IND vs ENG 5th Test Live: ব্যাট হাতে লড়াই কুলদীপ-বুমরার, ইংল্যান্ডের চেয়ে ২৫৫ রানে এগিয়ে গেল ভারত

IND vs ENG 5th Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারতের স্কোর ৪৭৩/৮।

ABP Ananda Last Updated: 08 Mar 2024 05:23 PM

প্রেক্ষাপট

ধর্মশালা:দিনের শুরুতে স্পিনারদের ভেল্কি। শেষ বেলায় ব্যাটারদের শাসন। ধর্মশালায় (Dharamshala) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনই সুবিধাজনক জায়গায় ভারত (India vs England)। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তোলা ২১৮ রানের জবাবে দিনের...More

Ind vs Eng Live Score: ভারতের প্রথম ইনিংসের স্কোর ৪৭৩/৮

কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা অবিচ্ছেদ্য নবম উইকেটে ৪৫ রান যোগ করে ফেলেছেন। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত দুজনই। ৫৫ বলে ২৭ রান কুলদীপের। বুমরা ব্যাট হাতে ৫৫ বলে ১৯ রান করে ক্রিজে। শুক্রবার খেলার শেষে ভারতের প্রথম ইনিংসের স্কোর ৪৭৩/৮। ২৫৫ রানের বিশাল লিড নিয়েছে টিম ইন্ডিয়া।