IND vs ENG 5th Test Score Live: যশস্বীর পর হাফসেঞ্চুরি রোহিতেরও, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১
India vs England 5th Test: প্রথম দিনের শেষে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে রয়েছে ভারত। রোহিতদের হাতে রয়েছে ৯ উইকেট।
ধর্মশালায় প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১। মাত্র ৩০ ওভারে উঠেছে এই রান। ওভার প্রতি ৪.৫০ করে রান তুলেছে ভারত। ৫৭ রান করে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। ৫২ রানে অপরাজিত রোহিত শর্মা। ২৬ রান করে ক্রিজে রয়েছেন শুভমন গিল। ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত।
বশিরের বলে পরপর দুটি বাউন্ডারি মারার পর স্টাম্পড আউট হয়ে গেলেন যশস্বী। ৫৮ বলে ৫৭ রান করে ফিরলেন। ২১ ওভারের শেষে ভারতের স্কোর ১০৪/১। ৪৭ রানে ক্রিজে রোহিত শর্মা। সঙ্গে শুভমন গিল।
কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৭৪ রান যোগ করে ফেলল ভারত। সব মিলিয়ে ১৪৪ রানে পিছিয়ে রয়েছে ভারত। ক্রিজে রোহিত শর্মা ৪০ রানে ও যশস্বী জয়সওয়াল ৩৪ রানে ব্যাট করছেন।
অ্যান্ডারসনের বলে রোহিত শর্মাকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার। ডিআরএস নিয়ে রক্ষা রোহিতের। বল তাঁর প্যাডে লেগেছিল। শোয়েব বশিরের এক ওভারে ছক্কার হ্যাটট্রিক যশস্বী জয়সওয়ালের। ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৪৪/০।
তিন ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ছয় রান। যশস্বী জয়সওয়াল দুই ও রোহিত শর্মা চার রানে ব্যাট করছেন।
শততম টেস্টে চার উইকেট নিলেন অশ্বিন। জেমস অ্যান্ডারসন শূন্য রানে আউট হওয়ায় ২১৮ রানেই শেষ হল ইংল্যান্ডের ইনিংস।
নবম উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। বেন ফোকসকে ২৪ রানে ফিরিয়ে তৃতীয় সাফল্য পেলেন আর অশ্বিন।
আট উইকেট হারিয়ে দু'শো রানের গণ্ডি পার করল ইংল্যান্ড। থ্রি লায়ান্সের হয়ে লড়ছেন বেন ফোকস। তাঁর সংগ্রহ ১৯ রান। শোয়েব বশির ছয় রানে ব্যাট করছেন। ৫৬ ওভার শেষে ভারতের স্কোর ২০৬/৮।
এক সেশনে পড়ল ছয় উইকেট। চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৯৪/৮।
নিজের শততম টেস্টে জোড়া উইকেট অশ্বিনের। একই ওভারে টম হার্টলিকে ছয় ও মার্ক উডকে শূন্য রানে ফেরালেন তিনি। ১৮৩ রানে আট উইকেট হারিয়ে কার্যত ধুঁকছে ইংল্যান্ড।
পঞ্চম উইকেট পেলেন কুলদীপ যাদব। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস খাতা খোলার আগেই তাঁকে সাজঘরে ফেরালেন তিনি। বর্তমানে ইংল্যান্ডের স্কোর ১৮১/৬। বেন ফোকস এক ও টম হার্টলি পাঁচ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডকে পঞ্চম ধাক্কা দিলেন রবীন্দ্র জাডেজা। ২৬ রানে জো রুটকে ফেরালেন জাডেজা। ১৭৫ রানে পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড।
