IND vs ENG 5th Test Score Live: যশস্বীর পর হাফসেঞ্চুরি রোহিতেরও, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১

India vs England 5th Test: প্রথম দিনের শেষে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে রয়েছে ভারত। রোহিতদের হাতে রয়েছে ৯ উইকেট।

ABP Ananda Last Updated: 07 Mar 2024 05:05 PM

প্রেক্ষাপট

ধর্মশালা: ছবির মতো স্টেডিয়াম। মাঠের যেন গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ধৌলাধার পাহাড়। বছরের এই সময়েও পুরু বরফের আস্তরণ। ধর্মশালায় কনকনে ঠান্ডা। কলকাতায় যখন দুপুরের দিকে পাখা চালাতে হচ্ছে, হিমাচল প্রদেশের শৈলশহরে...More

Ind vs Eng Live Score: ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত

ধর্মশালায় প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৩৫/১। মাত্র ৩০ ওভারে উঠেছে এই রান। ওভার প্রতি ৪.৫০ করে রান তুলেছে ভারত। ৫৭ রান করে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। ৫২ রানে অপরাজিত রোহিত শর্মা। ২৬ রান করে ক্রিজে রয়েছেন শুভমন গিল। ইংল্যান্ডের চেয়ে আর মাত্র ৮৩ রানে পিছিয়ে ভারত।