বার্মিংহাম: লিডসে এক হাড্ডাহাড্ডি প্রথম টেস্ট ইতিমধ্যেই শেষ হয়েছে। এরপর ২ জুলাই থেকে এজবাস্টনে ভারত ও ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় টেস্ট (ENG vs IND) ম্যাচে খেলতে নামবে। ভারতীয় দল আগেই এই দ্বিতীয় টেস্ট খেলার উদ্দেশ্যে বার্মিংহামে পৌঁছে গিয়েছিল। এবার মাঠে নেমে অনুশীলনও শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার তারকা। ভারতীয় দলের ১৮জন সদস্যই এই অনুশীলনের সময় মাঠে উপস্থিত ছিলেন।
গত ম্যাচে ভারতীয় লোয়ার মিডল অর্ডার দুই বার একেবারে অল্প রানে সাজঘরে ফেরে। ম্য়াচ শেষে দুই ইনিংসেই লোয়ার অর্ডারের এই ব্যাটিং ধস কাম্য নয় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুভমন গিল। রিপোর্ট অনুযায়ী মহম্মদ সিরাজ বেশ অনেকটা সময় এদিন ব্যাটিং অনুশীলন করেন। কোচ গৌতম গম্ভীরকে দুই ফাস্ট বোলার অর্শদীপ সিংহ ও আকাশ দীপের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করতে দেখা যায়। শুভমন গিল ও ঋষভ পন্থ দীর্ঘক্ষণ ব্যাট হাতে নেটে ঘাম ঝরান। দলের বোলাররাও বোলিং অনুশীলন সারেন।
তবে এদিন বোলিং করেননি প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম টেস্টে তিনি উইকেট নিলেও, যেভাবে রান লুটিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কি না, সেটাই দেখার বিষয়। আরেক তারকা বোলার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় রয়েইছে। সেই সংশয় আরও বাড়ল। তিনি এদিন বোলিং তো বটেই, কোনওরকমের কোনও অনুশীলনেই অংশগ্রহণ করলেন না। তবে সমালোচনা, চাপের মাঝেও ভারতীয় দলের অন্দরমহলের পরিবেশ ঠিকঠাকই রয়েছে। কেউই বাড়তি উদ্বিগ্ন নন। এমনকী গতকাল তো গোটা দল অনুশীলনের বদলে এক মনোরঞ্জন পার্কে সময় কাটায়। দলের অন্দরমহলে সকলের মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই সফর ছিল।
তবে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সব নজর কিন্তু যশপ্রীত বুমরার দিকে। ভারতীয় প্রাক্তনী দীনেশ কার্তিকের মতে হেডিংলেতে অনেক ওভার বলের পর বুমরা এজবাস্টনে আবার মাঠে নামতে সম্ভবত চাইবেন না। 'আমাদের সবার আগে দেখতে হবে বুমরা খেলছে কি না। ও এজবাস্টনে খেলতে কতটা আগ্রহী হবে, সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। আমার মনে হয় ও হয়তো অপেক্ষা করবে। ওই পিচটা তো পাটা। আমার মনে হয় (লর্ডসে খেললে) ওর শরীর অধিক বিশ্রাম পাবে। এই ম্যাচে তো ও প্রচুর ওভার বোলিং করেছে। ও যত বিশ্রাম পাবে, ততই ভাল। আমার মনে হয় ও লর্ডসে খেলতে পছন্দ করবে। তবে গোটাটা ও কী চাইছে সেই অনুযায়ী তো হবে না, দল কী চাইছে সেইটাও দেখতে হবে।' মত কার্তিকের।
এরপর বুমরার অনুশীলনে উপস্থিতি সত্ত্বেও অনুশীলন না করার বিষয়টা কিন্তু তাঁর বার্মিংহাম টেস্ট না খেলার জল্পনা আরও বাড়াচ্ছে।