India vs England Live: চাপের মুখে গিল ও রাহুলের দুরন্ত পাল্টা লড়াই, ১৩৭ রানে পিছিয়ে দিনশেষ করল ভারত

India vs England: চতুর্থ টেস্টের তৃতীয় দিনশেষে ইংল্যান্ড ভারতের থেকে ১৮৬ রানে এগিয়ে রয়েছে। ইংরেজদের হাতে এখনও তিন উইকেট রয়েছে।

ABP Ananda Last Updated: 26 Jul 2025 11:24 PM

প্রেক্ষাপট

ম্যাঞ্চেস্টার:  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমনিতেই পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল। তার ওপর এবার ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টেও (IND vs ENG 4th Test) কিন্তু হারের শঙ্কা ভারতীয় শিবিরে।...More

ENG vs IND Live Updates: টানটান চতুর্থ দিনের খেলাশেষ

প্রথম সেশনে দুই উইকেট পড়লেও দিনের পরের দুই সেশনে কোনও উইকেটই হারাল না ভারত। দিনশেষে ভারতের স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৭৪ রান। ভারতের হয়ে রাহুল ৮৭ ও গিল আপাতত ৭৮ রানে অপরাজিত রয়েছেন।