মুম্বই: ভারতীয় দল ইংল্যান্ড (India vs England) সফর থেকে ফিরে এসেছে। আপাতত দলের ক্রিকেটারদের কয়েক সপ্তাহের বিরতি। তারপরই ফের শুরু ক্রিকেটীয় যুদ্ধ। সামনেই দলীপ ট্রফি। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে দলীপ ট্রফিতে উত্তরাঞ্জল দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে, তেমনই যশস্বী জয়সওয়াল এবং অর্শদীপ সিংহও এই টুর্নামেন্টে খেলবেন।

ছুটির মেজাজে রয়েছেন কে এল রাহুল। ইংল্যান্ড সিরিজের পরই শেট্টি গ্যাংয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। পরিসংখ্যানের দিকে তাকালে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-২ ড্র করতে কে এল রাহুলের গুরুত্বপূর্ণ অবদান ছিল। সিরিজে ৫৩২ রান করেছেন রাহুল। তাঁকে ভারতীয় দলের নীরব যোদ্ধা বলছেন অনেকে। এখন ওভাল টেস্ট জয়ের পর রাহুল তাঁর শ্বশুর সুনীল শেট্টি এবং শ্যালক অহন শেট্টির সঙ্গে সময় কাটাচ্ছেন। স্ত্রী আথিয়া ও সদ্যোজাতের সঙ্গেও ছবি পোস্ট করেছেন তিনি। 

শ্বশুর এবং শ্যালকের সঙ্গে জমজমাট আড্ডা

কে এল রাহুল ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে মাঝখানে প্রখ্যাত বলিউড অভিনেতা সুনীল শেট্টি দাঁড়িয়ে আছেন, যিনি সম্পর্কে রাহুলের শ্বশুর হন। অন্যদিকে, সুনীল শেট্টির ছেলে এবং রাহুলের শ্যালক অহন শেট্টিও হাজির ছবিতে। যিনি চোখে কালো চশমা পরেছিলেন। কে এল রাহুলকে এই ছবিতে কালো টি-শার্ট, ব্ল্যাক ক্যাপ, জিন্স এবং বিয়ার্ড লুকে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় কে এল রাহুলের এই ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং ভক্তরাও তাঁদের নিয়ে মজা করছেন। এক ভক্ত মন্তব্য করেছেন যে, শুধু জামাইবাবু-ই চশমা পরতে ভুলে গিয়েছেন। আরেক ভক্ত মজা করে লিখেছেন যে, সুনীল শেট্টি এবং তাঁর ছেলে অহনকে খুব শক্তিশালী দেখাচ্ছে, তবে এই ছবিতে সবচেয়ে দুর্বল কে এল রাহুলকেই দেখাচ্ছে, যদিও রাহুল বর্তমান ভারতীয় দলের অন্যতম ফিট ক্রিকেটারদের মধ্যে একজন।

ফের ইংল্যান্ডে নির্ভরযোগ্য প্রমাণিত কে এল রাহুল

কে এল রাহুল ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি ১০ ইনিংসে ৫৩.২০ এর গড়ে মোট ৫৩২ রান করেন। তিনি সিরিজে ২টি সেঞ্চুরি এবং ২টি হাফসেঞ্চুরি করেন। রাহুল ওপেনার হিসেবে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ইনিংস খেলেছেন।