India vs England Live: চাপের মুখে গিল ও রাহুলের দুরন্ত পাল্টা লড়াই, ১৩৭ রানে পিছিয়ে দিনশেষ করল ভারত
India vs England: চতুর্থ টেস্টের তৃতীয় দিনশেষে ইংল্যান্ড ভারতের থেকে ১৮৬ রানে এগিয়ে রয়েছে। ইংরেজদের হাতে এখনও তিন উইকেট রয়েছে।
ABP Ananda Last Updated: 26 Jul 2025 11:24 PM
প্রেক্ষাপট
ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনিতেই পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল। তার ওপর এবার ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টেও (IND vs ENG 4th Test) কিন্তু হারের শঙ্কা ভারতীয় শিবিরে।...More
ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনিতেই পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল। তার ওপর এবার ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টেও (IND vs ENG 4th Test) কিন্তু হারের শঙ্কা ভারতীয় শিবিরে। তার অন্যতম কারণ তৃতীয় দিনে ইংল্য়ান্ড ব্যাটারদের একচ্ছত্র আধিপত্য। জো রুটের দুরন্ত সেঞ্চুরি, ওলি পোপ ও বেন স্টোকসের অর্ধশতরান। প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ৫৪৪ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ভারতের থেকে প্রথম ইনিংসে ১৮৬ রানে এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২২৫ রান বোর্ডে তুলেছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে তাঁরা বোর্ডে যোগ করল আরও ৩১৯ রান। ভারতীয় বোলারদের সাফল্য বলতে ৫ উইকেট সারাদিনে। যা সত্যিই চিন্তায় ফেলবে গম্ভীর ও তাঁর কোচিং স্টাফদেরও। যে অংশুল কম্বোজকে চতুর্থ টেস্টে তুরুপের তাস মনে করা হচ্ছিল তিনি ১৮ ওভারের স্পেলে ৮৯ রান খরচ করে মাত্র ১ উইকেটই নিতে পেরেছেন। শুক্রবার কোনও উইকেটই ফেলতে পারেননি কম্বোজ। অলরাউন্ডার শার্দুল ঠাকুর ১১ ওভারে ৫৫ রান খরচ করে কোনও উইকেট পাননি। বুমরা ও সিরাজের ঝুলিতে মাত্র ১ টি করে উইকেট। একটি বিষয় পরিষ্কার বুমরা না খেললে এই দলের বোলিং লাইন আপ চলতি সিরিজে সত্যিই খুবর দুর্বল। যার সুযোগ নিয়ে গোটা দিনে ইচ্ছেমত বোর্ডে রান তুলে গেলেন জো রুট, অলি পোপ, বেন স্টোকসরা। প্রথম জন সেঞ্চুরি হাঁকালেন, রেকর্ড গড়লেন। পরের দু জন এদিন অর্ধশতরান হাঁকালেন। রুট ১৫০ রানের ঝকঝকে ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। দলকে রানের পাহাড়ে তুলে দিয়ে। কেরিয়ারের ৩৮ তম শতরান হাঁকান তিনি। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক সেঞ্চুরি করার মালিকও এখন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। ১২ তম শতরান এল তাঁর ব্য়াট থেকে সচিনের দেশের বিরুদ্ধে। আর সেই সচিনের পরই টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিকও এখন রুটই। টপকে গেলেন পন্টিং, দ্রাবিড়, কালিসের মত কিংবদন্তিদের। রুট ফিরলে স্টোকস দায়িত্ব নিলেন দলকে টানার। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৭৭ রানে। তাঁর সঙ্গী আট বছর পর টেস্টে ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামা লিয়াম ডওসন। ২১ রানে অপরাজিত রয়েছেন ডওসন। আর যত রানই বোর্ডে তুলবে চতুর্থ দিনে ইংল্যান্ড, ততই কিন্তু চাপ বাড়াবে গিলদের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ENG vs IND Live Updates: টানটান চতুর্থ দিনের খেলাশেষ
প্রথম সেশনে দুই উইকেট পড়লেও দিনের পরের দুই সেশনে কোনও উইকেটই হারাল না ভারত। দিনশেষে ভারতের স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৭৪ রান। ভারতের হয়ে রাহুল ৮৭ ও গিল আপাতত ৭৮ রানে অপরাজিত রয়েছেন।