নিজের শততম টেস্টে বড় রান করতে ব্যর্থ জনি বেয়ারস্টো। ২৯ রানে কুলদীপের বলে আউট হলেন বেয়ারস্টো। ইংল্যান্ড তারকা আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানালেও, তাতে লাভের লাভ কিছুই হয়নি।
কুলদীপের দাপট অব্যাহত। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল ক্রলিকে। কুলদীপের বলে ভারত রিভিউ না নেওয়ায় একবার জীবনদানও পান তিনি। তবে এবার রিভিউয়ের প্রয়োজন হয়নি। ক্রলিকে ৭৯ রানে বোল্ড করে ম্যাচের তৃতীয় সাফল্য পেলেন ক্রলি। ইংল্যান্ডের বর্তমান স্কোর ১৪৩/৩।
কুলদীপ যাদবের ভেল্কিতে কুপোকাত অলি পোপ। এগিয়ে এসে বড় শট মারতে গিয়েই সম্পূর্ণভাবে ফ্লাইটে পরাস্ত হন তিনি। ১১ রানে স্টাম্পড আউট হন পোপ। এর সঙ্গে সঙ্গেই প্রথম দিনের মধ্যাহ্নভোজের ঘোষণা করে দেওয়া হয়। ইংল্যান্ডের বর্তমান স্কোর ১০০/২।
১৫ ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করে ইংল্যান্ড। থ্রি লায়ান্সের স্কোর ডাকেট ও ক্রলি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পিছনে দৌড়ে অনবদ্য় ক্যাচ ধরে ডাকেটকে ২৭ রানে ফেরান গিল।
দুই ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে সাত রান। জ্যাক ক্রলিই সাত রান করেছেন।
রজত পাতিদার চোটের কারণেই বাদ পড়েছেন বলে টসের সময়ই জানিয়েছিলেন রোহিত শর্মা। বিসিসিআইয়ের তরফেই তারপর এক বিবৃতিতে জানানো হয় গতকাল অনুশীলনের সময় পাতিদারের বাঁ গোড়ালিতে চোট লাগে। আজ সকালে তাঁর গোড়ালিতে ব্যথা থাকায় তিনি মাঠে নামতে পারছেন না।
সিরিজ়ের শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের। ভারতীয় দলে আহত পাতিদারের বদলে সুযোগ পেলেন পাড়িক্কাল। আকাশদীপের বদলে খেলছেন যশপ্রীত বুমরা।
চলতি টেস্ট সিরিজ়ে পঞ্চম ভারতীয় খেলোয়াড় হিসাবে টেস্ট অভিষেক ঘটাতে চলেছেন দেবদত্ত পাড়িক্কাল। তাঁকে অশ্বিনের হাত থেকে টুপি নিতে দেখা গিয়েছে। তিনি কার জায়গায় একাদশে সুযোগ পান, এটাই দেখার বিষয়।
পঞ্চম টেস্টে ভারতীয় একাদশে কোনও পরিবর্তন হবে কি না, অধিনায়ক রোহিত শর্মা তা ভাঙেননি। ম্যাচের আগের দিন ভারতের প্র্যাক্টিস দেখে যা আভাস পাওয়া গিয়েছে, তাতে রজত পাতিদারকে হয়তো আরও একটা সুযোগ দেওয়া হবে। দল তাঁর পাশেই রয়েছে। চলতি সিরিজে অভিষেক হওয়ার পর থেকে যিনি লাগাতার ব্যর্থ। দুঃস্বপ্নের মতো কাটছে চলতি সিরিজ। দলাই লামার শহরে পাতিদারের ব্যাটে রান ফিরবে?
