কটক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে দাপুটে মেজাজে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ান ডেতেও সেই দাপট দেখা গেল। বল হাতে রবীন্দ্র জাডেজার তিন উইকেটের পর ব্যাট হাতে বহুদিন পর দেখা গেল রোহিত শর্মাকে (Rohit Sharma)। শুভমন গিলের সঙ্গে দুরন্ত ওপেনিং পার্টনারশিপ গড়লেন। কেরিয়ারের ৩২তম ওয়ান ডে সেঞ্চুরিও হাঁকালেন। সেই ইনিংসে ভর করেই ৩৩ বল বাকি দ্বিতীয় ওয়ান ডে (IND vs ENG 2nd ODI) তথা সিরিজ় জিতে নিল টিম ইন্ডিয়া। চার উইকেটে ম্যাচ জিতল ভারত।
সাম্প্রতিক সময়ে রোহিতের ফর্ম নিয়ে এবং ভারতীয় একাদশে তাঁর জায়গা নিয়েও বিভিন্ন মহল থেকে বেশ সমালোচনা শোনা যাচ্ছিল। এদিন ব্যাট হাতেই সেইসব সমালোচনার জবাব দিলেন রোহিত। ভারতীয় ব্যাটিং ইনিংসের একেবারে শুরু থেকেই অনবদ্য ফর্মে দেখা যায় রোহিতকে। মাত্র ৩০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। এরপরেই স্টেডিয়ামের একটি বাতিস্তম্ভ নিভে যাওয়ায় প্রায় ৩০ মিনিট মতো খেলা বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে সচরাচর সেট ব্যাটারদের ছন্দ ব্যাহত হয়। তবে রোহিতের ক্ষেত্রে এদিন তেমন কোনও সমস্যাই হয়নি।
গত অগাস্টের পর প্রথমবার তিনি অর্ধশতরানের গণ্ডি পার করলেন। তবে সেখানেই থামেননি তিনি। কেরিয়ারের ৩২তম ওয়ান ডে সেঞ্চুরিটিও আসে তাঁর ব্যাট থেকে। আদিল রশিদের বলে স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে ছয় মেরে শতরান পূরণ করেন তিনি। ভারতীয় অধিনায়ক ১১৯ রানের ইনিংস খেলে আউট হন। তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিল ৬০ রানের ইনিংস খেলেন। ১৩৬ রানের ওপেনিং পার্টনারশিপ পর টিম ইন্ডিয়ার কাজ খানিকটা সহজ হয়ে যায়। তবে দুই ওপেনার ভাল খেললেও এদিন বড় রান পেলেন না কোহলি। তাঁর সংগ্রহ মাত্র পাঁচ রান।
ভাল শুরুর পর প্রয়োজন ছিল মর্ডাল অর্ডারের ব্যাটারদের অবদানের। গত ম্যাচের মতোই এদিনও শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেল ঠিক সেই কাজটাই করে দেখান। শ্রেয়স রোহিতের সঙ্গে ৭০ রানের পার্টনারশিপ গড়েন। তবে হাফসেঞ্চুরির আগে ভুল বোঝাবুঝির জেরে ৪৪ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। অক্ষর অবশ্য শেষ অবধি টিকে থাকেন। তাঁর সংগ্রহ ৪১ রান। রাহুল ও হার্দিক অল্প রানে ফিরলেও, অক্ষর পরিপক্ক ইনিংসে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন।
প্রথম ইনিংস
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এদিন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভারতীয় একাদশে চোট সারিয়ে ফিরেছেন বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে বিরাট ফিরে এসেছেন একাদশে। অন্য়দিকে, বরুণ চক্রবর্তীর এদিন ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক হল। কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওপেনিংয়ে নেমেছিলেন ইংল্য়ান্ডের বেন ডাকেট ও ফিল সল্ট। আগের ম্য়াচে রান পাননি। কিন্তু এদিন ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। ১০.৫ ওভারেই বোর্ডে ৮১ রান তুলে নেয় ইংল্য়ান্ড। এরপরই প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন বরুণ চক্রবর্তী। বল হাতেও এদিন খুব একটা খারাপ পারফর্ম করলেন না ১০ ওভারের স্পেলে ৫৪ রান খরচ করে ১ উইকেট তুলে নেন তিনি। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে বেন ডাকেট ১০টি বাউন্ডারির সঙ্গে ৫৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন।
অন্য়দিকে, তারকা ব্রিটিশ ব্যাটার জো রুট ফের একবার তাঁর প্রয়োজনীয়তা বোঝালেন। ৭২ বলে ৬৯ রানের ইনিংস খেলেন রুট। বাটলার ৩৪ রান করেন। এদিন বিধ্বংসী মেজাজ দেখা গেল না তাঁর। তবে স্লগ ওভারে ৩২ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। ২টো বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে নেমে আদিল রশিদ ৫ বলে ১৪ রান করেন। মহম্মদ শামিকে এক ওভারে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ইংল্য়ান্ডের স্কোর তিনশোর গণ্ডি পার করিয়ে দেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষিত রানা, মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্য ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: স্বপ্নপূরণ, কটকে তরুণ বলবয়দের সঙ্গে হাত মেলালেন বিরাট কোহলি, ভাইরাল হল ভিডিও