মুম্বই: কাল থেকে গ্বালিয়রে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের (IND vs BAN T20I) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। সেই ম্যাচের ২৪ ঘণ্টাও বাকি নেই। এরই মাঝে ভারতীয় শিবিরে ধাক্কা। সিরিজ় থেকেই ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার। বিসিসিআই শনিবার, ৫ অক্টোবর এক সরকারি বিবৃতিতে জানায় যে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের বিশ ওভারের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন শিবম দুবে (Shivam Dube)। তাঁর পরিবর্তে তিলক বর্মা (Tilak Varma) জাতীয় দলে সুযোগ পেলেন। 


খবর অনুযায়ী মুম্বইয়ে ভারতীয় দলের অনুশীলনের সময়ই দুবের  পিঠের পুরনো ব্যথা বৃদ্ধি পায়। মুম্বই থেকে গ্বালিয়রে চলে আসলেও, সেই ব্যথা বিন্দুমাত্র কমেনি। অনুশীলনের সময়ও ব্যথা অনুভব করেন তিনি। তাই আর কোনওরকম ঝুঁকি নিতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। একেবারে শেষ লগ্নে চোট পেয়েছেন শিবম। হাতে বেশি সময় নেই। বিসিসিআইয়ের তরফে জানানো হয় রবিবার সকালেই তিলক গ্বালিয়রে বাকি টিম ইন্ডিয়া দলের সঙ্গে যোগ দেবেন। তিনি যদি প্রথম টি-টোয়েন্টিতে খেলেন, তাহলে কার্যত বিনা অনুশীলনেই তাঁকে ২২ গজে নামতে হবে। 


 



 


দুবে যেখানে ব্যাটের সঙ্গে বলটাও করতে পারেন, সেখানে তিলক হাত ঘোরালেও, তিনি মূলত ব্যাটিংই করেন। দুবের ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪৪৮ রান করার পাশাপাশি ১১টি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে। সেখানে তরুণ তিলক খেলেছেন ১৬টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ। ২১ বছর বয়সি বাঁ-হাতি ক্রিকেটার মোট ৩৩৬ রান করেছেন। তবে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি চোটের কারণে ছিলেন। তাই দুবের চোটে জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাচ্ছেন তিনি।  


বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের জন্য ভারতীয় দল:-


সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিংহ, ময়ঙ্ক যাদব, তিলক বর্মা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