লন্ডন: ওভাল টেস্টে (IND vs ENG 5th Test) ইংল্যান্ডের প্রথম ইনিংসে হ্যারি ব্রুককে মহম্মদ সিরাজ ৫৩ রানে সাজঘরে ফেরাতেই ইংল্যান্ড ইনিংস সমাপ্ত হয়ে যায়। বোর্ডে অবশ্য তখনও কিন্তু ইংল্যান্ডের দশ না, বরং নয় উইকেটই দেখাচ্ছিল। তাহলে নয় উইকেটই কেন ইংল্যান্ডের ইনিংস শেষ হল? কারণ ক্রিস ওকস।

প্রথম দিনের একেবারে শেষ লগ্নে করুণ নায়ারের মারা এক শট আটকাতে গিয়ে বাউন্ডারিতে ডাইভ মারেন। তারপরে সঙ্গে সঙ্গেই কাঁধ ধরে অসম্ভব যন্ত্রণায় বাউন্ডারি লাইনেই শুয়ে পড়েন ক্রিস ওকস (Chris Woakes)। প্রাথমিকভাবে দেখেই মনে হচ্ছিল ইংল্যান্ড অলরাউন্ডারের চোট খুব একটা ভাল নয়। গতকাল ম্য়াচশেষেও গাস অ্যাটকিনসন জানিয়েছিলেন ওকসের চোট খুব একটা ভাল মনে হচ্ছে না। শেষমেশ আশঙ্কাই সত্যি হল। ম্যাচ থেকে ছিটকেই গেলেন ওকস।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয় ওকস তাঁর কাঁধে চোট পেয়েছেন এবং বাকি ম্যাচে তিনি আর অংশ নিতে পারবেন না। সিরিজ় শেষে ওকসের চোট কতটা গুরুতর সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইসিবির তরফে জানানো হয়।

 

 

এই ম্যাচে এমনিই দলের অধিনায়ক বেন স্টোকসকে ছাড়াই মাঠে নেমেছে ইংল্যান্ড। গত ম্যাচে স্টোকস কাঁধে চোট পাওয়ায় তিনি ম্যাচে নামতেই পারেননি। তাঁক বদলে অলি পোপ ইংল্যান্ডের হয়ে এই ম্য়াচে অধিনায়কত্ব করছেন। এরপরে আরেক অলরাউন্ডার ওকসও ছিটকে যাওয়া নিঃসন্দেহেই ইংরেজ দলের জন্য বড় ধাক্কা। 

প্রসঙ্গত, ওভালে জ্যাক ক্রলি ও বেন ডাকেট, ইংল্যান্ডের দুই ওপেনার যেমনভাবে শুরুটা করেছিলেন, তাতে ভারতীয় সমর্থকদের উদ্বেগ অনেকটাই বেড়ে গিয়েছিল। বিনা উইকেটেই ইংল্যান্ড যখন শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, তখন হয়তোই কেউ ভেবেছিলেন যে ইংল্যান্ড ২৫০ রানের গণ্ডিও পার করতে পারবে না। তবে তেমনটাই হল। ২৪৭ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। চারটি করে উইকেট নিলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। দুই ইংরেজ ওপেনারের দুরন্ত শুরু পর মিডল অর্ডারে কেবল হ্যারি ব্রুকই রান পেলেন। তাঁর সংগ্রহ ৫৩।  তবে ইংল্যান্ডের হয়ে ক্রলি সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেন। ডাকেটের সংগ্রহ ৪৩।