ডি (Nitish Reddy)। মাত্র ১৭ বলে হাফসেঞ্তুরি করলেন। বাংলাদেশের বোলিংকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন। অন্যজন, টি-২০ স্পেশ্যালিস্ট রিঙ্কু সিংহ। নীতীশের সঙ্গে পাল্লা দিয়ে ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন কেকেআর তারকা। দুই তরুণের দাপটে মাত্র ১৮.২ ওভারে দুশো পেরিয়ে যায় ভারত। চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রান যোগ করলেন দুজনে। ৬ নম্বরে নেমে ১৯ বলে ৩২ রান করলেন হার্দিক। ২০ ওভারে ভারত তোলে ২২১/৯। জবাবে ১৩৫/৯ স্কোরে আটকে গেল বাংলাদেশ। ২টি করে উইকেট বরুণ চক্রবর্তী ও নীতীশের। ব্যাটে বলে দাপট দেখিয়ে ম্যাচের সেরা নীতীশই।
আরও পড়ুন: অস্থির সময়ে লন্ডনে নাচের মঞ্চ থেকে সমাজ শোধনের ডাক সৌরভ ঘরনি ডোনার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।