পুণে: তৃতীয় টি-টোয়েন্টিতে ধাক্কা খেতে হয়েছিল। তবে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করে সিরিজ় নিজেদের নামে করে নিয়েছে ভারতীয় দল। এই জয়ের অন্যতম নায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ম্যাচে নিজের ক্রিকেটীয় দক্ষতায় সকলকে প্রভাবিত করেন। আর ম্যাচ শেষে নিজে কর্মকাণ্ডে সকলের প্রশংসা কুড়োলেন।
ম্যাচের শুরুটা টিম ইন্ডিয়া বেশ হতাশাজনক করলেও, দলের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন হার্দিক পাণ্ড্য। শিবম দুবেকে সঙ্গে নিয়ে গড়েন ৮৭ রানের পার্টনারশিপ। ৩০ বলে ৫৩ রানের এক দুরন্ত ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে। তবে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স থেকেও ম্যাচ শেষে তাঁর মনোভাব সোশ্যাল মিডিয়ায় বেশি প্রশংসিত হচ্ছে। ম্যাচশেষে মাঠকর্মীদের আবদার মিটিয়ে তাঁদের সঙ্গে ছবি তোলেন হার্দিক। মাঠকর্মীদের সঙ্গে তাঁর পোজ দেওয়ার এই বিষয়টিই নেটিজেনদের মনে ধরেছে।
এদিন ম্যাচের দুই অর্ধেই ইংল্যান্ড শুরুটা দুর্দান্তভাবে করেছিল। শেষটা করল জঘন্যভাবে। ব্যাটিংয়ে শুরুর ধাক্কা কাটিয়ে পুণেতে প্রলয় চালালেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন হার্দিক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর পঞ্চম হাফসেঞ্চুরি। ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন শিবম। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৮৭ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিলেন হার্দিক ও শিবম। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮১/৯।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে ঝড় তুলেও প্রথমে ভারতীয় স্পিনার ও পরে সুপার সাব হর্ষিত রানার কাছে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ১৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১৫ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই।
ভারতীয় স্পিনারদের সামনে কেঁপে গেল ইংল্যান্ড। বরুণ চক্রবর্তী ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে ২ উইকেট নিলেন। ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট রবি বিষ্ণোইয়ের। ৩ ওভারে ২৬ রানে ১ উইকেট অক্ষর পটেলের। সব মিলিয়ে ভারতের তিন স্পিনার ১২ ওভারে ৬২ রান দিয়ে ৬ উইকেট নিলেন। তবে হর্ষিত রানাও এদিন কনকাশন সাব হিসাবে মাঠে নেমে তিন উইকেট নিয়ে সকলের নজর কেড়ে নেন।
আরও পড়ুন: সাহায্য করেছে KKR-র অভিজ্ঞতা, একাদশে না থাকলেও হুট করে মাঠে নেমে কী ভাবছিলেন হর্ষিত রানা?