IND vs IRE, 2nd T20 Live: বুমরা, প্রসিদ্ধদের দাপটে ৩৩ রানে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় ভারতের
IND Vs IRE 2nd T20 Live Updates: এই ম্যাচের জন্য ভারতীয় একাদশে বদলের কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
১৫২ রানেই থামল আয়ারল্যান্ডের লড়াই। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/৮। ৩৩ রানে ম্যাচ ও সিরিজ় জিতল ভারতীয় দল।
আয়ারল্যান্ডের হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন মার্ক অ্যাডের। প্রসিদ্ধ কৃষ্ণর ১৯তম ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকান তিনি। তবে ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা ১৯ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ১৪৮/৭। ম্যাচ জিততে শেষ ওভারে আরও ৩৮ রান করতে হবে আইরিশদের। অ্যাডের ২৩ রানে ব্যাট করছেন।
১৪ ওভার শেষে শতরানের গণ্ডি পার করল আয়ারল্যান্ড। বালবার্নি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন। তিনি ৫৫ ও জর্জ ডকরেল ১১ রানে ব্যাট করছেন। ১৪ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ১০২/৪।
১২ ওভার আয়ারল্যান্ডের স্কোর ৮১/৪। বর্তমানে অ্যান্ডি বালবার্নি ৪৫ ও জর্জ ডকরেল ২ রানে ব্যাট করছেন। ৪৮ বলে আয়ারল্যান্ডের জয়ের জন্য আরও ১০৫ রানের প্রয়োজন।
পাওয়ার প্লের ছয় ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ৩১/৩। ইনিংসের ষষ্ঠ ওভারে ৭ রানে হ্যারি টেক্টরকে বোল্ড করেন রবি বিষ্ণোই।
নিজের প্রথম ওভারেই জোড়া সাফল্য পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। পল স্টার্লিং ও লরান টাকার, উভয়কেই শূন্য রানে ফেরালেন তিনি। তিন ওভার শেষে ভারতের স্কোর ১৯/২।
ইনিংসের শেষ ওভারে ২০ রান তুলল ভারত। ২০ ওভার শেষে ভারতের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৫ রান। ওভারের পঞ্চম ওভারে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হন রিঙ্কু।
ইনিংসের ১৯তম ওভারে ২২ রান তুলল ভারতীয় দল। ১৫০ রানের গণ্ডি পার করল টিম ইন্ডিয়া। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১৬৫/৪।
৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রুতুরাজ গায়কোয়াড়। তবে তারপর তিনি আর দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ব্যারি ম্যাকার্থির মন্থর গতির বলে বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন তিনি। হ্যারি টেক্টর ক্যাচ ধরে ৫৮ রানে রুতুর ইনিংসের সমাপ্তি ঘটান। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১৩২/৪।
বড় শট মারতে গিয়ে ৪০ রানে নিজের উইকেট হারালেন সঞ্জু স্যামসন। কাট মারতে গিয়ে বোল্ড হন তিনি। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১০৮/৩। বেন হোয়াইট ফেরালেন সঞ্জুকে।
বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন সঞ্জু স্যামসন। জশুয়া লিটলের ১১তম ওভারে তিনটি চার ও একটি ছক্কার সুবাদে ১৮ রান তুললেন তিনি। ভারতের বর্তমান স্কোর ৯৯/২। সঞ্জু ৩৮ ও রুতুরাজ ৪০ রানে ব্যাট করছেন।
সপ্তম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করল ভারত। সাত ওভার শেষে ভারতের স্কোর ৫৫/২। বর্তমানে রুতুরাজ ২৫ ও সঞ্জু স্যামসন ১০ রানে ব্যাট করছেন।
যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিংহ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণ, যশপ্রীত বুমরা (অধিনায়ক), অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই
আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। ভারত ও আয়ারল্যান্ড, উভয় দলই গত ম্যাচের একাদশ বহাল রেখেই এই ম্যাচেও মাঠে নামছে।
প্রেক্ষাপট
ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs IRE 2nd T20) খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আজ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে তারা। প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল রিঙ্কু সিংহ ও প্রসিদ্ধ কৃষ্ণর। দ্বিতীয় জন বল হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেও রিঙ্কু ব্যাট হাতে নামার সুযোগ পাননি। বড় কোনও মিরাক্যাল না হলে এই ম্য়াচে হয়ত কোনও দলই একাদশে পরিবর্তন আনবে না।
গত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মের সৌজন্যে ভারতীয় দল দুই রানে ম্যাচ জিতে নেয়। ম্যাচে একসময় এক সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ারল্যান্ড। তবে চাপে পড়েও দুরন্ত লড়াই চালায় আইরিশরা। আরও ভাল করতে বলতে গেলে কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থি। সপ্তম উইকেটে দু'জনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন। ৩৩ বলে ৩৯ রান করেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থিও। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি।
রান তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবে করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। মেঘলা আবহাওয়া ও হিমেল হাওয়ায় তখন বেশ ভাল বোলিং করছিলেন আইরিশ বোলাররা। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। তবে এরপরই হাত খোলেন যশস্বী ও রুতুরাজ। পরের ২ ওভারে ২৩ রান যোগ করেন দুজনে। তবে ক্রেগ ইয়ংয়ের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরপর ২ বলে ফিরে যান যশস্বী (২৪ রান) ও তিলক ভার্মা (০)। ৬.৫ ওভারে ভারতের রান ৪৭/২, তখনই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -