ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে গতকাল দুই সেশন কড়া লড়াই চালান কেএল রাহুল (KL Rahul) ও শুভমন গিল (Shubman Gill)। খাতা খোলার আগেই দুই উইকেট পড়ার পর তাঁদের লড়াইয়ে ভারতীয় দল ম্যাচে ফেরার আশা করছিল। সেই লক্ষ্য বাস্তবায়িত করার জন্য পঞ্চম দিনের প্রথম সেশনেও বেশ খানিকটা সময় তাঁরা ব্যাট করলে ভালই হত। তবে তা সম্ভব হল না। দিনের শুরুর দিকেই ফিরলেন কেএল রাহুল এবং সেশনের একবারে শেষবেলায় আউট হলেন শুভমন গিল। গোটা সেশনে ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান যোগ করল ভারত। এখনও টিম ইন্ডিয়া ৮৮ রানে পিছিয়ে রয়েছে। ভারতীয় দলের বর্তমান স্কোর ২২৩/৪। 

ভারতীয় দল ১৭৪ রানে দুই উইকেট থেকে দিন শুরু করে। রাহুল ও গিল উভয়েই শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে রাহুলের শতরানের দোরগোড়ায় সাজঘরে ফেরেন। ইংল্যান্ড অধিনায়ক পেশির চোটের জন্য গতকাল বলই করেননি। তবে আজকে তিনি বল করেন। আর ইংল্যান্ড অধিনায়কই দলকে সাফল্য় এনে দেন। ৯০ রানে তিনি সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে গিল ও রাহুলের ১৮৮ রানের দুরন্ত পার্টনারশিপ ভাঙে। 

রাহুল আউট হওয়ার পরেই সম্ভবত পাঁচ নম্বরে ঋষভ পন্থ ব্যাটিংয়ে নামেন। গতকাল দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছিলেন ঋষভ পন্থ আজ ব্যাটিং করবেন। পাঁচে ভারতের হয়ে আজ এক বাঁ-হাতিই ব্যাটিংয়ে নামেন। তবে তিনি পন্থ নন, ওয়াশিংটন সুন্দর। তারকা অলরাউন্ডারকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয়। তিনি নেমে বেশ দেখেশুনেই ব্যাটিং করেন। গিলও বেশ রক্ষণাত্মক ভঙ্গিমাতেই ব্যাটিং করেন। ধীরে ধীরে ভারতীয় দল দুইশো রানের গণ্ডিও পার করে ফেলে।  

শুভমন গিল ইনিংসের ৮৩তম ওভারে চলতি সিরিজ়ে নিজের তৃতীয় শতরান পূরণ করেন। লাঞ্চের দিকে এগোচ্ছিল খেলা। তবে এমন সময়ই একাগ্রতা ভঙ্গ হয় গিলের। আর্চারের বলে খোঁচা দিয়ে ১০৩ রানে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক। ঠিক পরের বলেই রবীন্দ্র জাডেজা আপার কাট মারতে ।যান। জো রুট লাফিয়ে বল নাগালে পেয়ে গেলেও ভারতীয় দলের সৌভাগ্যবশত তিনি তা তালুবন্দি করতে পারেননি। জীবনদান জাডেজা। শূন্য রানে অপরাজিত থেকেই লাঞ্চে সাজঘরে ফেরেন জাডেজা। ওয়াশিংটন সুন্দর ২১ রানে অপরাজিত রয়েছেন। ভারতীয় দলের ড্রয়ের আশা বজায় রাখতে লাঞ্চের পরে এই দুই ব্যাটারকে কিন্তু বড় রানের পার্টনারশিপ গড়তে হবে।