নাগপুর: নিজের ওয়ান ডে অভিষেকেই নিজের দক্ষতা প্রমাণ করলেন হর্ষিত রানা (Harshit Rana)। ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান দিলেও, ইনিংসে তিন উইকেট নিলেন রানা। তিনটি সাফল্য পেলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জস বাটলার ও জেকব বেথেলের অর্ধশতরান সত্ত্বেও প্রথম ওয়ান ডেতে (India vs England) ২৪৮ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস।


২৩ বছর বয়সি হর্ষিত রানা এই ম্যাচেই নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন। তারকা বোলার মহম্মদ শামির হাত থেকে ক্যাপ পান তিনি। তরুণ তুর্কির পারফরম্যান্সে কিন্তু শামি আনন্দিতই হবেন। তরুণ হলেও দারুণ পরিপক্কতা দেখান তিনি। তাই তো ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান খরচ করার পরেও তিনি ঘাবড়ে যাননি। বরং সাত ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে তিনি উইকেট নিলেন তিনি। গড়লেন ইতিহাসও। গত বছর পারথে নিজের প্রথম টেস্ট ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-টোয়েন্টিতে কনকাশন সাব হিসাবে নেমে তিনি উইকেট নেন। ওয়ান ডে অভিষেতেও এল তিন উইকেট। প্রথম ভারতীয় বোলার হিসাবে তিন ফর্ম্যাটেই নিজের অভিষেক ইনিংসে তিন উইকেট নিলেন তিনি। 


সব মিলিয়ে ভারতীয় দল নিজেদের বোলিং পারফরম্যান্সে কিন্তু খুশিই হবে। এদিন টস হেরে প্রথম বোলিংয়ে নামে ভারতীয় দল। ইনিংসের একেবারে শুরুতে পাঁচ-ছয় ওভারে ফিল সল্ট ও বেন ডাকেট প্রচুর বাউন্ডারি মারেন। ওপেনিংয়ে ৭৫ রানের পার্টনারশিপও গড়েন তাঁরা। কিন্তু তার পরের ওভারেই ভুল বোঝাবুঝির জেরে শ্রেয়স আইয়ার বাউন্ডারি থেকে দুরন্ত থ্রোয়ে ৪৩ রানে ব্যাট করা সল্টকে ফেরান। পরের ওভারেই ডাকেটের দুরন্ত ক্যাচ ধরে রানাকে প্রথম সাফল্য পেতে সাহায্য করেন যশস্বী জয়সওয়াল। ওই ওভারেই আরও এক সাফল্য পান রানা। এবার তাঁর শিকার ছিল হ্যারি ব্রুক। এরপর পালা ছিল জাডেজার ২০১৩ সালের যেন পুনরাবৃত্তি দেখা গেল। জো রুটকে আর্ম বলে সাজঘরে ফেরান জাডেজা।


জস বাটলার জেকব বেথেল ইংল্যান্ড ইনিংসের হাল ধরে দলকে এগিয়ে নিয়ে যান। বাটলার অর্ধশতরানও পূরণ করেন। তাঁকে ৫২ রানে আউট করেন অক্ষর পটেল। তবে বেথেল লড়াই চালিয়ে যান। বেথেল স্যুইপ, রিভার্স স্যুইপ মেরে ৫১ রান করেন। তিনিও আউট হন অর্ধশতরান করে। তাঁকে আউট করেন রবীন্দ্র জাডেজা। এই নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে ৪১তম উইকেটটি নিলেন জাডেজা। ভারত-ইংল্যান্ডের ৫০ ওভারের দ্বৈরথে তিনিই বর্তমানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।


দু'শোর গণ্ডি পার করতে করতেই আট উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। শেষমেশ জোফ্রা আর্চারের অপরাজিত ২১ রানের ইনিংসে ইংল্যান্ড ২৫০ রানের কাছাকাছি পৌঁছয়। তবে ২৫০-র গণ্ডি পার করার আগেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 


আরও পড়ুন: যে কোনও দলের হয়ে খেলতে রাজি, কেবল এক আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চাননি ঋষভ পন্থ!