কলকাতা: সাম্প্রতিক সময়ে অন্তত টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের ফাস্ট বোলিংয়ে ভরসার অপর নাম হয়ে উঠেছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মহম্মদ শামিকে খেলানো হয়নি। যশপ্রীত বুমরাকে এই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অর্শদীপের ওপর বড় আশা ভরসা ছিল ভারতের। তিনি কিন্তু হতাশ করলেন না।
একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে অর্শদীপের ওপর বাড়তি দায়িত্ব ছিল। তিনি একেবারেই হতাশ করেননি। নতুন বল হাতে দুই ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটকে সাজঘরে ফেরান তিনি। ইডেনে ইতিহাস গড়ার সুযোগ ছিল তাঁর সামনে। সেই সুযোগ হাতছাড়া করলেন না অর্শদীপ সিংহ।ক্রিকেটের নন্দন কাননেই নয়া কীর্তি গড়ে ফেললেন বাঁ-হাতি ফাস্ট বোলার। ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়েই ভারতীয় ক্রিকেটার হিসাবে এক অনন্য কৃতিত্ব গড়লেন তিনি।
এতদিন পর্যন্ত যুজবেন্দ্র চাহালের ৯৬ উইকেটই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় বোলারের সর্বাধিক ছিল। তবে অর্শদীপ তাঁকে পিছনে ফেলে দিলেন। তাঁর উইকেটসংখ্যা দাঁড়াল ৯৭। তাও আবার মাত্র ৬১টি ম্য়াচে। এই অনবদ্য রেকর্ড অর্শদীপের টি-টোয়েন্টি ফর্ম্যাটে ধারাবাহিকতা ও দক্ষতারই পরিচয়বাহক। তিনি ইতিমধ্যেই বিশ ওভারের ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে গিয়েছন।
তিনি এই সিরিজ়েই কিন্তু প্রথম ভারতীয় বোলার হিসাবে এই ফর্ম্যাটে ১০০টি আন্তর্জাতিক উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে যেতে পারেন। ২৫ জানুয়ারি, শনিবার ভারত ও ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবেন। সেই ম্যাচে তাঁর উইকেটের সেঞ্চুরি করার সুযোগ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু তাঁর দিকে সকলের নজর থাকবে। অর্শদীপ অবশ্য সেইদিন না হলেও পাঁচ ম্যাচের সিরিজ়ে মোট আরও চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে এই সিরিজ়েই কিন্তু তাঁর সেঞ্চুরি পূর্ণ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, এই ম্যাচে অর্শদীপ দুই উইকেট নিলেও, তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বরুণ চক্রবর্তী। ভারতীয় দল এই দুই তারকার দৌলতেই ইংল্যান্ডকে ১৩২ রানে অল আউট করে দেয়। জবাবে ৪৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে যায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: রোহিত, ঋষভদের ব্যর্থতার দিনে রঞ্জি ট্রফিতে নজর কাড়লেন কেবল রবীন্দ্র জাডেজা