ধর্মশালায় কনকনে ঠান্ডায় প্রথম দিন খেলতে নামবে ভারত-ইংল্যান্ড। বৃষ্টিতে ম্যাচ বিঘ্ন ঘটার ছবি নতুন কিছু নয়। তবে ধর্মশালায় তুষারপাতের জেরে প্রথম দিন খেলায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমানে আকাশ আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে।
প্রেক্ষাপট
ধর্মশালা: ছবির মতো স্টেডিয়াম। মাঠের যেন গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ধৌলাধার পাহাড়। বছরের এই সময়েও পুরু বরফের আস্তরণ। ধর্মশালায় কনকনে ঠান্ডা। কলকাতায় যখন দুপুরের দিকে পাখা চালাতে হচ্ছে, হিমাচল প্রদেশের শৈলশহরে তখন সকলের গায়ে সোয়েটার, জাম্পার, টুপি।
যে পরিবেশের সঙ্গে বেশ সড়গড় ইংল্যান্ড। এ যেন এক টুকরো দেশের আবহ বেন স্টোকস, জনি বেয়ারস্টোদের (Jonny Bairstow) সামনে। জানুয়ারিতে টেস্ট সিরিজ শুরু হয়েছিল হায়দরাবাদে। সিরিজের শেষ ম্যাচ ভারতের অন্য প্রান্তে, ধর্মশালায়। বাজ়বলের ঝড় তুলে সিরিজ শুরু করেছিল ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণাধীন দল। সিরিজের শেষ ম্যাচ (IND vs ENG 5th Test) শুরু হওয়ার আগে নিশ্চিত হয়ে গিয়েছে যে, বাজ়বল জমানায় প্রথম সিরিজ হারছে ইংল্যান্ড। পাকিস্তানের মাটিতে বছর দুয়েক আগে যে বাজ়বল তত্ত্ব প্রতিপক্ষকে দুমড়ে দিয়েছিল, ভারতে সেটাই মুখ থুবড়ে পড়েছে।
সিরিজে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। রোহিত শর্মা (Rohit Sharma) যে ঘুরে দাঁড়ানোর নেপথ্যে কৃতিত্ব দিচ্ছেন গোটা দলকে। হায়দরাবাদের প্রথম টেস্টের পর থেকে ইংল্যান্ডের পারফরম্যান্স গ্রাফ যেমন নীচের দিকে নেমেছে, ভারতের গ্রাফ সেরকমই লাফিয়ে লাফিয়ে উঠেছে। ধর্মশালায় কী হবে? ভারত সিরিজ ৪-১ করে দেবে, নাকি শেষ ম্যাচ জিতে সান্ত্বনা পুরস্কার নিয়ে দেশে ফিরবেন বেন স্টোকসরা?
কী সেই সান্ত্বনা পুরস্কার? ২০১২ সালে অ্যালেস্টেয়ার কুকরা করে দেখিয়েছিলেন। ভারতকে ভারতের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল ইংল্যান্ড। ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজে সফরকারী দলের ২টি ম্যাচ জেতার শেষ নজির ছিল ১২ বছর আগে ইংল্যান্ডেরই। শেষ ম্যাচে স্টোকসরা জিতলে, সিরিজ হারলেও দুটি টেস্ট জয়ের সেই ১২ বছর পুরনো নজির স্পর্শ করবে ইংল্য়ান্ড।
গত বিশ্বকাপে ধর্মশালার মাঠ নিয়ে প্রবল বিতর্ক বেঁধেছিল। অনেক ক্রিকেটারও মাঠে চোট লেগে যেতে পারে বলে উষ্মা প্রকাশ করেছিলেন। ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের আগে ধর্মশালা মাঠ দেখলে অবশ্য চমকে উঠতে হয়। সবুজ গালিচার মতো আউটফিল্ড। জনি বেয়ারস্টো পর্যন্ত বলেছেন, 'মাঠ নিয়ে দারুণ কাজ হয়েছে। বিশ্বকাপের মাঠ দেখার পর এই পরিবর্তন অসাধারণ লাগছে। আবহাওয়াও চমৎকার।'
ধর্মশালায় কনকনে ঠান্ডা। রঞ্জি ট্রফিতে যে উইকেটে হিমাচল প্রদেশ বনাম দিল্লি ম্যাচ হয়েছিল, সেই বাইশ গজেই হবে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট খেলা হবে। রঞ্জি ট্রফির সেই ম্যাচে ৩৬ উইকেট পড়েছিল, যার মধ্যে ৩৪টি নিয়েছিলেন পেসাররা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচেও পেসারদের দাপট দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে দলাই লামার শহরে ধুন্ধুমার ক্রিকেটীয় যুদ্ধের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -