ম্যাঞ্চেস্টার: আর কয়েক ঘণ্টা পরেই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test)। সেই ম্যাচের আগেই অশনি সংকেত। ম্যাচের আগের দিন ম্যাঞ্চেস্টারে একেবারে ঝমঝমিয়ে নামল বৃষ্টি, ঢাকা পড়ল পিচ।

 ম্যাঞ্চেস্টারে ম্যাচের আগে বৃষ্টির না না ছবি ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাধ্য হয়ে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ড, উভয় দলই কিন্তু ইন্ডোরে নিজেদের অনুশীলন সারে। এরপরেই সমর্থকদের মনে আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি ম্যাচের সময়ও বৃষ্টি হবে? বিঘ্ন হবে খেলা? পূর্বাভাস কিন্তু খুব একটা ইতিবাচক নয়। ম্যাচের প্রথম দুই দিনই ম্যাঞ্চেস্টারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

AccuWeather-র রিপোর্ট অনুযায়ী ম্যাঞ্চেস্টারে ম্যাচের প্রথম দিন ৬৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১৪ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। দ্বিতীয় দিন তো বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বৃহস্পতিবার, ম্যাঞ্চেস্টারে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। তাপমাত্রা ১২ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস। বৃষ্টি তো বটেই এই তাপমাত্রাও ভারতের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হতে চলেছে। আগের ম্যাচে লন্ডনের ৩০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ও সম্ভাব্য লুর পরেই বেশ ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশে শুভমন গিলদের মানিয়ে নিতে হবে।     

ম্যাচের তৃতীয় বা চতুর্থ দিনে অবশ্য পরিবেশ উন্নত হওয়ার সম্ভাবনা। মাত্র সাত থেকে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পঞ্চম দিনে আবার ৪০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচে এই পরিমাণ বৃষ্টির ফলে যদি ওভার কমে, তা স্বাভাবিকভাবেই ম্যাচে ফলাফল বের হওয়ার আশাও কমবে। আপাতত যেহেতু ভারত ১-২ সিরিজ়ে পিছিয়ে রয়েছে তাই ম্যাচে ইতিবাচক ফলাফল না হলে গিলদেরই চাপটা যে বাড়বে, তা বলাই বাহুল্য। তাঁদের সিরিজ় জয়ের আশাও শেষ হয়ে যাবে।   

এই ম্যাচের আগেরদিনই সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় অধিনায়ক শুভমন গিল একদিকে যেমন আকাশ দীপের চতুর্থ টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানান, তেমনই অংশুল কম্বোজের অভিষেকের পূর্বাভাসও দিয়ে গেলেন। 'আমরা যথেষ্ট পরিমাণে অংশুলের খেলা দেখেছে। ওর যে দক্ষতাটা রয়েছে, আমরা ঠিক সেটাই চাইছি। আমরা বিশ্বাস করি ও আমাদের ম্যাচ জেতাতে পারে। একাদশে খেলা যে কেউ আমাদের ম্যাচ উইনার হয়ে উঠতে পারে বলে আমার বিশ্বাস। অংশুল কম্বোজ কিন্তু নিজের অভিষেক ঘটানোর খুব কাছে। আমরা কাল সকালে ভেবেচিন্তে অংশুল ও প্রসিদ্ধের মধ্যে কাকে খেলানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।' জানান গিল।