IND vs ENG 5th Test Live: ব্যাট হাতে লড়াই কুলদীপ-বুমরার, ইংল্যান্ডের চেয়ে ২৫৫ রানে এগিয়ে গেল ভারত
IND vs ENG 5th Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারতের স্কোর ৪৭৩/৮।
কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা অবিচ্ছেদ্য নবম উইকেটে ৪৫ রান যোগ করে ফেলেছেন। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত দুজনই। ৫৫ বলে ২৭ রান কুলদীপের। বুমরা ব্যাট হাতে ৫৫ বলে ১৯ রান করে ক্রিজে। শুক্রবার খেলার শেষে ভারতের প্রথম ইনিংসের স্কোর ৪৭৩/৮। ২৫৫ রানের বিশাল লিড নিয়েছে টিম ইন্ডিয়া।
৮ উইকেট হারিয়ে ৪৭২ রান বোর্ডে তুলল ভারত। ইংল্যান্ডের চেয়ে ২৫৪ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ক্রিজে কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।
৪৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। আট উইকেট হারিয়ে ৪৫০ রানের গণ্ডি পার করল টিম ইন্ডিয়া। ক্রিজে টিম ইন্ডিয়ার হয়ে যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব। যশপ্রীত ছয় ও কুলদীপ ১৭ রানে ব্যাটল করছেন।
তৃতীয় সাফল্য পেলেন বশির। এবার তাঁর শিকার ধ্রুব জুরেল। ১৫ রানে আউট হল ভারতের কিপার-ব্যাটার। ৪২৭ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত।
চারশো রানের গণ্ডি পার করে ফেলল ভারত। তবে তারপরেই উইকেট হারাল টিম ইন্ডিয়া। নিজের অভিষেক টেস্ট ইনিংসেই অর্ধশতরানও হাঁকিয়ে ফিরলেন তিনি। ৯২ ওভার শেষে ভারতের স্কোর ৪০৩/৫। পাড়িক্কাল ৬৫ রান করে ফিরলেন তিনি। শোয়েব বশির ইংল্যান্ডকে পঞ্চম সাফল্য এনে দিলেন।
চা বিরতির পর প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন সরফরাজ খান। তাঁর সংগ্রহ ৫৬ রান।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে নজর কাড়ল তারুণ্য। চার রানের ব্যবধানে দুই সেঞ্চুরিয়ানকে হারানোর পর ইতিমধ্যেই তৃতীয় উইকেটে ৯৭ রান যোগ করে ফেলেছেন সরফরাজ খান ও দেবদত্ত পাড়িক্কাল। সরফরাজ ৫৬ ও পাড়িক্কাল ৪৪ রানে ব্যাট করছেন। চা বিরতিতে ভারতের স্কোর ৩৭৬/৩।
মাত্র ৫৫ বলে নিজের তৃতীয় অর্ধশতরান হাঁকিয়ে ফেললেন সরফরাজ খান। তাঁর ও পাড়িক্কালের ব্য়াটিং দৌরাত্ম্যে ভারতের লিড ১৫০ রানের দোরগোড়ায়। ৮১ ওভার শেষে ভারতের স্কোর ৩৬৬/৩।
চার রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারানোর পর দেবদত্ত ও সরফরাজ ভারতের ইনিংসকে স্থিরতা প্রদান করেছে। দুইজনে ইতিমধ্যেই অর্ধশতরান যোগ করে ফেলেছেন। ৭৬ বলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন দুইজনে। ৭৬ ওভার শেষে ভারতের স্কোর ৩৩৭/৩। সরফরাজ ২৭ ও পাড়িক্কাল ৩৪ রানে ব্যাট করছেন।
তিন উইকেট হারিয়ে তিনশো রানের গণ্ডি পার করল ভারত। ক্রিজে দুই তরুণ তুর্কি সরফরাজ খান ও দেবদত্ত পাড়িক্কাল উপস্থিত রয়েছেন। সরফরাজের সংগ্রহ সাত, পাড়িক্কাল ৩০ রানে ব্যাট করছেন। ৬৯ ওভার শেষে ভারতের স্কোর ৩১৩/৩।
রোহিতের পর ক্রিজে শুভমন গিলও বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। ১১০ রান তাঁকে ফেরালেন অ্যান্ডারসন। ৬৫ ওভার শেষে ভারতের স্কোর ২৯০/৩।
গোটা সিরিজ় জুড়েই বেন স্টোকস কবে বোলিং করবে, সেই নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে বল হাতে তুলে নিলেন স্টোকস। আর বল হাতে নিয়েই সাফল্য এনে দিলেন তিনি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেট ভেঙে দিলেন তিনি। ১০৩ রানে আউট হলেন রোহিত।
দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ভারত ৪৬ রানে এগিয়ে। এক উইকেটের বিনিময়ে ভারতের স্কোর ২৬৪ রান। গিল ১০১ ও রোহিত ১০২ রানে অপরাজিত রয়েছেন। দুইজনে মিলে ইতিমধ্যেই ১৬০ রান যোগ করে ফেলেছেন।
