বার্মিংহাম: প্রথম ইনিংসেও তিনি বল হাতে জ্বলে উঠেছিলেন। পরপর ২ বলে বেন ডাকেট ও অলি পোপের উইকেট নেওয়া হোক কিংবা হ্যারি ব্রুককে বোল্ড করে ষষ্ঠ উইকেটে অবিশ্বাস্য ৩০৩ রানের পার্টনারশিপ ভাঙা - সবেতেই তিনি ছিলেন নায়কের মতো। তবে পুরোপুরি নায়ক হতে পারেননি। চার উইকেট নিয়েও ৬ শিকার করা মহম্মদ সিরাজের ছায়ায় কিছুটা হলেও ঢাকা পড়ে গিয়েছিলেন আকাশ দীপ (Akash Deep)।
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা পেসার শনিবার শেষ লগ্নে ফের জ্বলে উঠলেন। দুরন্ত দুটি বলে ফিরিয়ে দিলেন বেন ডাকেট ও খাতায় কলমে ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুটকে। দুটি উইকেটই বোল্ড। শুধু স্টাম্পই ভাঙেননি, ইংরেজ শিবিরের মনোবলেও ধাক্কা দিয়েছেন ডানহাতি পেসার।
সামনে ৬০৮ রানের বিশাল লক্ষ্য। বৃষ্টি না হলে ম্যাচের এখনও ১০৮ ওভারের খেলা বাকি। এই পরিস্থিতিতে রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ১৬ ওভারে ৭২/৩। আকাশ দীপের বল খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা। ৮ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট তাঁর। একটি উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে বল হাতে ভারতের নায়ক সিরাজ। জ্যাক ক্রলিকে ফিরিয়ে তিনিই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কাটি দেন।
চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন অলি পোপ (২৪ রানে ব্যাটিং) ও হ্যারি ব্রুক (১৫ ব্যাটিং)। এঁদের মধ্যে ব্রুক প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এখনও ব্যাট করা বাকি প্রথম ইনিংসে বিধ্বংসী সেঞ্চুরি করা জেমি স্মিথের। সব মিলিয়ে ইংল্যান্ডের এখনও ৫৩৬ রান চাই। আর ভারতের চাই আর সাতটি ভাল বল। সাতটি উইকেট। যা শেষ দিন তুলে নিতে পারলেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে ভারত।
যদিও ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করতে দেরি হওয়া নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। বলাবলি হচ্ছে, কেন চা পানের বিরতির পর আরও এক ঘণ্টা ব্যাট করল ভারত, কেন অন্তত একটা গোটা সেশন ব্যাট করতে দেওয়া হল না ইংল্যান্ডকে? তাতে ম্যাচ জয়ের জন্য ঝাঁপানোর সময় ও সুযোগ দুই-ই বেশি থাকত।