ম্যাঞ্চেস্টার: গতকাল ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) প্রথম দিন ক্রিস ওকসের বিরুদ্ধে রিভার্স স্যুইপ মারতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি তিনি। তাঁর পায়ের পাতায় সোজা গিয়ে বল লাগে। আম্পায়ার তাঁকে নট আউট দিলেও ব্যাথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন পন্থ। তারপর থেকেই তাঁর বাকি ম্যাচ এমনকী সিরিজ়ে খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে পন্থ ব্যাটিংয়ে নামলেন।
গতকালই চোট লাগার পরেই পন্থের পা একেবারে ফুলে ঢোল হয়ে যায়। কোনওরকমে অ্যাম্বুলেসে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁকে পায়ের স্ক্যান করাতেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পন্থের পায়ের হাড়ে চিড় ধরেছে বলেই খবর। তিনি সিরিজ়ে আর খেলতে পারবেন না বলেও খবর। তবে শার্দুল ঠাকুর আউট হতেই, এই অবস্থাতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনওরকমে ব্যাটিংয়ে নামলেন ভারতের তারকা কিপার-ব্যাটার। তিনি ব্যাট নামতেই গ্যালারি জুড়ে উঠল উচ্ছ্বাসের ঢেউ। করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানালেন ওল্ড ট্রাফোর্ডে উপস্থিত সমর্থকরা।
তিনি একেবারে ঠিকভাবে হাঁটতে পারছেন না, তা ব্যাটিং করতে নামার সময়ই পন্থকে দেখেই বোঝা যায়। তিনি সিঁড়ি দিয়ে নামার সময়ও কোনওরকমে রেলিংয়ে ভর দিয়ে আস্তে আস্তে নামেন। তিনি যাতে মাঠে নামতে পারেন, টাইমড আউট না হন, সেই কারণে শার্দুলও খানিকটা বেশি সময় মাঠের মধ্যে উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতেও দলের প্রতি পন্থের দায়বদ্ধতা সকলেরই প্রশংসা কুড়িয়ে নেয়।
অবশ্য বিসিসিআইয়ের তরফে দিনের শুরুতেই জানানো হয়েছিল পন্থ বাকি টেস্টে আর কিপিং করতে পারবেন না, তবে প্রয়োজনে ব্যাটিং করবেন। বিসিসিআই এক বিবৃতিতে জানায়, 'ঋষভ পন্থ ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ডান পায়ের পাতায় চোট পেয়েছিলেন। তিনি বাকি ম্যাচে আর কিপিং করতে পারবেন না। ধ্রুব জুরেল কিপিংয়ের দায়িত্ব পালন করবেন। তবে ওঁর চোট লাগা সত্ত্বেও দ্বিতীয় দিনে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং দলের প্রয়োজনে ব্যাটিং করার জন্য উপলব্ধও বটে।'
এবার দেখার বিষয় পন্থ এই পরিস্থিতিতে আর কত রান যোগ করতে পারেন।