একই ওভারে চার মেরে নিজের কেরিয়ারের চতুর্থ ও সিরিজ়ের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করলেন শুভমন গিল। ১৩৭ বল লাগে তাঁর।
১৫৪ বলে নিজের কেরিয়ারের ১২তম টেস্ট শতরান হাঁকালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
শুভমন গিল ও রোহিতে শর্মার ব্যাটিং দৌরাত্ম্য অব্যাহত। দুই তারকাই নিজেদের শতরানের দিকে অগ্রসর। রোহিত ৮৯ ও শুভমন গিল ৮১ রানে ব্যাট করছেন। ৫১ ওভার শেষে ভারতের স্কোর ২৩১/১।
ব্যাট হাতে ভারতীয় টপ অর্ডারের দাপট অব্যাহত। যশস্বী, রোহিতের পর এবার অর্ধশতরান হাঁকালেন শুভমন গিল। তাও মাত্র ৬৪ বলে। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ১৮৬/১।
এক উইকেটেই ১৫০ রানের গণ্ডি পার করে ফেলেছে ভারত। শুরু থেকেই আগ্রাসী মেজাজে রোহিত এবং শুভমন। ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ১৬১/১। রোহিত ৫৭ ও শুভমন ৩৭ রানে ব্যাট করছেন।
এক উইকেটের বিনিময়ে ১৩৫ রান থেকে দিনের খেলা শুরু করবে ভারত। বর্তমানে রোহিত ৫৭ ও শুভমন গিল ২৬ রানে অপরাজিত রয়েছেন। ভারত পিছিয়ে ৮৩ রানে।
প্রেক্ষাপট
ধর্মশালা:
দিনের শুরুতে স্পিনারদের ভেল্কি। শেষ বেলায় ব্যাটারদের শাসন। ধর্মশালায় (Dharamshala) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনই সুবিধাজনক জায়গায় ভারত (India vs England)। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তোলা ২১৮ রানের জবাবে দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১। বেন স্টোকসদের চেয়ে মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ইংরেজ ওপেনারেরা শুরুটা করেছিলেন ভাল। ১৭ ওভারে ৬৪ রান যোগ করেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তবে ইংরেজ শিবিরে প্রথম ধাক্কাটা দেন কুলদীপ যাদব। বেন ডাকেটকে তুলে নেন তিনি। ৫৮ বলে ২৭ রান করে ফেরেন ডাকেট। দুরন্ত ক্যাচ নেন শুভমন গিল। টেস্টের আগেই ভারতীয় শিবিরকে খোঁচা দিয়েছিলেন ডাকেট। বলেছিলেন, যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বাজ়বল দর্শন অনুসরণ করেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন। চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছিলেন রোহিত শর্মা। বলেছিলেন, ডাকেট সম্ভবত ঋষভ পন্থের খেলা দেখেননি। এদিন ভারতীয় বোলাররা ডাকেটকে সহজাত ব্যাটিং করতেই দেননি।
ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেন মূলত কুলদীপই। ইংল্যান্ডের প্রথম ৬ উইকেটের মধ্যে পাঁচটিই নেন চায়নাম্যান স্পিনার। শততম টেস্ট খেলতে নেমে আর অশ্বিন চারটি উইকেট নেন। রবীন্দ্র জাডেজার ঝুলিতে এক উইকেট। ৫৭.৪ ওভারে মাত্র ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি সর্বোচ্চ ৭৯ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন যশস্বী জয়সওয়াল। ইংরেজ স্পিনার শোয়েব বশিরের এক ওভারে তিনটি ছক্কা মারেন বাঁহাতি ব্যাটার। ৫৮ বলে ৫৭ রান করে ফেরেন যশস্বী। বশিরকে স্টেপ আউট করে ওড়াতে গিয়ে। চলতি সিরিজে সাতশোর বেশি রান হয়ে গিয়েছে যশস্বীর।
তবে যশস্বী ফিরলেও, ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। তিনিও সহজাত মেজাজে হাফসেঞ্চুরি করেছেন। ৫২ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গে ২৬ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সব মিলিয়ে ৩০ ওভারে ১৩৫/১ তুলে ফেলেছে ভারত। ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -